নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মে কর্মে বর্ণে আমি মানুষ\nতাই মানুষের গান গাই\nনশ্বর পৃথবীতে বর্ণে শব্দে কিছুটা কারন; \nরেখে যাই।

মনির হোসেন মমি

চাই স্বাবাভীক মৃত্যুর গ্যারান্টি

মনির হোসেন মমি › বিস্তারিত পোস্টঃ

ভূল যদি সুদ্ধ হয়!!!(রাজনিতী)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

গতকাল( ৮/০৯/১৩)নরসিংদীতে কেয়ার টেকার সরকারের দাবীতে বি,এন,পি,র বিশাল জনসভায় বি এন পির চেয়ারপারসেন বেগম খালেদা জিয়ার আগমনকে উপলক্ষ্য করে সকাল থেকেই চিটাগাং রোড-কাচপূর সড়কে সিদ্ধিরগঞ্জ বাসী ফুল নিয়ে অপেক্ষায় ছিল কখন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আসবেন তাকে ফুলের পাপড়ি দিয়ে বরণ করবে।

সরকারী ফ্লাগ লাগানো গাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীকে খালেদা জিয়া ভেবে বৃষ্টির মত ফুল ছিটাতে থাকে।সবাই উল্লাসিত কন্ঠে খালেদা জিয়া জিন্দাবাদ বলতে থাকে ঐ সময় সররাষট্র মন্ত্রির প্রতিক্রিয়া কি ছিল জানা জায়নি।কিন্তু যখন জানতে পরেন এটা স্বররাষ্ট্র মন্ত্রীর গাড়ী তখন জনতা বোকা বনে যায়।

যাকে মনে করে জনতা ফুলের শুভেচ্ছা জানান এ সবই একজন নেতাকে সন্মান করা যেটা আমাদের মাঝে এখন বিরল।একজন রিক্সাওলাও যে কোন নেতা-নেত্রীকে বুঝে না বুঝে গালি দেয়।শুধু যে রিক্সাওলা তা নয় ফেইস বুকের দুনিয়ায়,ব্লগে প্রধান দুই নেত্রীকে নিয়ে যে ধরনের ছবি প্রকাশ করে তা কোন সভ্য বিবেকবান জনতার কাজ নয়।একজন কুরূচি আর দেশপ্রেমহীন লোকের পক্ষেই সন্ভব।দেশ নেত্রী বা প্রধানমন্ত্রী একজন সন্মানীত ব্যাক্তি সে পাচ বছর মেয়াদে জনগণের ভোটে ক্ষমতায় আসে।সে ভূল করতে পারে অথবা ক্ষমতার জন্য তার কিছু কাজ জনগণের বিপক্ষে যেতে পারে।তাই বলে তাকে অন লাইনে নেংক্টো করে কার সন্মান রক্ষা করছি আমরা?বিশ্ব মিডিয়ায় দেখল আমরা কোন জাতের আমাদের বাঙ্গালীয়ানা রুচিকে এভাবে বাজারে সস্তা পণ্যের মত বিলিয়ে দেয়া কি একজন দেশপ্রেমিকের কাজ?স্বররাষ্ট্র মন্ত্রীকে যে ভাবে বুঝে না বুঝে সন্মান করল জনতা ,পরোক্ষভাবে তাতে এদেশের জনতার দেশপ্রেমের মন-মানসিকতার বহিঃপ্রকাশ।এটাই হওয়া উচিত।জনতার কাছে সন্মানের দিক দিয়ে সবাই সমান, হউক সে অত্যাচারী সেই অত্যাচারীর প্রতিবাদের ভাষার সংযতা থাকা বাঞ্জনীয় নতুবা আমাদের নতুন প্রজন্মরা সুস্হ রাজনিতীর ধারা কিভাবে শিখবে/:)/:)/:)বলতে পারেন এটা আমার অধিকার।কিন্তু অধিকারের ভাষা যদি হয় দেশ সন্মানের পরিপন্হী তাহলে বড়ই দুঃখের বিষয়।বঙ্গবন্ধুর গাও গ্রামে প্রচলিত একটি কথায় মনে পড়ল-শীতে সাহায্য আসা কম্ভল জনগণের মাঝে বিলি করার সময় যখন দেখল সে তার নিজের কম্ভলটাই পায়নি অথচ পযাপ্ত ছিল তখন সে বড় আসসোস করে বলেছিলেন

"সবাই পায় সোনার খণি আর আমি পেলাম চোরের খণি।বঙ্গবন্ধুর সে কথা এখন তা আমাদের রাষ্ট্রের প্রতিটি দপ্তরে দেখতে পাই।দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিতের(সাবেক রেলমন্ত্রী) ঘটে যাওয়া ঘটনায় তাকালেই বুঝা যায়। যাকে আমরা কালো বিড়াল বলি সেই বিড়াল এখন হলুদ হয়ে ধীরে ধীরে একসময় ফকফকে সাদা হয়ে যাবে এবং এরকম নেতাদেরই আবার আমরা ভোটে পাশ করাব।এরকম আরো অনেক উদাহরন আছে যারা আমাদের নতুন প্রজন্মের দেশপ্রেম নিয়ে বেড়ে উঠতে বাধা।

সামনে আসছে জাতীয় ইলেকসন। প্রাথী বেছে নেয়ার এখনই সময়।একজন মা যখন শিক্ষিত হয় তখন তার নেক্স জেনারেশনও শিক্ষিত হয়।একজন বড় লেখক বলেছিলেন "তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব"

আর সুশিক্ষিত জাতিই পারে আমাদের দেশের উন্নয়নে সু-শাসনে সরকার প্রতিষ্টা করতে।



সেই আশায় বুক বাধি.............















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.