নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মে কর্মে বর্ণে আমি মানুষ\nতাই মানুষের গান গাই\nনশ্বর পৃথবীতে বর্ণে শব্দে কিছুটা কারন; \nরেখে যাই।

মনির হোসেন মমি

চাই স্বাবাভীক মৃত্যুর গ্যারান্টি

মনির হোসেন মমি › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ এখনও থামেনি

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৪


///////////////////////////////////////////////
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধ মনে যুদ্ধ বিবেকে
যুদ্ধ চলছে প্রতিটি বাংলাদেশীর হৃদয়ে
আবারও
আরো একটি বিজয় দিবসের অপেক্ষায়।
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধ বাংলার পবিত্র মৃত্তিকায়
যেখানে শকুনেরা
আজও বাধাহীন ভাবে ঘুড়ে বেড়ায়।
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধ করেছিল সেই '৭১ এ ফুলীরা
আজও কাদে অন্ধকারে নিজেকে লুকিয়ে
পায়নি তাদের প্রাপ্য সন্মান খেতাবটি, বীরাঙ্গনা।
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধে শহীদ কত কত উঠতি যুবক
বিচার চাইতেই জ্বলসে উঠে
নর পিচাশ রাজাকারের বাণী।
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধে দিন চলে হাজারো ফুলীর জীবনের করুণ কাহিনী
হাজারো গাজীর ইতিহাস পড়ে রয় আনাচে কানাচে
সেই হায়নার দাপটে আবারো ইতিহাসে কলঙ্ক লাগে।
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধের বোমার শব্দে ভূমিষ্ট নতুন প্রজন্ম
ভূলিনি, যায় না ভোলা স্তুব স্তুব লাশের পাহাড়
আসবেই সেই দিন রাজাকারের চিহ্ন হবে,
হবেই বিলীন
যুদ্ধ এখনও থামেনি
যুদ্ধ স্ব-দেশী যুদ্ধ বিদেশী
যুদ্ধ তাহেরাদের নিরাপত্তায়
যুদ্ধ গণতন্ত্র ধরে রাখবার।
যুদ্ধ এখনও থামেনি
হঠাৎ গর্জে উঠার মানষিকতাও কমেনি
এসেছে সেই শপথের দিন
মা,
আর একটি বার অনুমতি দাও ফের যুদ্ধ করিবার ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫২

নিলু বলেছেন: ভালো

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

আলম দীপ্র বলেছেন: বেশ হয়েছে ।
ছবিটাও কিন্তু বেশ !
সমৃদ্ধ কবিতা !

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫

মনির হোসেন মমি বলেছেন: ধন্যবাদ দীপ্র ভাইয়া

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

আমি ময়ূরাক্ষী বলেছেন: কবিতায় ভালো লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.