নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৈ মাছের প্রাণ

ফেসবুক আইডি:নাই

স্পাইডার

আমি খুব ভালো লোক। ব্লগের সকল নিয়ম মেনে চলি।

স্পাইডার › বিস্তারিত পোস্টঃ

মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫

সারাজীবন মা সন্তানের জন্য নীরবে কষ্ট করে যান। দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করে ভোগ করেন সীমাহীন যন্ত্রণা। তারপর মৃত্যুময় কষ্টের মধ্য দিয়ে পৃথিবীর আলো দেখান নাড়িছেঁড়া ধনকে। সন্তানকে বড় করতে গিয়ে প্রতিনিয়ত ভোগ করেন অসহ্য যন্ত্রণা। একমাত্র মা-ই পারেন সন্তানের জন্য জীবন বিলিয়ে দিতে।



অথচ এই মাই এক সময় হতভাগ্য কিছু সন্তানের কাছে অপ্রয়োজনীয় হয়ে ওঠেন। আলেয়ার পেছনে ছুটতে গিয়ে সন্তান ভুলে যায় মাকে। ছিন্ন করে শিকড়ের বন্ধন। যে মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছেন দরিদ্র বলে এক সময় ধনী সন্তান লজ্জা পায় সে মায়ের পরিচয় দিতে। সামাজিক অবস্থান রক্ষা করতে গিয়ে ভুলে যায় অস্তিত্বের কথা। মাকে কেউ পাঠিয়ে দেয় ওল্ড হোমে। আবার কেউবা গ্রামে পড়ে থাকা মায়ের কোনো খবরই নেয় না। এ ধরনের দৃষ্টান্ত আজ আমাদের সমাজে বেড়ে চলেছে।



সন্তানের পক্ষে সম্ভব নয় মায়ের ঋণ শোধ করা। সম্ভব নয় অন্তত এক ফোঁটা দুধের মূল্য দেয়া। তাই তো প্রতিটি ধর্মেই মাকে দেয়া হয়েছে সর্বোচ্চ আসন। মায়ের পায়ের নিচে রাখা হয়েছে সন্তানের বেহেশত। মায়ের দোয়া যেমন সন্তানকে নতুন জীবন দেয় তেমনি মায়ের কষ্টমাখা অশ্রু সন্তানের জন্য ডেকে আনে অনিবার্য বিপদ। মাকে দূরে ঠেলে নিজের ধ্বংস ডেকে আনতে চাই না আমরা। আমরা মাকে ভালোবাসতে চাই, চাই সুখে-দুঃখে সারাজীবন মায়ের পাশে থাকতে।



মন্তব্য ৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

ভাবের অভাব বলেছেন: যারা মাকে অসম্মান করে বা অবহেলা করে তারা তো সন্তান নয় তারা কু সন্তান।

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

স্পাইডার বলেছেন: আমাদের বেশীর ভাগই তো তাইই

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

ফাহিম আহমদ বলেছেন: গানের সাথে( মা) শব্দটা কতটুকু বুঝালেন?

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

স্পাইডার বলেছেন: গানটা সুন্দর, মেয়ের আকুতি বাবা মার জন্য

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

অলস ছেলে বলেছেন: মা কে মিস্করি

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৭

জুল ভার্ন বলেছেন: আমার জন্মের সময় আমার মা মারা যান! আমি যখন পৃথিবীর আলোর মুখ দেখি-তখন আমার মা চলে যান সেই দেশে-যেখান থেকে কেউ আর ফিরে আসেনা! মা নিয়ে যেকোন লেখা দেখলেই আমার কস্ট হয় কেন বুঝিনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.