![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।
ইন্ডিয়া্ যাবো (কোলকাতা) ভিসা+ট্যুর প্লান এর ব্যাপারে একটু হেল্প দরকার। যারা এই পর্যন্ত অনেকবার গিয়েছেন এবং ভিসার ব্যাপারে অভিঙ্গতা আছের তাদের দৃষ্টি আকর্ষন করছি।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
বাকি বিল্লাহ বলেছেন: না ভাই ওইদিন যা পেয়েছিলাম তা যথেষ্ট ছিলনা, তবে এখন আপনি যা দিলেন তা যথেষ্ট.... আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনার ফেবু আইডি লিংক অথবা মেইল এড্রেসটা দিলে খুশি হতাম ।
আমার মেইল আইডি [email protected]
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
কি-বোর্ড বলেছেন: ধন্যবাদ ভোরের সূর্যকে। আমিও কোলকাতা যাওয়ার জন্য এ তথ্যগুলো খুঁজছি।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
আনমনেএকাকী বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভোরের সূর্যকে। আমিও কোলকাতা যাওয়ার জন্য এ তথ্যগুলো খুঁজছি।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১
েবনিটগ বলেছেন: besh tothobohul but Click This Link
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
ভোরের সূর্য বলেছেন: আপনি দুইদিন আগেও একই ব্লগ লিখেছিলেন।সেখানে কিছু পরামর্শ পেয়েছেন। আজকে আবার লিখেছেন পরামর্শের জন্য। সেদিনের টা কি যথেষ্ঠ ছিলনা?
সেদিনই বলা হয়েছিল আপনাকে আগে ভিসার জন্য অনলাইনে আবেদন করার জন্য।সেটা না করে আপনি আবার পরামর্শ চেয়েছেন।ভাই আপনি আসলে বোকামি করছেন। যত দেরি করবেন তত দেরি করে আপনার সিরিয়াল পড়বে।সেদিন আবেদন করলে যেদিন সিরিয়াল পেতেন এখন তার চেয়ে আরো ১সপ্তাহ পর সিরিয়াল পাবেন।
ভিসা পাওয়ার আর কোন উপায় নাই।আপনাকে অনলাইনে আবেদন করেই ভিসা নিতে হবে।তবে হ্যা কোন মন্ত্রী,সচিবের সাথে কি আপনার পরিচয় আছে?বা ভারতের হাইকমিশনের লোকের সাথে?তাহলে আপনি তাদেরকে ধরে আপনার ভিসা তারাতারি পেতে পারেন তবে হ্যা,সেক্ষেত্রেও আপনাকে অন্তত অনলাইনে আবেদন ফর্ম পুরন করে হাই কমিশনে যেতে হবে।
আপনি আর দেরি না করে কালকেই খুব সকালে অনলাইনে আবেদন পুরন করুন।কারন এখন ভিসার কাগজ জমা দেয়ার ডেট পেতে অনেক সময় লাগে। আমার ধারনা মতে আপনি কালকে অনলাইনে আবেদন করলে আগামী মাসের শেষে কিংবা ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে ভিসার কাগজ জমা দেয়ার ডেট পাবেন।সেদিন জমা দিলে তার পরের দিন অথবা দুই দিন পর ভিসা পেয়ে যাবেন।
অনলাইনে আবেদন করলে সেখানে যেসব ইনফরমেশন চায় সেসব ইনফরমেশন আপনাকে দিতে হবে এবং মনে রাখবেন ভিসার কাগজ জমা দেয়ার দিন সেসব প্রমাণ পত্রের মূল এবং ফটোকপি জমা দিতে হবে পাসপোর্টএর সাথে।আপনি এক কাজ করতে পারেন।কালকে খুব সকালে গুলশানে চলে যান সেখানে মানে গুলশান ১ এ শুটিং ক্লাব এর অপজিটে কিছু অফিস আছে যারা ভিসা ফর্ম পুরণ করে দিতে সাহায্য করে।কি কি ইনফরমেশন লাগবে সেটা তারা বলে দিতে পারবে।২০০টাকা নিবে।তবে এ কাজটি আপনি নিজেই বাসায় বসেও করতে পারেন।তবে একটা জিনিস ভাল মতন মনে রাখবেন যে তারা শুধু আপনাকে অনলিনেই ফর্ম পূরণ করে দিবে কিন্তু ভিসা দিতে সাহায্য করবেনা। এরকম প্রতারণা থেকে দূরে থাকুন।
কি কি কাগজ লাগবে?
১)৬মাসের মেয়াদ সহ পাসপোর্ট(অনেকেই বলে একদম নতুন পাসপোর্ট হলে চলবেনা এটা ভুল)।
২)আপনার ঠিকানা প্রমানের জন্য ইউটিলিটি বিলের কপি।ল্যান্ডফোন,গ্যাস বিল,পানির বিল,ইলেক্ট্রিসিটি বিলের কাগজ জমা দিতে হবে।ভাড়া বাসায় থাকলেও সমস্যা নাই।বাড়ীওয়ালার কাছ থেকে এসবের একটা নিলেই চলবে।
৩)নতুন তোলা এককপি ছবি(২ইঞ্চিx ২ইঞ্চি) অনলাইনে পূরণকৃত ফরমের সাথে লাগাতে হবে এবং সাইন করতে হবে নিরদৃষ্ট জায়গায়।
৪)আপনার ন্যাশনাল আইডি কার্ড আর এটা না থাকলে জন্মনিবন্ধন সার্টিফিকেট।
৫)আপনি ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স,চাকরিজীবি হলে অফিস থেকে অফিসের প্যাডে লিখে দিবে যে আপনি সেখানে জব করে এতদিন থেকে সাথের আপনার নাম এবং বাবার নাম ও আপনার ভিসিটিং কার্ড(যদি থাকে)।ছাত্র হলে আইডি কার্ড এবং এসএসসি অথবা এইস এস সির সার্টিফিকেট।
৬)আপনার যদি ব্যাংক একাউন্ট থাকে এবং লেন দেন হয় তাহলে লাস্ট ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট হবে একাউন্টে কিছু টাকা যেমন ১৫থেকে ২০হাজার টাকা থাকতে হবে।মানে হল ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে/অথবা এটা দিতে না পারলে আপনাকে পাসপোর্টএ ১৫০/২০০ ডলার ব্যাংক থেকে কিনে এন্ডোরস করে নিতে হবে।
উপরের সব কাগজের মূল কপি এবং ফটোকপি আপনাকে জমা দিতে ভিসা ফরমের সাথে।ভিসা হয়ে গেলে পাসপোর্ট ফেরত দেয়ার সময় আপনাকে মূল কাগজগুলো ফেরত দিয়ে দেবে।
আপনি শুদু কোলকাতা বেড়াতে চান সমস্যা নাই। সারা ভারত ঘোরার তথ্য আপনি পাবেন কিন্তু আগে ভিসাটা হস্তগত করুন।এটাই আসল।ভিসা পেয়ে এখানে একটা পোস্ট দিন দেখবেন অনেক সাহায্য পাবেন।আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করুন।ধন্যবাদ।