নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মে কর্মে বর্ণে আমি মানুষ\nতাই মানুষের গান গাই\nনশ্বর পৃথবীতে বর্ণে শব্দে কিছুটা কারন; \nরেখে যাই।

মনির হোসেন মমি

চাই স্বাবাভীক মৃত্যুর গ্যারান্টি

মনির হোসেন মমি › বিস্তারিত পোস্টঃ

পর্ণ বনাম পন্য

২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৩



স্যার তার এক ইংলিশ মিডিয়াম এক ছাত্রকে দিয়েছিলেন স্কুল পরীক্ষার কিছু বাংলা খাতা দেখে তাতে নাম্বার দিতে।ছাত্রটি খুব মনোযোগ সহকারে খাতাগুলো দেখছেন আর নাম্বার দিচ্ছেন।হঠাৎ একজন ছাত্রের খাতায় একটি প্রশ্নের উত্তরে নম্বর দিতে গিয়ে থেমে গেলেন।সেখানে লেখার এক পর্যায়ে "পন্য" লেখাটি তার কাছে কেমন যেন অশ্লীল অশ্লীল মনে হল।আগপাছ না ভেবে ছিঁ ছিঁ স্কুলের ছেলেরা এত খারাপ! দিলো কেটে পুরো প্রশ্নের উত্তর।সেই খাতায় সামনে যে সব প্রশ্নের সঠিক উত্তর সে পেয়েছিলো সেইগুলোতেও মনের জিদে সামান্য ভুলে কেটে কুটে নম্বর এতো কম দিল যে যোগফল শেষে- সেই খাতার সেই ছাত্রটিকে ফেল করিয়ে দিল।

কিছুক্ষণ পর সেই শিক্ষকের হাতে ছাত্রের দেখা সেই সব খাতাগুলো গেলে শিক্ষক খাতাগুলোকে আরেক বার নেড়ে চেড়ে দেখেন।ছাত্রের দেখা সবগুলো খাতায় নম্বর অনুযায়ী সবাই পাশ শুধু একজন ছাড়া।স্যারের মনে খটকা যেমন লাগল তেমনি ফেল করা ছাত্রের জন্য মনে কষ্ঠও অনুভব হল।তাছাড়া মাত্র তিন নম্বরের জন্য ছেলেটি ফেল করেছে।ছাত্রকে জিজ্ঞাসা করলেন স্যার...
-কি ব্যাপার এই খাতাটিতে আর তিনটি নম্বর বাড়িয়ে দিলেওতো পারতে-ছেলেটা পাশ করে যেত।ছাত্রটি খাতাটি দেখে বুঝতে পারলেন সেই পন্য শব্দ লেখা খাতাটিই।অনেকটা মনে খুব কষ্ট নিয়ে ছাত্র তার স্যারকে বললেন..।
-স্যার বাংলা ভাষা সম্পর্কে যার সামান্যতম কমনসেন্স নেই তাকে আমি নম্বর দেই কি করে? নম্বরতো ঐ লেখাতে দেইনি বরং অন্য সব উত্তরে নম্বরও কম দিয়েছি।ফাজিল কোথাকার!
স্যার বললেন..
-কি লিখেছিলো সে ?
-অশ্লীল শব্দ স্যার, বলতে আমার লজ্জা লাগছে..ছাত্র হয়ে কি ভাবে খাতায় এ সব অশ্লীল শব্দ লিখতে পারে?
স্যার সেই খাতাটি উল্টাইয়া পাল্টাইয়া সেই অশ্লীল শব্দের দিকে চোখ পড়ল তার।“পন্য” শব্দটির উপর চোখ পড়লে স্যার নিজেই নিজের ভুল বুঝতে পারলেন।ছাত্রটিকে শব্দটি দেখিয়ে বললেন।
-পন্য” এই শব্দটি?
- জি স্যার, এবার আপনিই কন আমি কি ভুল করেছি হারামজাদারে ফেল করিয়ে?
-আমি আর কি বলবরে বোকা! ভুলতো আমিই করেছি যে তুমি হলে ইংলিশ মিডিয়াম এর ছাত্র আর তোমাকে আমি দিয়েছি বাংলা খাতা দেখতে!
-What you mean Sir?
-আরে এই “পন্য” সেই পর্ণ না।
স্যার অন্যত্র কলমে লিখে শব্দের বানান গত পার্থক্য দেখিয়ে ছাত্রকে বলল।
-এখন কি করবে?
-সরি স্যার!
-সামান্য সরিতে তাকে পাশ করানো যাবে কিন্তু তার খাতায় যে পরীক্ষকের এতো কাটাকাটি যদি প্রশ্ন উঠে তখন তার জবাব দেবো কি করে?
--------------

“যাই হোক-যে ভাবেই হউক”আমি আমাদের প্রিয় সামু ব্লগ হতে এতোটা মাস বিচ্ছিন্ন রয়েছিলাম তার জবাব চাই না।সামু তার অতীত সৌন্দর্যে ফিরে এসেছে তাতেই আমি "মহা খুশি”।
জয় হোক শৃংঙ্খল মুক্ত
সামু’র
“শুভ ব্লগিং”

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

ইসিয়াক বলেছেন: মজার। ভালো লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৯

মনির হোসেন মমি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, সামুতে ৬০+ ব্লগার।
বাংলাভাষা সম্পর্কে, সাহিত্য সম্পর্কে যাদের ধারণা আছে, সামুকে.......

দেখতে ভালো লাগছে।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪০

মনির হোসেন মমি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

তারেক ফাহিম বলেছেন: হুম, সামু ঠিক হয়ে গেছে মনে হচ্ছে।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৫

মনির হোসেন মমি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

রাজীব নুর বলেছেন: আজ মানুষ পণ্য।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪১

মনির হোসেন মমি বলেছেন: মনে হচ্ছে তাই।এতো দিন ঢুকতেই পারিনি।ধন্যবাদ।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুড়ো মানুষ!
আবেগতো আর বুড়ো নয় ;)

তাই পন্যেই যদি পর্ণ খুঁজে পায়, দোষ দেব কি? :P

=p~ =p~ =p~

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৩

মনির হোসেন মমি বলেছেন: হা হা হা তা যা বলেছেন,বুড়ো মানুষ। অসংখ্য ধন্যবাদ।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অনেক সাধনায় সামু মুক্ত হয়েছে, এখন প বর্গীয় শব্দ কম ব্যবহার করাই ভালো

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৫

মনির হোসেন মমি বলেছেন: হুম ধন্যবাদ।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৫

নীল আকাশ বলেছেন: মজা লাগলো।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৩

কুমির ছানা বলেছেন: কত্তদিন পরে খোলা হলো এই প্রিয় ব্লগ। ভাল থাকুন ভাইজান, শুভকামনা!

৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সামু আবারো তার স্বরূপে বিরাজ করুক সবার মাঝে।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: সুন্দর একটি উপমা তুলে ধরার জন্য ধন্যবাদ।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: মজা পেলাম :)
বর্তমানে পন্যগুলো পর্নের চাইতেও ভয়ানক। যেভাবে পন্যতে ভেজাল দেওয়া হচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.