![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষ আমি। হাসতে ভাল লাগে, হাসাতে ভাল লাগে। কেউ খুব ভাল আছে দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে।
অবশেষে পেয়ে গেলাম "ইন্ডিয়ান ভিসা" সব কিছু ঠিক ঠাক থাকলে 'ইনশাআল্লাহ' সামনের সপ্তাহের মধ্যে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হবো।
বিমানে যাওয়ার চিন্তা ভাবনা. কিন্তু কোন বিমানের বর্তমান ভাড়া কত এবং কতদিন আগে বুকিং দিতে হবে এসব কিছুই জানিনা। ওয়েব সাইট থেকে কিছু তথ্য নিয়েছি কিন্তু এগুলা সঠিক কিনা তা বুঝতে পারছিনা।
যারা রিসেন্ট গিয়েছেন অথবা সঠিক তথ্য জানা আছে তারা একটু জানাবেন প্লিজ। দেশের বাইরে যাবো এই প্রথম তাও আবার একা একটু ভয় ভয় লাগছে। কলকাতায় দেখার মত জায়গা গুলোর নাম+কিছু টিপস্ দিলে ভাল হতো।
কোন প্রকার ঝামেল ছাড়া্ই ভিসা পেয়ে গেলাম। ভিসা ব্যাপারে সামুর ব্লগের অনেকের কাছ থেকেই হেল্প পেয়েছি, নির্দিষ্ট কারো নাম বলছি না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
( নতুন কারো ভিসার ব্যাপারে কিছু জানার থাকে তাহলে বলবেন আমি যতটুকু জানি ততোটুকু অবশ্যই বলবো )
১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮
বাকি বিল্লাহ বলেছেন: বর্ডার তো বাই এয়ার/হরিদাসপুর দিয়েছি ভাই... বিমানেই যাবো ইউনাইটেড এর কোন এড্রেস বা ফোন নাম্বার জানা আছে?? অসংখ্য ধন্যবাদ আপনাকে
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২
রাজীব বলেছেন: জেট এয়ার ও ইউনাইটেড এয়ার -এর ওয়েব সাইট দেখতে পারেন।
শুনেছি বিমানের সিডিউলে নাকি অনেক উন্নতি হয়েছে। তবে সিওর নই।
১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮
বাকি বিল্লাহ বলেছেন: ওয়েব তথ্য গুলো কি ঠিক??
৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪
জুন বলেছেন: ০১৭১৩৪৮৬৬৫১...
০১৭৩০৩১৫৭৯১-৩
http://www.uabdl.com
১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫
বাকি বিল্লাহ বলেছেন: ধন্যবাদ
৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১
বাকি বিল্লাহ বলেছেন: সিঙেল 6,973.00 BDT রিটার্ন 11,220.00 BDT .. বুঝলাম না ব্যাপারটা
৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭
আতিকুল০৭৮৪ বলেছেন: Baki bhai na buzar ki ace,,single bolte ekhane 1 jon buzay nai..ekhane one way buzaice..shudu ekbar travel e 6973 taka..ar asha jawa korle 11200 taka,,
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪
বাকি বিল্লাহ বলেছেন: হা হা হা... ভাই তাতো বুঝতে পারছি কিন্তু one way তে এতো বেশি কেন সেটা বলছি
৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২
জুন বলেছেন: আমাদের কক্সবাজারই তো ইউনাটেড সব চেয়ে কম ভাড়া নেয় ।
রিটার্ন ১৪ হাজার, কলকাতার চেয়ে বেশি
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭
বাকি বিল্লাহ বলেছেন:
৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫
সাইফুল আজীম বলেছেন: জেট এয়ার বেস্ট। খরচ বেশী হলেও হয়রান হতে হবেনা।
ডলার না কিনে পারলে রুপী নিয়ে আসবেন। লাগেজ ব্যাগে রাখবেন সন্তর্পণে।
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩
বাকি বিল্লাহ বলেছেন: রুপী নিলে কি সুবিধা ?? একটু বিস্তারিত বলবেন প্লিজ
৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮
লিখেছেন বলেছেন: ১। ভিসার ডেট পেতে কন দালাল ধরা লেগেছে? ভিসা কত দিনের দেয় ? মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়েছে?
২। ব্লগে অসংখ্য ব্লগ আছে কলিকাতা সংক্রান্ত
৩। আপনি একা বেড়াতে গেলে প্লেনে যাচ্ছেন কেন বুঝতে পারলাম না, বাস/ ট্রেন সস্তা পড়ত , অভিজ্ঞতাও হত- একন বোধ্যয় চেঞ্জ করা যাবেনা চেলেও
৪। প্লেন টিকেট সব সময় one-way বেশি হয়
৫। আপনি ফিরে ছবি যুক্ত একটি ব্লগ লিখবেন
৬। জুন আপা হবে , ভাই না - এই ব্লগে যে সমস্ত জীবন্ত কিংবদন্তি ব্লগার আছেন উনি তার মধ্যে অন্যতম । ওনার ব্লগে গেলে বুঝবেন ইবনে বতুতা কাকে বলে !
৭। যেহেতু একা যাচ্ছেন - তাকা পয়সা, পাসপোর্ট খুব সাবধানে রাখবেন
৮। তিস্তার পানির ন্যায্য হিসসা না পাওয়া পর্যন্ত যেসব জায়গায় ভারতীয় এবং অভারতীয়দের প্রবেশ মূল্যে ফারাক আছে- বুদ্ধিমত্তার সাথে ভারতীয় সেজে টিকেট কাটবেন - আপনাকে দেখে যাতে পর্যটক মনে না হয়
৯। ভারতীয়রা অতিশয় ধূর্ত , কিন্তু আমাদের চেয়ে না - এই এটিএম বিশ্বাসে বলিয়ান থাকবেন
১০। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কারও সাথ আলাপ করবেন না
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬
বাকি বিল্লাহ বলেছেন: না আমার এক ফেন্ড্রকে দিয়ে আর্জেন্ট ডেট নিয়েছি ১ তারিখ এপলাই করেছি ৭ তারিখ ডেট পেয়েছি। ৬ মাস, হ্যা মাল্টিপল।
বাসে ট্রেনে কিছু ঝামেলা পোহাতে হয়, আমি কোন ঝামলা চাচ্ছিনা।
অবশ্যই ব্লগ করবো।
ওহ সরি ভাই বোন প্যাচ লেগে গেছে
অনেক অনেক ধইন্যা ।
৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩
আশমএরশাদ বলেছেন: ইন্ডিয়া সফর নিয়ে আমার সিরিজ পোস্ট যেখানে আমি খুটি নাটি বিষয় গুলাও নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথম পর্ব থেকে পড়া শুরু করবেন।
http://www.shobdoneer.com/arshad/52973
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২
বাকি বিল্লাহ বলেছেন: দেখলাম... খুব ভাল লাগলো
১০| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
সাইফুল আজীম বলেছেন: ভাই রূপীর দর হিসাব করলে বাংলাদেশী টাকায় রূপী আনলে পকেট ভারী থাকবে।
১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫
বাকি বিল্লাহ বলেছেন: টাকা থেকে ডলারে আনলে বেশী পড়ে না??
১১| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২
সাইফুল আজীম বলেছেন: না ভাই, টাকা আর রূপীর পার্থক্য এখন কম। আমি ১.২৫ টাকা প্রতি রূপি হিসাবে ৭০০০ রূপী নিয়ে এসেছিলাম। কিন্তু সমপরিমান বাংলাদেশী টাকায় ডলার কিনতাম তবে পেতাম ৬৩০০ টাকা। আর আমি।দেরাদুনে থাকি, নর্থে। কিন্তু কলকাতায় দেখেছি ডলারের রেট কম। তাই ভালো হয় রূপী নিয়ে আসুন।
১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
বাকি বিল্লাহ বলেছেন: ভাই আমিতো অলরেডি ২০০ ডলার নিয়েছি..ভেবেছিলাম সাথে আরো কিছু বাংলা টাকা নিবো ....কিন্তু এখন কি করবো ???
১২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭
সাইফুল আজীম বলেছেন: ব্যাপার না। খুব বেশী হলে ৬০০ থেকে ৮০০ রূপী কম পাবেন। আমার এখানে যত বাংলাদেশী ট্রেনিংয়ে আসেন সবাই এখন রূপী নিয়ে আসেন। কারন একটাই, টাকা-রূপীর পার্থক্য কমে আসা। বাংলাদেশী টাকা না রেখে বরং রূপীই রাখুন। আরো কিছু ব্যাপার খেয়াল রাখবেন যেমন- ১.এয়ারপোর্ট, রেল স্টেশন বা যেখানে ট্যাক্সির প্রি-পেইড বুথ পাবেন সেখানে অবশ্যই প্রি-পেইড ট্যাক্সি ব্যবহার করবেন, ২. ডলার ব্যাংক বা এয়ারপোর্ট থেকে রূপীতে চেন্জ না করে এক্সচেন্জগুলো থেকে করবেন যা আপনাকে লাভবান করবে। ৩. যদি সাথে স্মার্টফোন থােক তবে মিটারে ট্যাক্সি চলাকালীন নজর রাখবেন। এমন করেই আমি ট্যাক্সিওয়ালাকে লং রুট নিতে দেইনি।
নিরাপদ ভ্রমনের শুভকামনা রইল।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩
বাকি বিল্লাহ বলেছেন: টাকা গুলো কি রুপী করে নিবো?? প্রি-পেইড বুথ ব্যাপারটা ঠিক ক্লিয়ার বুঝলাম না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭
ভোরের সূর্য বলেছেন: আমাকে মনে আছে ভাই? আপনার ব্লগ পরে আবার আসলাম।আপনি ২০০ডলার নিয়েছেন সেটা ঠিক আছে।এটা আপনি ইন্ডিয়াতে মানি এক্সচেঞ্জ থেকে ভাঙ্গাবেন। এবং অবশ্যই সেটার রিসিপ্ট নিবেন কারন আপনি যে দিক দিয়েই বাংলাদেশে ফিরুন না কেন আপনি যে ডলার নিয়েছেন এবং ইন্ডিয়াতে ভাঙ্গিয়েছেন সেটা দেখতে চাইতে পারে। কি দরকার অহেতুক ঝামেলায় পড়ার। বেশিরভাগ সময় দেখতে চায়না কিন্তু দেখতে চাইলে না দেখাতে পারলে ঘুষ চাইবে।
আর এয়ারে গেলে একটা সিসটেম আছে সেটা হল যত আগে টিকিট কাটবেন তত কম টাকার টিকিট পাবেন। মানে আপনি বিভিন্ন এয়ার লাইনের যে মিনিমাম ফেয়ার দেখেছেন সেটা যদি মিনিমাম ১৫/২০ দিন আগে কাটেন তাহলে ঐ রেট পাবেন কিন্তু একই টিকিট যদি ২দিন আগে কাটেন তাহলে অনেক বেশি দিয়ে কিনতে হবে।
এয়ার ফেয়ারের ক্ষেত্রে রিজেন্ট এয়ারের টিকিটের দাম(http://www.flyregent.com) কম। বেটার হয় আপনি যাওয়া এবং আসার টিকিট একসাথে কেটে ফেলেন তাহলে দাম কম পড়বে। ওয়ান ওয়ের দাম বেশি পরে সব সময়। আপনি যদি যাওয়ার টিকিট কাটলেন কিন্তু আসার কাটলেন না আবার ওখান থেকে আসার টিকিট কাটলেন তাহলে দাম বেশি পড়বে।বাংলাদেশ বিমান,জেট এয়ার,রিজেন্ট এয়ার,ইউনাইটেড এয়ার সব গুলোর সাইটে অনলাইনে টিকিট কেনা যায়। ওখানে আপনি চেক করে নিতে পারেন যেদিন যাবেন এবং যেদিন আসবেন সেদিনের টীকিটের দাম কত।মাঝে মাঝে কম দামের টিকিট পাওয়া যায়না।সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সিগুলো কম দামের টিকিটগুলো ব্লক করে রাখে।আপনি ওদের কাছ থেকে কম দামের টিকিট নিতে পারেন।
দেশের যা অবস্থা তাতে এয়ারে যাওয়া আসা করাই ভাল। যদিও টাকা একটু বেশি লাগে কিন্তু অনেক সুবিধা পাওয়া যাবে।নরমালিও আপনি ঢাকা থেকে বেনাপোল হয়ে কোলকাতা যাওয়া আসা করতে ৩হাজার টাকা খরচ হবে। সেক্ষেত্রে ৯৯২৪(রিজেন্ট এয়ার)টাকা দিয়ে প্লেনে যাওয়া আসা করাই ভাল।
বাংলাদেশীরা সব নিউমার্কেট এলাকার হোটেলে ওঠেন।এয়ারপোর্ট থেকে সেখানে যাবেন বিশেষ করে মির্জা গালিব স্ট্রিট এলাকায় অনেক হোটেল আছে। সেখানে দেখে শুনে দরদাম করে বাজেট হোটেল নিয়ে নিন।
লেখক ভাই @লিখেছেন আপনার কাছে কিছু প্রশ্ন করেছিলেন সেখানে আপনি বলেছেন মাল্টিপল ভিসা এবং ৬মাসের ভিসা দিয়েছে।
কিন্তু আমি যতদূর জানি কারন এর আগেও আপনি বেশ কয়েকবার এখানে ব্লগ লিখেছিলেন ভিসার ব্যাপারে সেটা দেখেই বলছি যে সত্যি কি আপনার ভিসা ৬মাসের এবং মাল্টিপল ভিসা? কেননা শুধুমাত্র ছাত্র যারা ইন্ডিয়াতে পড়তে যায় এবং যারা ব্যাবসায়ী তাদের মাল্টিপল ভিসা দেয় এছাড়া চিকিৎসার ক্ষেত্রে শুধু মাত্র যার ক্যানসার ট্রিটমেন্ট করতে হবে তাদের মাল্টিপল ভিসা দেয় তবুও প্রথমবার দেয় না।মেডিকেল ভিসার ক্ষেত্রে প্রথমে ট্রিপল এন্ট্রি ভিসা দেয়।আর ছাত্র এবং ব্যাবসায়ীদের ৬মাসের জন্য না বরং ৫ বছরের মাল্টিপল ভিসা দেয়।
টুরিস্ট ভিসা দেয় ৩মাসের এবং মাল্টিপল ভিসা দেয়না। আমি আপনার ব্লগে যতদূর দেখেছি সেখানে টুরিস্ট ভিসাই দেখেছি।
আর ভিসার এপোয়েন্টমেন্ট ডেট পেতে খুব সম্ভবত কারো সাহায্য নিয়েছেন সে শুধু আপনাকে ডেট দিয়েছে ১৫০০ থেকে ২০০০টাকার বিনিময়ে।
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৯
বাকি বিল্লাহ বলেছেন: হ্যা ভাই আপনার কথা খুব ভালভাবে মনে আছে.. আমিতো ইন্ডিয়া ফাইনালি থাকতে চেয়েছিলাম ৫ বছরের ভিসা পেলেতো ভালই হতো।
সত্যিই সবাইকে এখন ৬মাসের এবং মাল্টিপল ভিসা দেয়।
অনেক অনেক ধন্যবাদ ।
১৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
সাইফুল আজীম বলেছেন: হা, রূপী করেই নিয়ে যান। তাহলে ডলার নিয়ে তাড়াহুড়া করতে হবেনা।
প্রিপেইড বুথে আপনি গন্তব্যস্থল অনুযায়ী পে করে ট্যাক্সি ব্যবহার করতে পারবেন। বাড়তি ভাড়ার টেনশন নেই।
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮
বাকি বিল্লাহ বলেছেন: ধইন্যা
১৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
রাজীব বলেছেন: সবাইকে এখন ৬ মাসের মল্টিপল দেয়।
কবে যাবেন?
বাই রোড যাবেন নাকি??
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮
বাকি বিল্লাহ বলেছেন: সামনের সপ্তাহে যাওয়ার চিন্তা ভাবনা। না ভাই এয়ারে যাবো
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭
জুন বলেছেন: প্রথম তথ্য বিমানে যাওয়ার চিন্তা না করাই ভালো । কোন শিডিউল ঠিক নাই। জেট এয়ার এক নম্বর। আর বাজেটে যেতে চাইলে ইউনাইটেডে যেতে পারেন।
বাজেট হোটেলে থাকতে চাইলে কলকাতা নিউ মার্কেটের উল্টোদিকের গলিতে গলিতে অনেক বাজেট হোটেল আছে।
যতদুর মনে হয় এস্পল্যানেডের সামনে (জিজ্ঞেস করে নিবেন কাউকে ) কলকাতা পর্যটনের অফিস। সেখান থেকে ডে ট্যুর বা বিভিন্ন ট্যুর আছে বা কি কি দেখার সেই গাইড বইটাও নিতে পারেন। অথবা আপনি বিভিন্ন বইয়ের দোকানেও পাবেন কলকাতার দ্রষ্টব্য। সবচেয়ে বেটার হয় আপনি লোনলি প্ল্যানেট বইটা অনুসরন করলে, যা আমরা সব জায়গায় ভ্রমনে করে থাকি ।