নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মে কর্মে বর্ণে আমি মানুষ\nতাই মানুষের গান গাই\nনশ্বর পৃথবীতে বর্ণে শব্দে কিছুটা কারন; \nরেখে যাই।

মনির হোসেন মমি

চাই স্বাবাভীক মৃত্যুর গ্যারান্টি

মনির হোসেন মমি › বিস্তারিত পোস্টঃ

দুই নেত্রীর ঐক্য...এবং আমরা

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

Govt.for the people

By the people

Off the people.............


জাতীয় নিবা`চনের সময় যত ঘনিয়ে ততই যেন সাধারন মানুষের মনে এক অজানা আতংক প্রতিবারের মত এবারও পেয়ে বসেছে।সিনেমার গল্পের মত রাজনিতীর শেষ ক্লাইমেক্সে কি দৃশ্য চিত্রায়িত হয়।তা নিয়ে সাধারন দশ`কদের মাঝে আলোচনা-সমালোচনা চলছে।নাকি আবার তৃতীয় শক্তি এসে যায়!এ ভয়ও আছে জনগণের মাঝে আর তৃতীয় শক্তি যদি এসে যায় এর পরিনতি কারোর জন্যেই মঙ্গল হবেনা।সরকার কিংবা বিরোধীদল কিংবা সাধারন জনতা সবাইকে এক প্রকার কষ্ট আর অনিশ্চিত ভবিষৎতের দিকে নিয়ে যাবে।যেখানে আমাদের মত অনুন্নত দেশগুলো বৈদেশিক সাহায্যে চলে আমাদের উনুনের হিসাব সেখানে গনতন্ত্র ছাড়া বৈদেশিক সাহায্য পাওয়া যাবেনা ইহা বিশ্ব নেতাদের আইন।আমাদের মাননীয় নেত্রীদ্বয়ের কিছু হটকারী সিদ্ধান্তে বা কায`কলাপে বিশ্ব দরবারে আমাদের ভাবমূতি`র নষ্ট হয়।যে ভাবেই হউক ড.ইউনুস আমাদের বাংলাদেশের প্রথম এবং বিশ্বের বড় সন্মান শান্তিতে নোবেল প্রাইজটা এনেছেন এটাকে ধরে রাখতে হবে।অকারনে তাকে হেনস্ত করা থেকে দূরে থাকাই শ্রেয় কারন ড.ইউনুস শুধু এ দেশের নয় বিশ্বের অনের নক্ষত্রের মাঝে সেও একটি।

আপনি,আমরা যে

যুদ্ধপরাধীর বিচার চাই,চাই সবচ্চো শাস্তি"ফাসি"

চাই সু-শাসন,

চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারাণ্টি,

চাই অন্ন,বস্ত্র,বাসস্হানের নিরাপত্তার নিশ্চয়তা,

চাই বাক স্বাধীনতার গ্যারান্টি

চাই বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সবচ্চো ব্যাবহার,

চাই দূরনি`তীমুক্ত সমাজ ব্যাবস্হা,

চাই মেধা ভিত্তিতে চাকুরীর নিশ্চয়তা,

চাই ধম` নিরপেক্ষ রাষ্ট্র,

চাই খাদ্যে স্বংসন্পণ,`

এ রকম আরো দাবী আমাদের মনে আছে যা একটি দেশের ভাবমূতিকে প্রকাশ করে।এ সব দাবীগুলো সমাধান করা আমাদের দেশের জন্য সহজ কারন আমরা পরিশ্রমী শুধু সুযোগের অপেক্ষায়।আর আমরা যেহেতূ ঘুড়ে ফিরে ঐ দুটি দলকেই রাষ্ট্র ক্ষমতায় বসাই সে ক্ষেত্রে মনে হয় না ভোটের প্রয়োজন আছে।চুক্তিতেই ক্ষমতা চেঞ্জ করা যায়, কি বলেন তাহলে প্রতি পাচ বছর অন্তরঃ অন্তরঃ ক্ষমতার জন্য যে সাধারন জনগণ মৃত্যুর কূলে ঢলে পড়ে,সহিংস হরতালে দেশের যে অথ`নিতীর চাকা থেমে যায়,হরতালের পর হরতালে জিনিসপত্রের দাম আকাশ ছোয়া হয়ে যায় তা আর হবে না।আমরা আমজনতা ক্ষমতার লোভী নই -দু বেলা দূ-মূঠো ডাল ভাতের ব্যাবস্হা হলেই চলবে।

যাই হোক দু নেত্রীর মাঝে যদি দেশপ্রেম থাকে, উদ্দ্যেশ্য যদি এক হয় দেশ উন্নয়ন,জনগণের গণতন্ত্রের সুফল দেবার সৎইচ্ছা থাকে তাহলে বিরোধীতার খাতিরে বিরোধীতা নয় জাতীহ ক্ষেত্রে ঐক্যে অটল থাকাটা এখন খুবই জরুরী-আর তাদের ঐক্যতাই এনে দেবে সকল সমস্যার সমাধান।
এই ঐক্যতা আনতে দলগুলোর ভিতরে সাধারন জনগণের এগিয়ে আসা প্রয়োজন।

জয় বাংলা+বাংলাদেশ জিন্দাবাদ













মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.