নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে

আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই এবং আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু নিতে চাই।

হেডমাষ্টার সাহেব

অনুসন্ধান

হেডমাষ্টার সাহেব › বিস্তারিত পোস্টঃ

ভাল মৃত্যুর আলামতসমুহ

১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৩

জীব মাত্রই মৃত্যু অবধারিত । সকল জীবের মধ্যে মানুষের মৃত্যুই আমাদের অনুভূতিকে সবচেয়ে বেশী আবেগপ্রবন করে তোলে। আস্তিক বলেন আর নাস্তিক বলেন মৃত্যুর ভয় নেই এমন লোকের সন্ধান আমি অন্ততঃ আমার এ ক্ষুদ্র জীবনে পাইনি।আসলে মৃত্যুর আলামত কেমন ? ভালো আলামত আর খারাপ আলামতসমুহইবা বুঝবো কেমন করে?

আসুন সহীহ হাদীস অনুযায়ী জেনে নেই ভালো মৃত্যুর আলামতসমুহ কী কী হতে পারে ।



১) "লা -ইলাহা ইল্লাল্লাহ্" মুখে উচ্চারন করে মৃত্যু বরণ করা ।

২) মৃত্যুর সময় কপাল ঘেমে মৃত্যু বরণ করলে তা মু"মিন অবস্হায় মৃত্যুবরণ করার আলামত ।

৩) জুম"আর রাতে বা দিনে মৃ্ত্যু হলে তা মঙ্গলজনক।

৪) আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে শাহাদাত লাভ করা ।

৫) আল্লাহর পথের গাযী হিসাবে মৃত্যু বরণ করা।

৬) যে ব্যক্তি কলেরা /উদারাময় রোগে মারা যাবে।

৭) পেটের রোগে মৃত্যূবরণ করা ।

৮) ডুবে এবং চাপা পড়ে মৃত্যুবরণ করা।

৯) কোন মুসলিম মহিলার তার সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করা ।

১০) পুড়ে এবং প্যারালাইসিস রোগে মৃত্যুবরণ করা।

১১) ফুসফুসের রোগ বিশেষে মৃত্যুবরণ করা।

১২) অন্যের হাত থেকে নিজ সম্পদ রক্ষার সময় মৃত্যুবরণ করলে।

১৩) যে ব্যক্তি দ্বীন ও নিজেকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করবে ।

১৪) আল্লাহর পথে নিজেকে জড়িত রাখা অবস্হায় মৃত্যুবরণ করা ।

১৫) সৎ আমল করা অবস্হায় মৃত্যুবরণ করা।



কারন রসুল (সঃ) বলেছেন ঃ"যে ব্যক্তি আল্লাহর সন্তষ্টি অর্জনের উদ্দেশ্যে "লা -ইলাহা ইল্লাল্লাহ" বলবে আর এটাই হবে তার সর্বশেষ আমল সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সন্তষ্টি অর্জনের উদ্দেশ্যে একদিনের সওম পালন করবে আর এটাই হবে তার সর্বশেষ আমল সে জান্নাতে প্রবেশ করবে ।যে ব্যক্তি আল্লাহর সন্তষ্টি অর্জনের উদ্দেশ্যে কিছু সাদাকাহ করবে আর সে আমলই হবে তার সর্বশেষ আমল সে জান্নাতে প্রবেশ করবে "।



বিঃ দ্রঃ ইমাম বুখারী তার "সহীহ বুখারী (৬/৮৯) গ্রন্থে অধ্যায় রচনা করেছেন ঃ "অমুক ব্যক্তি শহীদ এরূপ কথা বলা যাবে না" ।অথচ বর্তমান যুগের লোকেরা এ ব্যাপারটিতে খুবই শিথিলতা প্রদর্শন করছেন ।



আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের মুসলিম হিসাবে কবুল করূন ।

আমিন ।





মন্তব্য ৮ টি রেটিং +২/-২

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৩

হাসান মাহবুব বলেছেন: ফুসফুসের রোগ বিশেষে মৃত্যুবরণ করা- তাইলেতো সবার ধুমায়া সিগারেট খাওন দরকার, কি কন?

১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

হেডমাষ্টার সাহেব বলেছেন:
বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি ।
সু্যোগগুলো আল্লাহর কাছে কবুলকৃত মুসলিমদের জন্য বরাদ্দ।
এখন কবুলকৃত মুসলিমদের বৈশিষ্ট্যের মধ্যে যদি" বিড়ি খাবি খা মরে যাবি যা" সুযোগ থাকে তাহলে তো আর আমার বলার কিছু নেই।

২| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৭

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের মুসলিম হিসাবে কবুল করুন..
আমিন ।

১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪২

হেডমাষ্টার সাহেব বলেছেন:
আব্দুল্লাহ আল মনসুর ভাই, আল্লাহ তাঁর অসংখ্য নেয়ামতের মধ্য থেকে সুন্দর একটি নেয়ামত আপনাকে প্রদান করেছেন। আর তা হল আপনার সৌন্দর্য্য। শোকরিয়া।
ধন্যবাদ ।

৩| ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২২

সত্য কথায় যত দোষ ! বলেছেন: আপনার কাছ থেকে খুব সুন্দর কথা জানতে পারলাম আশা করি আরো ভাল কিছু জানতে পারব ইনশাআল্লাহ।

ভাই হাসান মাহবুব আপনি যদি বিড়ি-সিগারেট খেয়ে ফুসফুসে অসুখ বাধিয়ে আল্লাহর নিকট হাজির হযে শহীদ দাবী করেন তাহলে যে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছে সেও নিজেকে শহীদ দাবী করে বেহেস্তে যাবার যন্য আকুতি মিনতি করবে।

এ ব্যাপারে আল্লাহর হুসিয়ারী শুনুন, "যে বান্দা মৃত্যুর জন্য তাড়াহুড়া করল তার জন্য জান্নাতকে হারাম করা হল"

ছোট্ট একটা অনুরোধ করি, মানুষের আয়ু কমে যায় জেনেও আপনারা যারা সিগারেট খান তারাও আল্লাহর হুসিয়ারীর আওতায় অর্থাৎ মৃত্যুর জন্য তাড়াহুড়া। আসুন চেষ্টা করি কিভাবে এথেকে পরিত্রান পাওয়া যায়।

১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৩

হেডমাষ্টার সাহেব বলেছেন:
মনে হয় যাদেরকে খুজতে এই ব্লগে আসা আপনি তাদেরই একজন। আপনার কাছ থেকে আরও ভাল কিছুর আশায় রইলাম।
ধন্যবাদ।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪

শাহরিয়ার নাহিদ বলেছেন: ৮) ডুবে এবং চাপা পড়ে মৃত্যুবরণ করা।

এর কারণ কী? কী কারণে এটা ভাল আলামত..।
সেসব ব্যাপারে একটু আলোকপাত না করলে আপনার লিখা আর বাজারের সস্তা চটি বই এর মাঝে কোনো পার্থক্য রইল না।

১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪০

হেডমাষ্টার সাহেব বলেছেন:
আপনার জানার আগ্রহের জন্য ধন্যবাদ।
আপনার প্রশ্নের উত্তর হচ্ছে রসুল (সঃ) এর একটি সহীহ হাদিস।
আল্লাহর রসুল (সঃ) বলেছেন, "শহীদ হচ্ছেন পাঁচজনঃ কলেরায়, পেটের পীড়ায়,ডুবে ও চাপা পড়ে মৃত্যু বরণকারীরা এবং আল্লাহর পথে শাহাদাত লাভকারী।"
হদিসটি বুখারী(৬৫৪), মুসলিম(১৯১৪),তিরমিযী(১০৬৩) ও আহমাদ(৮১০৬) আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.