নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে দান করা হয় বলেই গরীব!?

বাংলাপ্রতিদিন

আমি বাংলাদেশ।আমরা প্রত্যেকেই

বাংলাপ্রতিদিন › বিস্তারিত পোস্টঃ

তবুও আমরা মধ্যম আয়ের দেশ.........শুনতে ভালো লাগে তবে বাস্তবতা ভিন্ন

০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০১

বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ: বিশ্বব্যাংক
মধ্যম আয়ের দেশ হলো বাংলাদেশ।সরকার খুশি,আমরা অল্প বিদ্যানরাও খুশি।

বিশ্ব্ ব্যাংকের ছকটি হলো - মাথাপিছু জাতীয় আয় ১,০৪৫ ডলার বা তার নিচে, তাদের বলা হয় নিম্ন আয়ের দেশ।
কোনো দেশের মাথাপিছু আয় ১,০৪৬ ডলার থেকে অনূর্ধ্ব ৪,১২৫ ডলার হলে সেটা নিম্নমধ্যম আয়ের দেশ। আর মাথাপিছু জাতীয় আয় ৪,১২৫ ডলার থেকে অনূর্ধ্ব ১২,৭৩৬ ডলার হলে তখন ওই দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ বলা যাবে।আবার কোনো দেশের মাথাপিছু আয় ১২,৭৩৬ ডলার হলে তাকে উচ্চ আয়ের দেশ ধরা হয়।
বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ১,৩০০ ডলারের বেশি। সুতরাং বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।
বিশ্বব্যাংক ‘এটলাস মেথড’ নামের বিশেষ এক পদ্ধতিতে মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করে থাকে। একটি দেশের স্থানীয় মুদ্রায় মোট জাতীয় আয়কে (জিএনআই) মার্কিন ডলারে রূপান্তরিত করা হয়।
এক্ষেত্রে তিন বছরের গড় বিনিময় হারকে সমন্বয় করা হয়, যাতে করে আন্তর্জাতিক মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠা-নামা সমন্বয় করা সম্ভব হয়।
বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুযায়ী, এই পদ্ধতিতে কোনো দেশের মাথাপিছু জাতীয় আয় ১,০৪৫ ডলারে উন্নীত হলে সেই দেশ নিম্ন মধ্যম আয়ের দেশের স্তরে অবস্থান করে। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ১,৩০০ ডলারের বেশি। সুতরাং বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।
সার্কভুক্ত ভারত ও পাকিস্তান নিম্নমধ্যম আয়ের দেশে অন্তর্ভুক্ত। সব মিলিয়ে এখন নিম্ন আয়ের দেশ ৩১টি, নিম্ন মধ্যম আয়ের দেশ ৫১টি, উচ্চ মধ্যম আয়ের দেশ ৫৩টি এবং উচ্চ আয়ের দেশ ৮০টি।
সবচেয়ে নিম্ন মাথাপিছু জাতীয় আয়ের দেশ হচ্ছে মালায়ি ও সর্বোচ্চ মাথাপিছু জাতীয় আয়ধারী দেশ হচ্ছে মোনাকো।
বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিশ্ব অর্থনৈতিক ভূগলের ব্যাপক পরিবর্তন হয়েছে। ১৯৯৪ সালে যেখানে বিশ্বের ৬৪টি নিম্ন আয়ের দেশে ৩১০ কোটি লোক (বিশ্বের মোট জনসংখ্যার ৬৪.১ শতাংশ) বাস করতো ২০১৪ সালে সেটি ৩১টি দেশে ৬১ কোটি ৩০ লাখ লোকের (বিশ্বের মোট জনসংখ্যার ৮.৫ শতাংশ) মধ্যে নেমে এসেছে।
শুভংকরটি হলো-প্রায় ১কোটি বাংলাদেশী প্রবাশী যদি মাসে গড়ে ৩০ হাজার টাকাও রেমিটেন্স পাঠায় তাতেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হয়।১কোটি প্রবাশীর দেশে পরিবারের সদস্য সংখা গড়ে ৪ জন করে হলে মোট জনসংখা হবে ৫কোটি।অর্থাৎ ১৬ কোটির বাকি ১কোটি যদি মধ্যবিত্ত/উচ্চবিত্ত ধরি তবে ১০ কোটি জনতাই বাসকরে চরম দরিদ্রে.....
তবুও আমরা মধ্যম আয়ের দেশ.........শুনতে ভালো লাগে তবে বাস্তবতা ভিন্ন

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



হিসেবে ভুল আছে, আমরা নিম্ন-মধ্য আয়ের দেশও না।

মাথাপিছু আয়, ক্রয় ক্ষমতা, ও HDI অনুসারে আমরা দরিদ্র থেকে একটু ভালো অবস্হানে আছি।

০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

বাংলাপ্রতিদিন বলেছেন: ধন্যবাদ।ঠিক বলেছেন

২| ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে ১০ কোটি জনতাই বাসকরে চরম দরিদ্রে.....
তবুও আমরা মধ্যম আয়ের দেশ.........শুনতে ভালো লাগে তবে বাস্তবতা ভিন্ন

করিমের আয় ৫০০ টাকা রহিম আয় করে ১০০০০ টাকা সদু মদু আয় করে ২০০ করে

সকলের গড় আয় ? = ২৬৭৫ টাকা?

করিম সদু মদুর ট্যাকা গেল কই?????????

এই শুভকংরের ফাকির উন্নয়ের বন্যায় ভাসছি দেশবাসী! তিস্তার বাস্তবতায় ;)

০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

বাংলাপ্রতিদিন বলেছেন: বিদ্রোহী ভৃগু ধন্যবাদ।
তবুও আমরা মধ্যম আয়ের দেশ.........শুনতে ভালো লাগে তবে বাস্তবতা ভিন্ন

৩| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:১৩

ভোরের সূর্য বলেছেন: মজার বিষয় কালকেই একটা খবর দেখলাম যে বাংলাদেশ সরকার দেশের ৬৪% দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা দিতে বেশ কয়েকটি কার্যক্রম চালু রেখেছে। যেখানে সরকার নিজেই স্বীকার করেছে যে দেশে ৬৪% দরিদ্র সেখানে কিভাবে নিম্ন মধ্য আয়ের দেশ হয়। আপনার শুভঙ্করের ফাঁকির পয়েন্ট টা খুবই যুক্তিসংত।
বিশ্বব্যাংকের ছক অনুযায়ী কোনো দেশের মাথাপিছু আয় ১২,৭৩৬ ডলার হলে তাকে উচ্চ আয়ের দেশ ধরা হয়। অথচ অতি সাম্প্রতি গ্রীস আইএমএফ এর কাছ থেকে মাত্র ১,৮ বিলিয়ন ইউরো লোন নিয়ে সেটা শোধ করতে পারেনি। খুব শীঘ্রই এই দেশ টি দেউলিয়া হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে গ্রীসের মাথা পিছু আয় ১৮৮৬৩ ডলার!!!! যা কিনা ১২,৭৬৩ ডলার থেকেও অনেক বেশী।মানে অতি উচ্চ আয়ের দেশ!!!!।
শেখ হাসিনা আবার বলেছেন যে পুরোপুরি মধ্য আয়ের দেশ হতে বাংলাদেশের ২০২১ সালও লাগবেনা।তার আগেই হয়ে যাবে!!!!!!!!!
মাশাল্লাহ বাগাড়ম্বর কম না.........
অবশ্য উনি মনে হয় ঠিকই বলেছেন কেননা আওয়ায়মীলীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং এর অংগসংগঠন সবারই ভাল ইনকাম হবে ২নাম্বারী করে তাতে তারা আওয়ামী জনগোষ্ঠী হিসেবে এই টার্মেই মানে ২০১৮সালের মধ্যেই মধ্য আয়ের দেশের লোক হিসেবে পরিচিতি পাবে।

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:০২

বাংলাপ্রতিদিন বলেছেন: ভোরের সূর্য ধন্যবাদ।বিশ্ব চালাচ্ছে কয়েকটি সংস্হা।এরাই ছেলের মা,আবার এরাই মেয়ের মা...

৪| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৫

ভোরের সূর্য বলেছেন: আরও একটা পরিসংখ্যান দিতে ভুলে গেছি সেটা হল বাংলাদেশ মাথাপিছু আয়ের দিক থেকে সার্ক মানে মূল ৭টি দেশের মধ্যে ৬ষ্ঠ। মানে বাংলাদেশের নীচে আছে শুধু নেপাল। এই ৭টি দেশের মধ্যে সবচেয়ে বেশী আয় মালদ্বীপের। তারা অলরেডী উচ্চ মধ্য আয়ের দেশ এবং যেখানে বাংলাদেশ থেকে মানুষ শ্রম দিতে যায়। আর শ্রীলংকা উচ্চ মধ্য আয়ের দেশের খুব কাছাকাছি(প্রায় ৪০০০ডলার মানে ৪১২৫ডলার থেকে মাত্র ১২৫ ডলার দূরে)এমনকি ছোট্ট ভুটান যারা নাকি ভারত দারা বেষ্টিত তাদের মাথাপিছু আয় বাংলাদেশের দিগুন। যায় হোক। আমরা যদি স্বচ্ছল হয় তাহলে অবশ্যই খুশি হব। বাংলাদেশের মানুষের যদি আর্থসামাজিক অবস্থার উন্নতি হয় তাহলে খুব ভাল কিন্তু এভাবে শুভংকরের ফাঁকি দিয়ে নয়।

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৯

বাংলাপ্রতিদিন বলেছেন: ভোরের সূর্য ধন্যবাদ।জানা হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.