![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে আসলে কিছুই বদলায় না, আমরা নিজেরাই বদলে যাই, কখনো-কখনো আমাদের মনমানসিকতা বা চাহিদা বদলে যায়। সামনে এগোনোর জন্য কিংবা এমনকি পিছিয়ে যাওয়ার জন্য যাকিছু দরকার, তার সবই আমাদের চোখের সামনেই থাকে, শুধু একটা ভারি চাদর সে সবকিছুকে আড়াল করে রাখে। নিজেদের মধ্যে যা আছে, তার তোয়াক্কা না করে আমরা কী একটা যেন খুঁজতে থাকি, খুঁজতেই থাকি। আমাদের জাগতে হবে আমাদের জাগতে হবে---এর মানে কী আসলে? আমরা এখন কোনো একটা অবস্থায় আছি, যা আমাদের পছন্দ নয়, যা থেকে আমরা সত্যিই বেরিয়ে আসতে চাই। আমাদের সামনে যা আছে, যাকে নিয়ে আমরা জেগে আছি, তা যদি আমরা না চাই, তবে তাকেই ঘুম পাড়িয়ে দিতে হবে, কিংবা আমাদের চোখের সামনে থেকে আড়াল করে ফেলতে হবে। আমাদের নিজেদের জেগে উঠতেই হবে, এমন নয়; বরং আমরা যা নিয়ে বাঁচতে চাই না, স্রেফ তা যদি আমরা আমাদের চোখের সামনে থেকে দূরে সরিয়ে রাখতে পারি, তবে আমাদের ভেতরের সেসব শক্তি আপনা আপনিই জেগে উঠবে যেগুলি আমাদের ওই মুহূর্তে প্রয়োজন। তাই না!!!
©somewhere in net ltd.