নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মে কর্মে বর্ণে আমি মানুষ\nতাই মানুষের গান গাই\nনশ্বর পৃথবীতে বর্ণে শব্দে কিছুটা কারন; \nরেখে যাই।

মনির হোসেন মমি

চাই স্বাবাভীক মৃত্যুর গ্যারান্টি

মনির হোসেন মমি › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার প্যাচাল

২৯ শে মে, ২০১৪ সকাল ১০:৫৫

স্বাধীনতা তুমি

নোংরা রাজনিতীর সীমাহীন নিষ্ঠুরতা

স্বাধীনতা তুমি

ভ্রাত্তৃত্ত্বের বন্দনের আড়ালে খেলে রক্তের খেলা।

স্বাধীনতা তুমি

তেতাল্লশটি বছর পর আজ বড়ই নিঃষ্প্রয়োজন

স্বাধীনতা তুমি

সীমাহীন অত্যাচার আর গণতন্ত্র নিপাক যাক।

স্বাধীনতা তুমি

কে আমি কে তুমি বিশ্লেষনে আমরাই

স্বাধীনতা তুমি

নিজেদের মাংস নিজেরাই করি ভক্ষন।

স্বাধীনতা তুমি

রাজনিতীর মুখোশেঁ করি গুম খুনের ব্যাবসা

স্বাধীনতা তুমি

আমার বাবার দেশটা তাই কে দেখবে আমার শেষটা।

স্বাধীনতা তুমি

জয়নূলের আকাঁ দূর্ভিক্ষের মাংস ক্ষয়ে যাওয়া জনতা

স্বাধীনতা তুমি

আমার স্বামীর দেশটা তাই ঘামাইনা মাথা যাক না নিয়ে দেশটা।

স্বাধীনতা তুমি

ভয়ার্ত হৃদয়ে অফিস ফেরা ছেলের লাশটি

স্বাধীনতা তুমি

মৌলিক অধিকার খুজেঁ ফেরা গণতন্ত্রের সূত্রটি।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.