নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেলিম বাঙালীর ব্লগ

একজন বাঙ্গালী বলছি!

বাংলাদেশী০০৭রকস

আমি চন্দ্র দেখেও এত আপ্লুত হই না আমি সুর্য দেখেও এত আপ্লুত হই না পৃথিবীকে দেখে যত না আপ্লুত হই

বাংলাদেশী০০৭রকস › বিস্তারিত পোস্টঃ

ঘাতকের ফাঁসিতে শহীদ ডাঃ আলীম কন্যা “শম্পা”র অনুভূতি---কবিতা

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২

বিয়াল্লিশ বছর ধরে আটকে থাকা

বুকের ভেতরে অতি গভীরে জমে থাকা বিশাক্ত নিশ্বাসটা,

হুশ করে এবার বের করে দিলাম,

যেন গ্যারেজে পড়ে থাকা কোন যুগের একটা চাকায়

আটকে থাকা ভারী বাতাসটাকে ফুটোকরে দিলাম।

অভিশাপ মুক্ত হয়ে গেলাম,

এবার জোরে একটা ম্বাস নিলাম।

বুকে ভরে নিলাম পবিত্র অক্সিজেন নি:শেষে,

আর, কোনো ব্যথা হলোনা রুগ্ন সে ফুসফুসে,

বুক ধরফর করা ক্রনিক এ্যাজমাটা

দুর হয়েগেলো অজান্তেই নিমিশে।

এবার শন্পার চিরচেনা নীল মুখখানা চোখে এলো ভেসে,

দেখি, দুঃখ কেটে গিয়ে জমিনে আভা ফিরে এসেছে,

এতোদির খরা কেটে মুশলধারে অশ্রু ঝড়ছে,

দুর্বাঘাসের শুকনো মাঠে সবুজ এসেছে,

শুকনো শিকরের কোনো লেশ মাত্র নেই তাতে।

ভেনাসের মতো সে দাঁড়িয়ে আছে উর্বর হাসিতে।

প্রিয় শপ্না, তোমাকে আর কাঁদতে হবেনা,

বাবার অনিমেষ আত্মা এবার শান্তি পাবে।

এবার তিনি ফিরে যাবেন চির শান্তির দেশে,

শত-সহশ্র বছর ঘুমোবেন তিনি বেঘোরে।

যখন, আবার তিনি জাগবেন,

দেখবেন অবাক হয়ে, তার শেষদেখা

ছোট্ট সেই শম্পাটি, বসে আছে শিয়রে।।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.