![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেককিছুই বদলে যায়...... বদলে যায়ই.......কারণে কিংবা অকারণে ........জানায় বা অজানায়.......
নীরবে কিংবা সরবে ..........কেন বদলায়, সে উত্তর খুঁজতে গেলে, উত্তরটা পাই-ই বা কই?
চোখের সামনেই এমনকিছু একটা ঘটছে আমার সাথে, যা মেনে নেয়া ঠিক নয়,
এমনকিছু, যা থেকে চাইলেই বেরিয়েও আসা যায় অনায়াসেই---অথচ, বেরোচ্ছিটা কই? জীবন বদলে যায়, আমিও বদলে যাই......
একদিন আকাশ বলেছিল, ছুঁয়ে দেবে আমায়। এখনো, সে স্পর্শের প্রতীক্ষায় আছি। দেয় না, আমি বুড়িয়ে যাই ভাবতে-ভাবতে, তবু দেয় না। মন বলে, ও কিছু না, আকাশ ওরকম বলেই!
২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৩
বাইনোকুলা বলেছেন: তাই নাকি ? এত দিন পরও দেখছি হাতে মরিচা ধরেনি.. ধন্যবাদ .
ভালো থাকবেন সবসময়..
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৩
বিলকিছ৫৩৯২ বলেছেন: ভাল হয়েছে ।