![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক চেষ্টা করেও ঘুমানো গেল না। অচেতন মনের এলোমেলো ভাবনায় বার বার অস্থির হয়ে উঠছি।
এত খারাপ লাগছে কেন জানি না। অনেক গুলো প্রিয় মুখকে ভীষণ মিস করছি। তবে আশা করছি এটা সাময়িক।
অন্ধকারেরও একখানা রূপ আছে। চর্ম চক্ষুতে উহাকে ভ্রম বলিয়া বোধ হইলেও কল্পনায় উহাকে ধরিতে পারা যায়। ধর্মবরতা এই এক জায়গাতেই বোধয় সমস্ত বৈষম্যকে পাশাপাশি স্থান করিয়া দিয়াছেন.......
কোনো মানুষের উপর অনন্তকাল দুঃখ ভর করতে পারে না। আর কত বিষন্ন বিকেল, নির্ঘুম রাত। সময় হয়েছে এই অশরীরি আত্মাকে বিদায় করার। ঝাপসা চোখে আর কোনো রুদ্র মুর্তির সঙ্গে কথোকপন নয়। মুক্ত আকাশ, মুক্ত স্বাধীনতা, মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে চাই। আর বুঝি সেটা নেয়া হল না। চুপ করে ভেসে আসে আবার অল্পতেই মিশে যায়।
আমার কথা কি শুনতে পাও না তুমি?
কেন মুখ গুঁজে আছ তবে মিছে ছলে?
কোথায় লুকাবে? ধু ধু করে মরুভূমি;
ক্ষয়ে ক্ষ'য়ে ছায়া ম'রে গেছে পদতলে।
আজ দিগন্তে মরীচিকাও যে নেই;
নির্বাক, নীল, নির্মম মহাকাশ।
নিষাদের মন মায়ামৃগে ম'জে নেই;
তুমি বিনা তার সমূহ সর্বনাশ।
কোথায় পালাবে? ছুটবে বা আর কত?
উদাসীন বালি ঢাকবে না পদরেখা ।
প্রাকপুরাণিক বাল্যবন্ধু যত
বিগত সবাই, তুমি অসহায় একা ।
যাবার আগে 'নির্মলেন্দু গুণ এর শেষের কয়েকটি লাইন রেখে গেলাম।
এখনো বাসিনি ভালো পুরোপুরি
আয়ত্তে রেখেছি কিছু প্রেম।
অপূর্ণ রেখেছি, কিছু অন্তরঙ্গ বোধের বাসনা।
সবাই পড়েছে প্রেমে,
আমি সকলের চেয়ে কিছু বেশী।
আমি এমনই..................
২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯
বাইনোকুলা বলেছেন: ছোট করে লিখলে সেটা কবিতা হয়ে যায় জানা ছিল না। ধন্যবাদ দেয়াতে চরণ রাখার জন্য।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার কবিতা এবং নির্মলেন্দু গুণের কবিতার জন্য +
ভাল থাকবেন সবসময়।