নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের বিবেক এর কাছে প্রশ্ন কর সব জানতে পাবে।

জীবন মানে এ গিয়ে চলো, ভাল থাকার প্রচেষ্টায় এগিয়ে যাই।

িজৎ

কল-কাকলি আর জোসনা সজল চোখের মায়া,\nসপ্ন বিলাসী অভিমান অকারনে ডাকে মেঘর বান,\nঅন্ধকারে একলা সপ্ন স্নান, \nবুকে আছে ক্যাকটাস এর পূর্ণ বাগন।

িজৎ › বিস্তারিত পোস্টঃ

কলকাতা টু আগ্রা - দিল্লি আর ঘাগরা

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১

রাত ১১,৪০ মিঃ এ হাওড়া থেকে আগ্রা যাবার ট্রেন, ট্যাক্সি করে সিয়ালদা থেকে হাওড়া পৌঁছলাম ঠিক ১১ টায়, ফটা ফট কিলিক মেরে নিলাম





এর পর গেলাম ইনফরমেশন ডেস্ক এ, কিন্তু লাভ হল না কোন। অনেক ভিড় দেখে বেড়িয়ে এলাম।

টিকেটে প্লাটফর্ম নাম্বার দেখেনিলাম, এর পর গেলাম ওই প্লাটফর্ম এ। সেখানে বিসাল এক তালিকা দেখে আবার চোখ রাখলাম টিকেট এ, এবার বগি নাম্বার ও আসন নং দেখে খুজতে লাগলাম আমার নাম ওই তালিকায় আছে কিনা।



অতঃপর খুজে পেলাম আমার নাম। এর পর যথা সময় ট্রেন আসল কিন্তু এত লম্বা ট্রেন আমার জীবনে দেখিনি, প্লাটফর্ম দিয়ে দৌড়াতে লাগলাম কারন আমার তখন ১১,৩০ মিঃ





এর পর পেলাম কাঙ্খিত সেই বগি, উঠলাম ট্রেন এ।

আর কলকাতা থেকে আগ্রা ১৫০০ কিঃমিঃ তাই কিছু শুকনা খাবার ও পানি কিনে নিলাম । ট্রেন এ সব খাবার ই পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি।



সব মিলিয়ে নন এসি তে খরচ ৬০০ টাকা টিকেট আর ২০০/২৫০ রুপি খাওয়া।



১১,৪০ মিঃ এ ট্রেন ছেরে দিল, চলতে শুরু করল আগ্রা এর উদ্দেশে। ঘুমিয়ে পড়লাম আমার সিলিপারে।



অতপর সকাল হল দেখলাম নাস্তা / পানি / খাবার নিয়ে ট্রেন এর ক্রু রা হেটে চলছে । আমি মোবাইল চার্জ দিলাম এবং প্রাত কর্ম সেরে নিয়ে নাস্তা খেলাম। আমার পাসের সিটে ছিলেন একজন টিচার ( ইঞ্জিনিয়ার), তার সাথে গল্প চলছে। সকাল ১১ টার দিকে আমাদের ট্রেন ''মুঘলসর'' এ থামল। ১০/১৫ মিনিট বিরতি দিল, যার জা দরকার কিনে নিল, আবার ট্রেন চলতে চলতে সন্ধ্যা ৭ টার দিকে তুন্দলা আসল, তুন্দলা এর পর ইয়ামুনা ( যমুনা ) নদী পার হলেই আগ্রা ক্যান্টনমেন্ট এস্তেসন।



এখানেই নামতে হবে।



এর পর আপনি চাইলে রিক্সা / ট্যাক্সি ধরে হোটেল এ চলে যান, তবে আমি আগ্রা মূল শহর এ ছিলাম, এম জি রোড এর শ্রী প্যালেস হোটেলে।

আপনি চাইলে তাজ এর আসে পাসে ও থাকতে পারবেন, শ্রী প্যালেস এর ডিলাক্স এসি রুম ভাড়া ৮০০ রুপি। এই হোটেলে এর ভিতরে আছে একটা বাঁর আর খাবার এর হোটেল।

আপনি অবশ্যই দিল্লির বিরিয়ানি খেতে ভুলবেন না যেন







চলবে



১৫০ ডলার এ দিল্লি, আগ্রা ঘুরুনচি নামা

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
ছবিগুলো ঝাপসা তুলেছেন না ঝাপসা করে পোষ্ট করেছেন?

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

িজৎ বলেছেন: ফটা ফট কিলিক মারছিলাম , হাত কেঁপে ছিল তাই ঝাপসা

২| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

পাখা বলেছেন: চলুক সাথে আছি..
+++

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

িজৎ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ

৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। লেখাটা আরো একটু বিস্তারিত হলে ভাল হতো।

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

িজৎ বলেছেন: '' আরো একটু বিস্তারিত'' বলতে কি জানতে চান ?

আমার আগের পোস্ট টা দয়া করে পড়ে নিন, ওখানে এই লেখার শুরু টা করেছি বেনাপল বর্ডার থেকে। আশাকরি উপকারে আসবে।

Click This Link
এই লিঙ্ক এ আমার আগের পোস্ট টা পাবেন।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

আকাশদেখি বলেছেন: পাখা বলেছেন: চলুক সাথে আছি..

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

িজৎ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ

৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

রাজীব বলেছেন: চলুক

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

িজৎ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ

৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

মতিউর রহমান মিঠু বলেছেন: ঘুরে এসেছি কলকাতা, আগ্রা,দিল্লী, আজমীর,জয়পুর।ভ্রমনের জন্য ইন্ডিয়া দারুন জায়গা তবে বাটপার ভরা একটা দেশ। আগ্রা গেলে "রমের" জন্মস্থান ও লিলাভূমী বৃন্দাবন ঘুরে আসা যায় দিনে দিনেই। একটা বৈষম্য চোখে লাগার মতো তাহলো তাজমহলে প্রবেশ মূল্য লোকালের জন্য মাত্র ২০ রুপি আর বিদেশীদের জন্য ৫৭০ রুপী!! লালকেল্লা লোালদের জন্য ২০ রুপী আর বিদেশীদের জন্য ৩৭০ রুপী!! অবশ্য পর্যটকদের জন্য হতেই পারে।
ধন্যবাদ শেয়ার করার জন্য। দারুন পোষ্ট।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

িজৎ বলেছেন: বাটপার সব জায়গায় আছে,
মতিউর ভাই " রামের জন্ম এস্থান অযোধ্যা,

আর আমি ও মথুরা + বিন্দাবন ঘুরে আসছি , ওটা শ্রী কৃষ্ণ এর জন্ম ও লীলাভূমি।

ভাল থাকবেন।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

েবনিটগ বলেছেন: আকাশদেখি বলেছেন: মহিসন খান বলেছেন: কলকাতা থেকে ১পিস কাপড় যদি কেউ এনে দিত :( :( :(( (on payment basis)

আমিও হের দলে.।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

িজৎ বলেছেন: ভাই কি কাপর ? মহিলাদের শাড়ী ? আর বর্ডার এর চেক করার সময় শাড়ী ২/৩ টা দেখলেই বিএস এফ ও বি জি বি সবাই ঝামেলা করে

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

মোঃ ইসহাক খান বলেছেন: ছবিগুলো পোস্টকে জীবন্ত করেছে।

শুভেচ্ছা সতত।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২

িজৎ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

মোঃ সুজন খান বলেছেন: ভাই আপনার ভারত ভ্রমন কাহিনীর পরের পর্ব কবে আসবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.