![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে পরিবাগে পেট্রোল বোমা ছোড়ে যাত্রীবাহি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এতে চালকসহ ৩জন দগ্দ হয়েছেন। হিলীতে পেয়াজবাহী ট্রাকে পেট্রোল বোমা হামলায় ট্রাক চালকসহ ২ জন নিহত হয়েছে। ফেনীতে ৫ ভোটকেন্দ্রে ধরিয়ে দেয়া হয়েছে আগুন। দেশের বিভিন্ন স্থানে একের পর এক অসংখ্য ঘটনা ঘটছে। এতে প্রান যাচ্চে নিরীহ মানুষের। পঙ্গু হচ্ছে নিরপরাধ মানুষ। গ্রেফতারও হচ্ছে অনেক নিরপরাধ মানুষ। এ স্বাধীন বাংলায় কেনো এতো বর্বর হামলা। কেন এতো আগ্রাসী মনোভাব। কেনইবা এতো ক্ষমতার লোভ। দুই দলের কামড়াকামড়ির বলি হতে হচ্চে মানুষকে। শুধু এবারই যে বিরোধী দল করছে তা নয়,যারা বিরোধী দল হয়, তারাই এমন বর্বর কান্ড ঘটায়। আর যারা সরকারে থাকে তারা ক্ষমতা আকড়ে ধরে রাখে। এমন সহিংসতা, আন্দোলন না করে বড় দুই দল ইচ্ছে করলে দেশটাকে ভাগ করে নিতে পারে। যেভাবে ভাগ করা হয় পৈত্তিক সম্পত্তি। এতেও আম জনতার কোন বাধা থাকবে না। তারা ভাগ করে নিয়ে ভোগ করুক। কোন আপত্তি নেই। কিন্তু জ্বালাও-পোড়াও খেকে মুক্তি দেউক। পোড়া কপালীদের এমন তাণ্ডব আর দেখতে চাইনা।।,
©somewhere in net ltd.