নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মে কর্মে বর্ণে আমি মানুষ\nতাই মানুষের গান গাই\nনশ্বর পৃথবীতে বর্ণে শব্দে কিছুটা কারন; \nরেখে যাই।

মনির হোসেন মমি

চাই স্বাবাভীক মৃত্যুর গ্যারান্টি

মনির হোসেন মমি › বিস্তারিত পোস্টঃ

কে শুনে কার কথা!!!

০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:১২

মনকে বলি মন
তুই কেনো করিস এতো জ্বালাতন
সময় অময়ে মনকে নাচাও
মাঝে মাঝে সংগ্রামীও হতে চাও।
মনকে বলি মন
তুই কেনো করিস এতো জ্বালাতন
বনে যদি বাঘই না থাকে
বন থেকে লাভ কি?
যে ভাবে কাটছে গাছ দস্যু কাঠুরিয়া
গাছ কাটার,
সরকারী টেন্ডারটা দাওনা তাহাকে বুঝাইয়া।
মনকে বলি মন
তুই কেনো করিস এতো জ্বালাতন
বঙ্গ দেশের ভন্ড আমরা
কথায় বহু দূর
কাজের বেলায় ঠন ঠনাঠন
অকাজের বেলায় যত দলাদল।
মনকে বলি মন
তুই কেনো করিস এতো জ্বালাতন
৭১ শহীদ হলো ত্রিশ লক্ষ জন
৯০তে ও রক্ত লাগল
খোললা তবুও স্বদেশের কপাল
নির্বাচনে মরে,মরে বানে-মরছে ঘূর্নিঝড়ে,
আবার মারছে জঙ্গি গোষ্টি
ধর্মের কথা বলে,
কোন কিতাবে লিখা আছে
হত্যাকে জায়েজ করে,
মুসলমানের শত্রু মুসলমান
ইহুদির কি দোষ
কষ্টপিরিত মানুষ দেখে মোল্লারা দৌড়ায়
ইহুদিরা সেবা তাদের মন কেড়ে নেয়
মুসলিম মুলসিম বলে এতো চিল্লাস
কোথায় তোর মহত্ব,কোথায় তোর সেই ঈমান,
তোকে দেখে বিধর্মীরা
তোর ধর্মের কুলে মাথা ঠেকায়,
স্রষ্টা না দেখে কোন ধর্ম অধর্ম
দেখেন তার সৎ কর্ম
বেহস্তে সেই যাবেন যার কর্মে খোদা সন্তুষ্ট।
মনকে বলি মন
তুই কেনো করিস এতো জ্বালাতন
কে শুনে কার কথা
লিখি আমি ছাতা-মাথা
বলবি যত ন্যায় কথা
তোর ঘাড়ে আছে কয়টি মাথা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.