নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মে কর্মে বর্ণে আমি মানুষ\nতাই মানুষের গান গাই\nনশ্বর পৃথবীতে বর্ণে শব্দে কিছুটা কারন; \nরেখে যাই।

মনির হোসেন মমি

চাই স্বাবাভীক মৃত্যুর গ্যারান্টি

মনির হোসেন মমি › বিস্তারিত পোস্টঃ

ভূলা যায়না...

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

আমরা তোমাদের ভূলবনা

ভুলিনি তোদের যারা করেছিলে বিরোধীতা

বাঙ্গালীর রক্তের সাথে

রক্তের রং লাল তা চিরসত্য

তোদের রক্তের রং হলদে লাল

কেননা তোরা হলি জারজ সন্তান

তাই ভুলিনি তোদের

ভুলব তখন যখন তোদের গলায়

পড়বে ফাস।

ভুলিনি তোমাদের যারা এনেছিলে এ স্বাধীনতা।



কেদেছি ৪২টি বছর অঝোড় নয়নে

আর কাদতে পারিনা

চোখের জলে ভাটা পড়ে গেছে

শপথের দীপ্ত অঙ্গীকারে

কান্নার জলের প্রতিশোধ নেবো।



ভূলেনি, ভূলা যায় না বিভীষিকাময় সেই রাতের কথা

পাইকারী হারে মেরেছিল ওরা -পুড়েছিল ঘর বাড়ী

আজও আছে বাংলার বুকে শকুনের বসবাস

করিতে পারিনি এখনও শকুনদের সব`নাস।



যুগে যুগে শকুনেরা বেড়েছে নোংরা রাজনিতীর ছত্রছায়ায়

যে দিকে তাকাই এই বাংলায় দেখি শকুনের ঝাক

কেউ রাজপ্রাসাদে,কেউ বা জনতার মাঝে

খাপটি মেরে অপেক্ষায় ,কখন আবার আর একটি

এই বাংলায় মরন কামড় দেয়া যায়।



ভয় নেই আর মা জেগেছে জনতা

যায় যদি প্রান শকুন মারতে

দেবো এ দেহ প্রান।









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.