![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীসুলভ বাচনভঙ্গি বাড়ছে পুরুষের মধ্যে। ইদানিং এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের তরুণদের বাচনভঙ্গিতে নারীসুলভ প্রবণতা আগের চেয়ে বেশি। দেশটির একদল ভাষাবিজ্ঞানীর এ গবেষণা অ্যাকুস্টিক্যাল সোসাইটি অব আমেরিকার এক সম্মেলনে উপস্থাপন করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, কথা বলার সময় বাক্যের শেষ দিকে উচ্চগ্রাম বা তীব্র সুরে পৌঁছানোর মতো প্রবণতা তরুণদের মধ্যে অনেক আগে থেকেই প্রচলিত রয়েছে। তবে বর্তমানে এ ধরনের বাচনভঙ্গি ক্যালিফোর্নিয়া থেকে অষ্ট্রেলিয়া পর্যন্ত বিশ্বের প্রায় সবখানেই তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।
সংশ্লিষ্ট শীর্ষ গবেষক অ্যামান্ডা রিচার্ট বলেন, আর্থসামাজিক মর্যাদা, নৃতাত্ত্বিক, দ্বিভাষিক ও লিঙ্গভিত্তিক বৈশিষ্ট্যে অনেক পার্থক্য সত্ত্বেও নারীসুলভ বাচনভঙ্গির প্রচলন দেখা যাচ্ছে। তবে সাউদার্ন ক্যালিফোর্নিয়া অঞ্চলের তরুণদের মধ্যে এ ধরনের বাচনভঙ্গির প্রভাব তুলনামূলক বেশি।
গবেষকেরা ১৮ থেকে ২২ বছর বয়সী স্থানীয় ২৩ জন তরুণের বাচনভঙ্গি বিশ্লেষণ করেন এবং তা তুলনামূলক বেশি বয়সী লোকজনের বাচনভঙ্গির সঙ্গে মিলিয়ে দেখেন।
যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যামেলিয়া আরভ্যানাটি বলেন, পুরুষেরা কখন ও কী প্রক্রিয়ায় নারীর বাচনভঙ্গি রপ্ত করেছে, তা সুনির্দিষ্ট নয়। অবশ্য পুরুষেরা ব্যাপারটি সচরাচর স্বীকারও করতে চায় না।পুরুষের নারীসুলভ বাচনভঙ্গি
©somewhere in net ltd.