নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন খালি চোখে দেখি না তখনই বাইনোকুলা ...........

বাইনোকুলা

০৩

বাইনোকুলা › বিস্তারিত পোস্টঃ

আশ্চর্য অনুভূতি --- বাইনোকুলা B:-)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১


ঝিঁঝিঁ পোকা বিরতিহীনভাবে ডাকে কিভাবে? এরা কি ক্লান্ত হয় না, নিঃশ্বাস নেয়ারও বুঝি প্রয়োজন নেই,
মনে হয় চিচি করতে পারাই জীবনের সবকিছু.................।
তবে এদের ডাকে এক ধরণের অপার্থিবতা আছে। একটা শান্ত রাতের মৃদু আলো-অন্ধকার পরিবেশে আপনি এদের ডাকের রহস্যভেদ করতে পারবেন। চাইলে নানা রকম ব্যাখ্যাও দ্বার করাতে পারবেন। খুব প্রিয় কোনো মানুষকে বলতে না পারা কোনো কথার জন্য মনে যদি আক্ষেপ থাকে তবে ভেবে নিন ঝিঁঝিঁ পোকা আপনার না বলা কথাটাই বারবার পুনরাবৃত্তি করছে। তারপর দেখুন মস্তিষ্ক কি প্রতিক্রিয়া দেখায়। আপনি আপনার চিন্তার জগতকে খুব ছোটো বিষয়বস্তুুতে সীমাবদ্ধ করুন, দেখবেন আপনার প্রবল যুক্তিবাদী মনও প্রকৃতির রহস্যকে মেনে নিয়েছে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

জনম দাসী বলেছেন: মানুষের চেয়ে বড় ঝিঁঝিঁ পোকা আর কিছু আছে কি!!!
নেই বুঝি তার কোন ক্লান্তি ...

ভাল থাকুন সব সময় কবি।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

জনম দাসী বলেছেন: বড় মহা যুক্তিবাদী ...

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

জনম দাসী বলেছেন: কেটে দিয়েছি, হাত কাঁপছিল যদিও তবু, আপনি তো আর সে নন।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

বাইনোকুলা বলেছেন:
আর সে হলে .....?
বলবেন জীবন গিয়াছে থেমে কুড়ি কুড়ি বছরের পার,,,,,,,,,,,,,,,,

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

জনম দাসী বলেছেন: না সে হলে আমি ফিরে যাবো আমার সেই অতীব কষ্টে পাওয়া ফের বালিকা বেলার মত ফিরে পাওয়া দিন গুলিতে, প্রজাপতির মত আমিও ডানা মেলে ফের উড়বো, ভুলে যাবো জীবনের সব ব্যাথা গুলো, অতি নিকটের মৃত্যুটা হবে আমার ভীষণ রকম শান্তির ।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০

বাইনোকুলা বলেছেন:
তাই যেন হয়...।
বিধাতা সবার জন্যই মঙ্গল লিখে রাখে।

অতি নিকটের মৃত্যুটা হবে আমার ভীষণ রকম শান্তির ।

কেন জানি না আপনার এই শব্দগুলো আমার চোখে পড়ে বেশি। যদি আর না লিখতেন উপরের শব্দ কটা ধন্য হতাম......।

ভালো থাকবেন সবসময় আর নিশ্চয়ই ভালো থাকবেন।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

জনম দাসী বলেছেন: কিছতা লিহুইন না, বইয়া বইয়া কিতা দেহুইন হুনি। মিউ মিউ,

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

মেহরাব ইসলাম বলেছেন: ঝিঁঝিঁ পোকা আপনার না বলা কথাটাই বারবার পুনরাবৃত্তি করছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৩

বাইনোকুলা বলেছেন:
হয়তো সেরকমই তারা ভেবে বসে আছে।
না বলা কথাগুলো আর শুনিয়ে কাম নাই। শহরের এ রাস্তায় আর ঝিঝি পোকাদের দেকছি না। যা ছিল তাও শকুনের দল ভাগাভাগি করে নিয়েছে।
কপালের নিচে দুটো চোখের যায়গায় তিনটা বা তার চেয়েও বেশি চোখ দেখলেও অবাক হবার কারণ নাই, তাও আপনি মানুষ। তবে স্বাভাবিক নন। এমনটাই হয়েছে , হচ্ছে।
মৌ আর মৌমিতা আধুরাই থেকে যায়।
আর এ জন্যই হয়ত পোকারা চি চি চি চি করে।
ভালা থাকুইন হগগোল সময়।.............।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.