![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।
একটা বায়ো ডাটা করবো কিভাবে করবো বুঝতে পারছিনা বায়ো ডাটার কয়েকটা ফরম্যাট দিয়ে কেউ যদি হেল্প করতেন
২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৮
বাকি বিল্লাহ বলেছেন: নারে ভাই এই গরিবের কপালে বিয়া নাই ......চাকুরির একটু পারলে হেল্প করেন প্লিজ
২| ২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৭
মুক্ত মণ বলেছেন: কোনটা প্রয়োজন? CV না bio-data? CV তে থাকবে আপনার শিক্ষা ও জবের হিস্ট্রি, কোন বিষয়ে আপনার দক্ষতা ইত্যাদি। আর bio-data হলে CV + আপনি দেখতে কেমন ও ব্যাক্তিগত তথ্য যেমন বৈবাহিক আবস্থা, রক্তের গ্রুপ ইত্যাদী। CV মুলত জব ও bio-data বিয়ে বা ডেটিং সাইটে দেয়ার জন্য ব্যাবহৃত হয়। আপনার কোনটি আসলে দরকার?
২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৯
বাকি বিল্লাহ বলেছেন: CV রে ভাই তাড়াতাড়ি একটু হেল্পান
৩| ২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৬
পরিযায়ী বলেছেন: নিজের সি ভি/ বায়ো ডাটা নিজে নাকরতে পারলে আপনার চাকুরী করার যোগ্যতাও নাই।
২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৪২
বাকি বিল্লাহ বলেছেন: ভাইরে এমুন করেন কে পারিনা বইলা ইতো জানতে চাইছি....................রানতে পারেন না বইলা আপনার খাওনের যোগ্যতা নাই এমনটা বলা তো ভুল তাই না?
৪| ২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৯
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: পনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আপনার এডুকেশনাল ব্যাক গ্রাউন্ড দেখাতে হবে। আপনার স্পেশাল সাবজেক্ট কি ছিল সেটার রেজাল্ট এবং প্রাশঙ্গিক ইনফরমেশন। সব শেষে খুব অল্প কথায় লিখতে হবে আপনি এ কাজের জন্য উতসাহী একজন মানুষ। শেষে আপ্নার যোগযোগের ঠিকানা। এর সঙ্গে যুক্ত থাকবে আপনার সার্টিফিকেটের সত্যায়িত ফোটকপি। কিছু কিছু জবের ক্ষেত্রে বৈবাহিক অবস্থাটা দেখাতে হয়। তবে অতদূরে না যাওয়াটাই ভাল।
২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৯
বাকি বিল্লাহ বলেছেন: ভাই এভাবে বললে তো বুঝবোনা আপনি যদি আমাকে একটা structure দেন তাহলে সুবিধা হত ..........মেইল আইডি দিচ্ছি যদি মেইল করেন[email protected]
৫| ২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৫২
শুটকাভাই বলেছেন: Objectives
Carrier Summary
Core Competencies
Additional Knowledge
Professional Experiences
Professional Trainings
Educational Qualifications
Extra-Curriculum Activities
Leisure Activities
Personal Bio-data
References
Declaration
৬| ২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:০২
টিনটিন` বলেছেন: ৪টা পেজ করবেন। ১ম পেজে থাকবে আপনার পারসোনাল প্রোফাইল:
আপনার নাম, বাবার নাম, মার নাম, Nationality , Religion , Date of Birth, Telephone, Email , Permanent Address , Contact Address আর এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
২য় পেজে থাকবে আপনার Educational Profile। এখানে আপনার শেক্ষাগত যোগ্যতা থাকবে।
৩য় পেজে থাকবে আপনার এডুকেশনাল যোগ্যতা বাদে যে সব যোগ্যতা আছে, সেগুলো্। কম্পিউটার স্কিলস, Language Proficiency, শখ, পছন্দ ইত্যাদি।
শেষ পেজে থাকবে ২ জনের রেফারেন্স আর আপনার সই।
(অনেকেই ১ বা ২ পেজে সিভি তৈরি করে। আমি আমার স্টাইলটা বললাম।)
২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:০৮
বাকি বিল্লাহ বলেছেন: প্লিজ ভাই একটা structure করে মেইল করেন বড়ই উপকৃত হতাম [email protected]
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:০২
আকাশের তারাগুলি বলেছেন: চাকুরীর নাকি বিবাহের?