![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোকাকোলা ও পেপসিকোলা দুটি মার্কিন বহুজাতিক কোম্পানি, তবে কোম্পানিদ্বয় তাদের কোমল পানীয়র জন্য বিখ্যাত। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রপ্তানি হচ্ছে কোক-পেপসি। ছেলে-বুড়ো সবাই দেদারসে পান করছি এসব পানীয়। যদিও কোকাকোলা, পেপসিকোলাসহ অন্যান্য কোমল পানীয় স্বাস্থ্যের জন্য ভাল না মন্দ এই নিয়ে কথা হচ্ছে দীর্ঘ দিন ধরে। সম্প্রতি শতবর্ষ ধরে বিশ্বস্ততার জায়গা থেকে কোকাকোলা আর পেপসিকে নাড়িয়ে দিল ফ্রান্সের এক গবেষণাধর্মী প্রতিবেদন। সেখানে বলা হচ্ছে জনপ্রিয় পানীয়দ্বয় অ্যালকোহলিক।
প্যারিস ভিত্তিক ন্যাশনাল ইন্সটিটিউট অব কনজাম্পশন-এর প্রতিবেদন অনুযায়ী অর্ধেকেরও বেশি কোলা জাতীয় পানীয়তে অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া গেছে। ধর্মীয় অনুশাসন ও স্বাস্থ্যগত বিষয়াদি যারা মেনে চলেন তাদের অবগত করতেই এই তথ্য উদঘাটন হয়েছে বলে জানায় ডেইলিমেইল অনলাইন।
ফ্রান্সের এক ম্যাগাজিনে এই প্রতিবেদন প্রথম ছাপা হয়। সেখানে বলা হয় ৬ কোটির মত ভোক্তা রয়েছে এমন পানিয়ের। অবশ্য সেই প্রতিবেদন বলছে যে এসব কোমল পানিয়ে অ্যালকোহলের পরিমাণ খুবই কম। লিটার প্রতি ১০ মিলিগ্রাম অ্যালকোহল রয়েছে এসব পানীয়তে যা মোট পানীয়ের শতকরা ০.০০০১ ভাগ। যদিও এই ছোট পরিমাণই মুসলিমদের বিপর্যস্ত করবার জন্য যথেষ্ট। যখন নিজ ধর্মেই পানীয়তে ন্যুনতম অ্যালকোহল অবৈধ ঘোষণা করা হয়েছে।
২| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১
জয় সুমন বলেছেন: ধন্যবাদ । কিন্তু আমি এইসব পানিও খেতে অনেক পছন্দ করি । যেটা ছাড়া আমার পক্ষে সম্ভব না ।
৩| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২
জয় সুমন বলেছেন: আহলান , ভাই আপনি ভাল যুক্তি দিছেন ।
৪| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
কসমিক রোহান বলেছেন: এসব বর্জন করতেই হবে যদি কেউ জেনে শুনে মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে চান। আর যারা জেনে শুনেও এগুলো বর্জনের বিপক্ষে তারা কিভাবে নিজেদের কে মুসলমান বলে পরিচয় দেয়?
যেখানে কোরআনেই মদের বিরুদ্ধে বলা হয়েছে।
লেখক কে ধন্যবাদ সহ +++
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯
আহলান বলেছেন: ধর্মে মদ বা মাদক দ্রব্য গ্রহণে নিষেধাজ্ঞা আছে ..... যা নামাজ বা এবাদত বন্দেগী থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় .... কিন্তু এই সেভেনাপ পেপসি খেয়ে কেউ নামাজ রোজা ছেড়ে দিয়েছে এমন কথা কোথাও শোনা যায় না .... বেশী কঠিন কোন কিছুই ভালো না .... শাষন ভালো, তবে সেই শাষন বেশী কড়া হলে তা হিতে বিপরীত হয় ... আদর ভালো, তবে অতি আদরে তৈরী হয় বাঁদর ... সুতরাং সব কিছুই হওয়া উচিৎ পরিমিত .....