নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মে কর্মে বর্ণে আমি মানুষ\nতাই মানুষের গান গাই\nনশ্বর পৃথবীতে বর্ণে শব্দে কিছুটা কারন; \nরেখে যাই।

মনির হোসেন মমি

চাই স্বাবাভীক মৃত্যুর গ্যারান্টি

মনির হোসেন মমি › বিস্তারিত পোস্টঃ

"ইচ্ছে যত"

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭



আমি কবি হতে আসিনি
আসিনি সাহিত্যিকের কোন নামজাদাঁ হতে
এসেছি আমি দুঃখিদের অঙ্কুরে ঝড়ে যাওয়ার কথা শুনাতে
বিশ্ব ব্রাহ্মন্ডে নির্যাতীত মানুষের মনে শান্তির পরশ বুলাতে,
আমি কবি হতে আসিনি,
এসেছি আমি দুঃখীনি মায়ের দুঃখ ঘোচাতে।

আমি কবি হতে আসিনি
আসিনি অসার শব্দে মুদ্রিত বইয়ের পাতায় পাতায়
ব্যাবসায়িক ধান্দায়,
এসেছি আমি শোষিতের মনকে নাড়াতে,শব্দকে জাগাতে বাক্যকে নাচাতে
জানান দিয়ে যাই,
আমি কবি হতে আসিনি
এসেছি আমি মনুষত্বহীন মানুষকে জাগাতে।

আমি কবি হতে আসি
আসিনি জীবনকে উথাল পাতাল কল্পনা জগতে সাজাঁতে,
কল্পনায় আকাশঁ ছোয়াঁ যায়,নীল আসমানের পরীঁ ভেবে
প্রেমিক প্রেমিকার মন জয় করা যায়,
বাস্তবতা বলে,দূর-বহু দূর।

আমি কবি হতে আসিনি,
আসিনি বিশ্বকে ক্ষমতার দাপটে শাষাতে,
এসেছি আমি মানুষের মাঝে মানুষ হয়ে থাকতে,
দু বাহু দিয়েছি বাড়িয়ে করছি প্রার্থণা,যেন পারি-
মানুষের মাঝে নিজেকে বাচিঁয়ে রাখতে,
আমি কবি হতে আসিনি।

আমি কবি হতে আসিনি
আসিনি জগতের ধনীদের শীর্ষস্থান দখল করতে
ক্ষুধার জ্বালা মেটাতে,ভাবিনা অন্ন কোথায়!
পাখিরা যে ভাবে খেয়ে পড়ে বাচে,জীবন যখন যেভাবে থাকে,
বলতে এসেছি,বলে যাই,
এ জগতে জীবন কখনো থেমে থাকার নয়
ভাল মন্দ যাই ঘটুক জীবন কেবল ধাপিয়ে বেড়ায়,
আমি কবি হতে আসিনি


ছবি:ওয়াহিদ

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০

মাহমুদুর রহমান বলেছেন: প্রত্যেকটা কবির মনে লুকায়িত থাকে এক আকাশ কষ্ট যার প্রকাশ ঘটে কবিতার মধ্যে দিয়ে।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫২

মনির হোসেন মমি বলেছেন: ধন্যবাদ প্রিয়।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৪

মনির হোসেন মমি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো লাগল আপনার কবিতাখানি।

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৩

মনির হোসেন মমি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৪| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: বেশ তো!
কিন্তু এর পরে আর কোন কবিতা লেখার প্রেরণা পেলেন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.