নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন খালি চোখে দেখি না তখনই বাইনোকুলা ...........

বাইনোকুলা

০৩

বাইনোকুলা › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘশ্বাসের অভিশাপ বড়ই ভয়ংকর

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪১

এত তাড়াতাড়ি মিলে যাবে তা কল্পনারো আগোচড়ে ছিল। বন্ধুটাকে সাহস যোগানো ছাড়া আর কি বা বাকি........

স্বপ্নকে ধরে রাখার মতো কঠিন কর্ম খুব কমই আছে। সযত্নে লালিত স্বপ্নের অপমৃত্যুর ভয় প্রতিটা মানুষকেই তাড়িত করে। স্বপ্নভঙ্গের জন্য অনেক হৃদয়বিদারক ইতিহাস মানুষ কালে কালে জন্ম দিয়েছে।

কিছু স্বপ্ন দেখার জন্য প্রবল সাহসী হতে হয়, কিছু স্বপ্নের জন্য ভালোবাসায় টইটুম্বুর একটা মন লাগে, কিছু স্বপ্নের জন্য অফুরন্ত প্রাণশক্তির প্রয়োজন। আকাশের মতো বিপুলতা দেখিয়ে কিছু স্বপ্নের জাল বুনতে হয়।
স্বপ্ন দেখাটাও খুব সহজ কর্ম নয়।

স্বপ্ন একটা মানুষকে পূর্ণতা দান করে। স্বপ্নের ক্ষয় প্রতিটা মানুষকে ব্যথিত করে। সুতরাং কারো স্বপ্ন ভঙ্গের কারণ হবেন না কারণ দীর্ঘশ্বাসের অভিশাপ বড়ই ভয়ংকর।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৩

এ কে এম রেজাউল করিম বলেছেন:
দীর্ঘশ্বাসের অভিশাপ বড়ই ভয়ংকর।

সহমত।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৬

বাইনোকুলা বলেছেন:
তাই তো দেখছি ভাই। অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবসময়।

২| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১৯

বনলতা-সেন বলেছেন: আর নিজের অজান্তে কারো স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে গেলে?

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৯

বাইনোকুলা বলেছেন:
সমস্যাটা বোধয় এখানেই.. স্বপ্নটা ধরতে আমারা একটু বেশিই বেশামাল হয়ে যাই..... অার এটাই প্রকৃতি...। নিরাপদ থাকাই ভালো। আর নিজের অজান্তে কারো স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে গেলে - যেকোন মূল্যে তা থেকে ক্ষমা চেয়ে নেয়াই সুবিধাজনক পন্থা বলে মনে হয় । ভালো থাকবেন সবসময়.....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.