নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলকে ভুল বলাটা সৎ সাহসের পরিচায়ক বরং নীরব থাকাটাই শয়তানি....

মোগল

মোগল › বিস্তারিত পোস্টঃ

ভাগ জেলিনেস্কি ভাগ...........

১১ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:০০

গত কয়েক মাস ধরেই রাশিয়ার অভিযান নিয়ে নানা অসন্তুষ্টির কথা জানিয়ে আসছেন চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ। বারবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আক্রমণ জোরদার করার আহ্বান জানিয়েছেন। কিছু ফ্রন্টে রুশ সেনাদের পিছু হটা নিয়েও ক্ষোভ ঝেড়েছেন তিনি। এত আধুনিক অস্ত্র রেখে কেনো ধুকে ধুকে যুদ্ধ করছে রাশিয়া তা নিয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে গেছেন কাদিরভ। তবে সোমবার ইউক্রেনজুড়ে মিসাইল হামলার পর তিনি জানালেন, এবার তার মন ভরেছে। এ খবর দিয়েছে প্রাভদা।

খবরে জানানো হয়, রাশিয়া যেভাবে নতুন করে অভিযান শুরু করেছে তা নিয়ে নিজের টেলিগ্রাম চ্যানেলে সন্তুষ্টির কথা বলেন কাদিরভ। তার ভাষায়, ‘যেভাবে এখন অভিযান চলছে তাতে আমি শতভাগ খুশি।’ ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করে রাশিয়ার আক্রমণ শুরুর পরপরই তিনি টেলিগ্রামে ওই বার্তা দেন। এতে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। বলেন, জেলেনস্কি এখন কিয়েভসহ অন্য শহরে রকেট হামলা নিয়ে অভিযোগ তুলছেন। অথচ লুহানস্ক এবং দনেতস্কের বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনার উপরে বোমা ফেলা তাদের কাছে স্বাভাবিক মনে হতো।

এখন যখন নিজের মাথার উপরে বোমা পড়ছে তখন তার মনে হয়েছে, এটা হওয়া উচিৎ না। মূলত গত আট বছর ধরে ডনবাসে ইউক্রেনের অভিযানের কথা বুঝিয়েছেন কাদিরভ। তিনি আরও বলেন, জেলেনস্কি আপনি পালান। দৌড়ান, জেলেনস্কি দৌড়ান। পেছনে তাকিয়েন না আর।

কোর্টেসি: মানবজমিন

জেলিনেসকিরে এয়ার ডিফেন্স সিসটেম দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এইবার খেলা জমবে। ব্লগার শাহ আজিজ এইবার আমেরিকান এয়ারডিফেন্স সিসটেমের গুনগান নিয়ে পোষ্টাবেন।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০০

ঋণাত্মক শূণ্য বলেছেন: দ্যাট লাষ্ট লাইন.............. =p~ =p~ =p~ =p~ =p~ =p~

হাহালুখুগে অবস্থা!

১১ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২৬

মোগল বলেছেন: শাহ আজিজ ভাই কি তাইলে লুংগি পড়ে?

২| ১১ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১০

মোহামমদ কামরুজজামান বলেছেন: সিনেমার " ভাগ মিলখা ;) ভাগ " এর রাষ্ট্র ও রাজনীতির ছোয়ায় হয়ে গেল, " ভাগ জেলেনোস্কি ভাগ " - আহা কি :P মজা ।

পশ্চিমা ব্লক কাউকে ধনে-মানে-জানে মারলেও তারা মানবতার :( সাথে মারে , আর একই কাজ বাকীরা করলে তা হয় অমানবিক ও স্বৈরশাসন । কারন, তারাই হলো সারা দুনিয়ার মানবতার X(( ফেরিওয়ালা বাকী সব বেকার।

১১ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৫

মোগল বলেছেন: +

৩| ১১ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভয়ংকর সময় আসছে , টাইম লাইন ডিসেম্বের । আমার পোস্টে যা বলার বলে দিয়েছি, অনেকেই লজিক না বুঝে এলোমেলো মন্তব্য করেছে ।

১১ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

মোগল বলেছেন: দেখা যাক
পারমানবিক বোমা মারলে আসলেই খুব খারাপ হবে

৪| ১১ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৭

কামাল৮০ বলেছেন: যুদ্ধ কারো জন্যই সুফল বয়ে আনবে না।এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার।একমাত্র আমেরিকা লাভবান।

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৫

মোগল বলেছেন: এইবার মনেহয় আমেরিকা লাভবান হওয়া পুরাপুরি নিশ্চিত না

৫| ১২ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:৩২

জগতারন বলেছেন:
রাশিয়ার ইচ্ছা দেশের আয়তন বড় করার পরিকল্পনা নেই (হয়তো)।
তবে আসে পাশে মোড়লদের (ন্যাটো) ছায়া যেন না থাকে।

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৬

মোগল বলেছেন: মোড়লরা থাকবেই

৬| ১২ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:৪০

জগতারন বলেছেন:
জেলিনেসকিরে এয়ার ডিফেন্স সিসটেম দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এইবার খেলা জমবে।

বাইডেন কি ফিলিস্তিনি শিশুর সাথে সেলফি তুলতে,
সহানুভূতি জানাতে আগ্রহি হবেন...?
পশ্চিমাদের এসব আবেগ ফিলিস্তিনিদের সময় কেন থাকে না ?

যুদ্ধ মঙ্গল জনক নয় তবে এই যুদ্ধর দরকার ছিলো।
আমেরিকা বার বার যেভাবে বেঈমানি করছিল মুসলমানদের সাথে এতে এটার দরকার ছিলো।.


১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৬

মোগল বলেছেন: দরকার ছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.