নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন খালি চোখে দেখি না তখনই বাইনোকুলা ...........

বাইনোকুলা

০৩

বাইনোকুলা › বিস্তারিত পোস্টঃ

বেনামি উড়োচিঠি

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩২

ভালো থাকুক মহাকাল
তাতে সঞ্চিত স্মৃতিমালা
পাশাপাশি থাকার অনেকগুলো স্থিরচিএ।
ভালো থাকুক নতুন ভোর
লজ্জাবতী বধূর মতো
জানালার ফাক গলে তার প্রথম স্পর্শ।
ভালো থাকুক সপ্তমীর চাঁদ
রহস্যের ধুম্রজাল..
প্রেমিক হতে চাওয়ার প্রবল আকুলতা।
ভালো থাকুক সে
তার শান্ত দৃষ্টির অজস্র কথামালা,
পৃথিবীর সমস্ত আনন্দ কেন্দ্রীভূত হোক তার পদচরণে
ভালোবাসাময় অগ্রযাত্রা......

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৮

বনলতা-সেন বলেছেন: ভালো থাকুক প্রেমিকের মুগ্ধ-চোখের চাহনি,
ভালো থাকুক মুঠোফোনে প্রেমিকের নাম দেখে উদয় হওয়া সদ্য প্রেমিকার মিষ্টি হাসি :)

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৫

বাইনোকুলা বলেছেন:
সহজ করে বললে
আপনার চারপাশের পরিবেশ আপনাকে ভালো থাকার সেরা সুযোগটি দিতে পারে। অনেকগুলো আনন্দময় মুখ একটা প্রবল দুঃখবোধকে ঢেকে দেয়ার জন্য যথেষ্ট। তবে সেটা খুব সহজ ব্যাপার নয় কি............

২| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৪

বনলতা-সেন বলেছেন: একমত হতে পারলাম না, মানুষগুলোর ভালো হওয়াটাও অনেক জরুরি

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪০

বাইনোকুলা বলেছেন:
কে ভালো নয় বলেন ? শ্রেষ্ঠ সৃষ্টি আমরা .. সাদা কালো নয়নে তাকাই বলেই হয়ত ধরতে পারি না....... আজি এক নতুন বোধধয় ঘটিল। কে জানে মানুষ নামের এই প্রানিগুলোই এক একটা রহস্যের চেরাগ........ পোস্ট দিতেছি তখন বুঝতে হয়ত সহজ হবে..
আর ভালো লাগল ব্যাস্ততার এ যুগে আপনাকে এ দেয়াতে.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.