নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মে কর্মে বর্ণে আমি মানুষ\nতাই মানুষের গান গাই\nনশ্বর পৃথবীতে বর্ণে শব্দে কিছুটা কারন; \nরেখে যাই।

মনির হোসেন মমি

চাই স্বাবাভীক মৃত্যুর গ্যারান্টি

মনির হোসেন মমি › বিস্তারিত পোস্টঃ

এ শহর এ দেশ আমার নয়

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২


এ শহর আমার নয়
যে শহর থাকে অরক্ষিত অনিরাপদে,
দিনে রাতে মানুষের রক্ত নিয়ে খেলে হলি
শকুঁনেরা ঘুরে বেড়ায় দুর্ধান্ত দাপটে।

এ শহর আমার নয়
যে শহরে মেধাবীরা বেকার ঘুরে বেড়ায়,
অল্প বিদ্যায় অর্থ ক্ষমতার দাপটে
সহজেই তারা অর্থ-বিত্তে গরীবি হটায়।

এ শহর আমার নয়
যে শহরে ইটের দেয়ালে আটকা পরে
নির্যাতীত শিশুর আর্তনাদ!
পাষন্ড চালক গাড়ীর চাকায় বার বার পিষে যায়

এ শহর আমার নয়
যে শহরে স্বাধীনতাত্তোর আজও শুনি
রাজাকার আলবদরের নির্ভয়ে চলার ভয়ার্ত ধ্বনি
মুক্তিযোদ্ধা কাদে নীরবে অসহায়।

এ শহর আমার নয়
যে শহরে উচিত কথা বলতে মানা
সহজ সরল সততায় থাকতে বাধা
রাতেরঁ অন্ধকারে একলা চলতে যত ভয়।

এ শহর আমার নয়
যে শহরে সময়ের কাটায় চলে জীবনের ইতিহাস
নেই ফুসরত কাউকে দেবার একটু সময় যে তার,
ভালবাসা মানবতা কেবলি পালিয়ে বেড়ায়।

এ শহর এ দেশ আমার নয়
যে শহরে সর্বোত্র সিষ্টেমহীন চলছে যেন উটের পিঠে,
ফুটপাত দখল হকারে,যানবাহন চলে যা ইচ্ছে তাই
প্রবল বর্ষণে অফিস করি নৌকায়।

এ শহর এ দেশ আমার নয়
যে শহরে ক্ষমতা লাভে অন্তরালে যেন দেশ উঠে নিলামে
ভোটের আগে বলে ভাই ভাই ভোট শেষে বলে চুদির ভাই
নমিনেসন পেতে দলে অর্থের পাহাড় দেয়।

এ শহর দেশ আমার নয়
যে শহরে আমি তুমি মন্দ সে বলে আমি
তোমার আমার ভাল মন্দে নিরীহরা সব মরে
সবার আগে চাই সমতা;
দেশ এগিয়ে যাবে সকল দল মতের ঐক্যতায়।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

মনির হোসেন মমি বলেছেন: ধন্যবাদ প্রিয়।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: আমি এক সময় নিজেকে বুদ্ধিমান ভাবতাম । খুবই বুদ্ধিমান ভাবতাম ।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.