নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন খালি চোখে দেখি না তখনই বাইনোকুলা ...........

বাইনোকুলা

০৩

বাইনোকুলা › বিস্তারিত পোস্টঃ

যৌনতা বনাম বিবেগ

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫১

নিষিদ্ধ বা অবৈধ বিষয়ের প্রতি আগ্রহ বা আকর্ষণ মানুষের বরাবরই ছিল সবাই জানি। শ্রদ্ধার পাত্র পায়ে ঠেলে যাব তাতে কোন অপরাধ হলো কিনা সেটা জানবার চেয়ে অমুক তমুকের কানে কানে কি বলল তা জানা চাই। আব্বাস জব্বারের সাথে এক হয়ে গ্রাম বা মহল্লার উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সেদিকে ভ্রক্ষেপ নাই। জানতে হবে অন্য রকম কিছু, কোন রোমাঞ্চকর রহস্যপূর্ন কিছুটা যৌন বা রমনির শারীরিক বর্ণনা। রাতের পর রাত জেগে একজনে একজন একেযাচ্ছে নান্দনিক চিত্র, আর কেউ সে চিত্রের মাঝে খুঁজে বেড়াচ্ছে কোথা্ও জংলার ভেতর যৌন আবেদনে নাড়া দেবার কেঊ আছে কী? আবাগের জানালায় টোকা দিয়ে যাচ্ছে শকুন। খুব কমজনই আছে যারা উৎকন্ঠাকে দমিয়ে রাখতে পারে। যারা নাড়া দিয়েছেন তারা বুঝতে পারছেন না কী এক মোহের কবলে পড়ে জীবনের স্বচ্ছ নদীর জ্বল ঘোলা করে নিলেন। পরিশেষে এই বিষজ্বল পান করে নিজেই নিজের যন্ত্রনার ঘন্টা বাজাঁলেন।এই যন্ত্রনার কেউ সঙ্গি হবে না। এক সময় যারা সাথে ছিল ? তাদেরও খুজে পাওয়া যাবে না।

আর সেই শকুন আপনাকে নদিতে ফেলে দিয়ে চলে গেছে অন্য জানালায়। ঠক, ঠক করে অাবার আর একজনকে ঘোলা জ্বলের সাতারূ বানাতে। এতসব সর্তকতার ফেস্টুন চোখের সামনে উড়ছে তবু কেন? বিবেগ জাগ্রত হচ্ছে না ????
একদিন বজ্রাঘাতে ধুলোয় লুটিয়ে গলা কাটা পশুর মত ধরফর করবে কিন্তু কেউ আসবে না বাচাঁতে........।
মৃত্যু দেখার জন্য একদল লোক ভীড় করবে। কেউ একনজর দেখে চলে যাবে।
ধীরে , ধীরে ভীড় হালকা হবে। একটি লোকও পাশে থাকবে না। অবশিষ্ঠ অংশ কোন স্বার্থের কাজে আসে কিনা সেটাই ভাববে।।।।।

তবু হারানোর পরও কিছু কিছু আশা মৃত উদ্যানে ফুল ফোটায়। জগতের আনন্দ চলে গিয়েছে বলে যারা আফসোস করেণ তাদের জন্য বিধাতা কিছু উপহার রাখেন। এখন উপহার কেউ যদি ভোগ করতে না পারে তার দায়ভার তো বিধাতা নেবেন না।
কপালের দোষ , কপালের দোষ বলে যারা মাটি চাপড়ায় তাদের ভাগ্য মাটিতেই থাকে। বিধাতা নিশ্চই তাদের জন্য ভাগ্য হাতে এনে দেবেন না। কি দায় পড়েছে বিধাতার মানুষ সৃষ্ঠি করেছেন বলে কি তিনি ঠেকায় পড়েছেন। আমাদের ভাত , কাপড় , আভিজাত্য দিতে কি তিনি বাধ্য ? তিনি দিয়েছেন অস্র দিয়ে রেখেছেন। সেটা আবিস্কার করার মত বুদ্ধি মত্তাও দিয়েছেন। এর পর কেন আমরা অন্যের হাতের দিকে তাকিয়ে থাকব। কথায় আছে কয়লা ধুলে ময়লা যায়না। গুনিজনদের এইসব বাক্য আমরা দুপায়ে ঠেলে দিয়েছি।

থাক সব নিজের যায়গায় শুধু বদলের যায়গাটা বোধয় মরিচা হতে বাচিয়ে তুলতে হবে আমার আপনার সবার।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.