নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাথায় একটু প্রবলেম আছে| জাতে মাতাল তালে ঠিক টাইপের| আমার মধ্যে কোন গুনও নাই| মাকাল ফলও বলা যায় না-মাকালের চেহারা সুন্দর হয়! আমার মধ্যে ডুয়েল পার্সোনালিটি নাই-এক মুখে দুই কথা কই না| নিজে আতলামি করি কিন্তু আতেল পুলাগো দেখবার পারি না|

বাকি বিল্লাহ

খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।

বাকি বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ান ভিসার ব্যাপারে একটু হেল্প দরকার যাদের অভিঙ্গতা আছে তারা একটু নজর দিবেন প্লিজ

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

আমিতো বুঝি কম নেট থেকে কিছু তথ্য নিয়েছি একটু দেখবেন ঠিক আছে কিনা .. আর কিছু প্রশ্ন !!

১. বিদ্যুৎ বিলের রশিদ,

২। ছবি ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি

৩। ২০০ ডলার পাসপোর্ট এ এন্ডোস করা থাকতে হবে। (এন্ডোস কোন ব্যাংক থেকে করবো ? যে কোন শাখা থেকে করলেই কি হবে? এন্ডোস এর সার্টিফিকেট নিতে হবে কিন্তু এ্ই সার্টিফিকেট টা কি?

৪। নাগরিকত্ব সার্টিফিকেট বা ন্যশনাল আইডি কার্ডের ফটো কপি ।

৪। ব্যবসা হলে আপনার ট্রেড লাইসন্সের ফটো কপি কিংবা চাকুরী করলে যথাযত পক্ষের থেকে লেটার। ( ট্রেড লাইসেন্স কি আমার নামে হতে হবে? মেইন কপি লাগবে নাকি ফটোকপি হলেই হবে?? চাকুরী করলে অফিস থেকে কি ধরনের লিখিত নিতে হবে? আমারতো অফিসিয়াল আইডি কার্ড নাই )

সব গুলো বিষয় নিয়ে ক্লিয়ার হতে চাচ্ছি কারন আমি যাতে এমব্যাসি থেকে কোন ভাবেই যেন ফেরত না আসি এবং তারা যাতে আমার কোন ফল্ট দেখাতে না পারে।

( যতদূর জানি ইন্ডিয়ান এমব্যাসির লোকজনের ভাব খুব বেশী তাদের সাথে কথা বললে বাজে ব্যবহার সয্য করার মন মানসিকতা থাকতে হয় )

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

েবনিটগ বলেছেন: +

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

বাকি বিল্লাহ বলেছেন: কিরে ভাই এটা কি দিলেন??

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

রাজীব বলেছেন: (এন্ডোস কোন ব্যাংক থেকে করবো ? যে কোন শাখা থেকে করলেই কি হবে? এন্ডোস এর সার্টিফিকেট নিতে হবে কিন্তু এ্ই সার্টিফিকেট টা কি?)

এন্ড্রোস যে কোন ব্যাংকের যে কোন শাখা থেকে করলেই হবে। তবে তাদেরকে আগে বলবেন যে ভারতীয় ভিসার জন্য এন্ড্রোস করাচ্ছেন। নিয়োম অনুযায়ী ব্যাংক আপনাকে একটি সার্টিফিকেট দিবে। এবং ব্যাংক দুতাবাসকে একটি ইনফরমেশন দিবে।
বেশীরভাগ ব্যাংকই এই কাজটি করতে চায় না। বনানীর ব্রাক ব্যাংকে চেস্টা করতে পারেন।
তাছাড়া ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট হলেও হবে।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

বাকি বিল্লাহ বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

রাতুল রেজা বলেছেন: ইন্ডিয়ান এম্বেসি হল দুনিয়ার সবচেয়ে ভেজাল এম্বেসি। ফালতু। যাই হোক

আপনার কনফিউশনযুক্ত ডকুমেন্ট গুলার বর্না দিচ্ছি।

ডলার এন্ডোর্স - এটা আপনি যে কোনো ব্যাংক থেকে করতে পারেন যারা ডলার এন্ডোর্স করে। ইসলামী ব্যাংক , সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক উদাহরন। আপনি সিটি ব্যাংক থেকে করতে পারেন, ডলার এন্ডোর্স করলে ওদের বললেই সার্টিফিকেট দিয়ে দিবে। যেকোনো শাখায় করলেই হবে। আর সার্টিফিকেট হল আপনি যে আপনার পাসপোর্টে এন্ডোর্স করেছেন তার প্রত্যয়ন।

ট্রেড লাইসেন্স আপনার নামে হলেও হয় অথবা পারিবারিক কারো নামে হলেও হবে। যেমন মা/বাবার নামে হলে পারিবারিক ব্যাবসা বলে চালানো যায়। মেইন কপি কেউই চায়না। ফটোকপি দিবেন।

চাকুরি করলে অফিস থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে সংক্ষেপে এনও সি। এটা আপনার অফিসের এইচআর দেবে, তাদের জানাবেন যে আপনি ভারত যাচ্ছেন তাহলে তারা সেভাবেই সেটা প্রস্তুত করে দেবে।

বাকি ডকুমেন্ট গুলা সপমর্কে বলার দরকার নেই বলেই মনে করছি।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

বাকি বিল্লাহ বলেছেন: আমার ট্রেড লাইসেন্স আছে কিন্তু অরিজিনাল কপিটা হারিয়ে ফেলেছি .. আমি জানেত চাচ্ছি তাদেরকে অরিজনাল কপিটা দেখানো লাগবে কিনা ??

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

সসোনা বলেছেন: প্রথমে http://indianvisaonline.gov.in/visa এই ঠিকানা থেকে Online Visa Application Registration এর মাধ্যমে ফর্ম পুরওন করে ভিসার জন্য Appointment date নিতে হবে।তার পর পুরন কৃত ফর্ম টি প্রিন্ট করে নির্দিষ্ট স্থানে ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি ছবি আঠা দিয়ে লাগাতে হবে সত্যায়িত করা যাবে না। এবং নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। ব্যাচ কাজ শুরু------
সংযৃক্ত কাগজ পত্র---
১। ঠিকানা প্রমানের কাগজ- পানি/ গ্যাস/ বিদ্যুৎ বিল মূল বা সত্যায়িত ফটো কপি।
২। পেষা প্রমানের কাগজ --ব্যবসা হলে আপনার ট্রেড লাইসন্সের ফটো কপি,চাকরি হলে প্রতিস্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্র ইত্যাদি।
৩।নাগরিকত্ব সার্টিফিকেট এবং ন্যশনাল আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি।
৪।২০০ ডলার পাসপোর্ট এ এন্ডোস করা সোনালি / ইসলামী ব্যাংক এবং ডলার ক্রয়ের কাগজ পত্র অথবা ব্যালান্চ ২৫,০০০/= বা তার উর্ধে থাকা ব্যাকএর স্টেট মেন্ট।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

বাকি বিল্লাহ বলেছেন: ন্যশনাল আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি ?? মেইন কপি দেখিয়ে সত্যায়িত ছাড়া ফটোকপি দিলে হবেনা??

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

মোগল সম্রাট বলেছেন: আপনার ব্যাংক এ্যাকাউন্ট থাকলে ডলাল এন্ডোর্জ করার দরকার নাই ৬ মাসের ষ্টেটেমন্ট দিলে চলবে। কিন্তু এ্যাকাউন্টে ৩০ হাজার সর্বনিন্ন ব্যলেন্ থাকা লাগবে। আপনি চাকরিজিবী না ব্যবসায়ী তা বোঝা গেলোনা । আর বিদ্যুৎ বিল/টেলিফোন বিল/গ্যাস বিলের কপি ২/১ মাসের মধ্যে হলে ভালো হয়। মুল এবং ফটোকপি ২টাই লাগবে। মুলটা আপনার পাসেপোর্টের শেষ পৃষ্ঠায় ষ্টাপলার দিয়া লাগিয়ে দিতে হবে আর ফটোকপি অন্যান্য কাগজের সাথে যুক্ত করে দিতে হবে। আমি গত সপ্তায় ৬ মাসের ভিসা পেয়েছি.......

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

বাকি বিল্লাহ বলেছেন: ব্যাংক একাউন্ট আছে কিন্তু লেনদেন ভাল না।
আমি ব্যাবসা করি তার পাশাপাশি একটা ছোটখাটো চাকরী করি

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

রাজীব বলেছেন: ( ট্রেড লাইসেন্স কি আমার নামে হতে হবে? মেইন কপি লাগবে নাকি ফটোকপি হলেই হবে?? চাকুরী করলে অফিস থেকে কি ধরনের লিখিত নিতে হবে? আমারতো অফিসিয়াল আইডি কার্ড নাই )

লাইসেন্স নিজের নামে লাগবে। অন্যের নামে হলে তার সাথে পার্টনারশীপ ডিড লাগবে। আসল কপি দেখাতে হবে ও ফটোকপি দাখিল করতে হবে। কিছু কিছু দুতাবাস লাইসেন্সের ট্রান্সলেশান এফিডেবিড সহ চায়।

চাকুরী দেখালে অফিসের আইডি কার্ড লাগে না। অফিস থেকে একটি চিঠি হলেই হয়।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

বাকি বিল্লাহ বলেছেন: আমার ট্রেড লাইসেন্স আছে কিন্তু অরিজিনাল কপিটা হারিয়ে ফেলেছি .
অফিস থেকে কি ধরনের চিঠি এই জিনিসটা মাথায় কাজ করছে না
আর এই ব্যাপারে আমার অফিসের কেউ জানে বলে মনে হয়না।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

সুমন কর বলেছেন: জেনে গেলাম।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

েবনিটগ বলেছেন: Date

to whom it may concern

this is to certify that Mr X is working in our organisation as XXX since XXXX. His passport details are as follows:
Passport Number
Expiry Date
Date of Issue

He is planning to visit India between XXX and XXX for travel/medical purpose.

We have no objection in allowing him to undertake that aforementioned travel.


Regards,


৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

বাকি বিল্লাহ বলেছেন: বস অসংখ্য ধন্যবাদ ...

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

বাকি বিল্লাহ বলেছেন: ঢাকা টু কোলকাতা আসা যাওয়া.. বিমান ভাড়া কত কেউ ধারনা দিতে পারবেন ??

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

রাজীব বলেছেন: আপনার মেইল আই ডি দেন। চিঠি পাঠিয়ে দিচ্ছি।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

বাকি বিল্লাহ বলেছেন: [email protected]

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

রাজীব বলেছেন: বিমান ভাড়া ১০-১২ হাজার টাকা

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

বাকি বিল্লাহ বলেছেন: কোন Air?? ফ্লাইট কি available??

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

রাজীব বলেছেন: জেট এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ার, এয়ার ইন্ডিয়া

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

বাকি বিল্লাহ বলেছেন: রাজীব ভাই ... আপনার মেইলটা পেলাম না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.