![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
লেখার শুরুতে শিপু ভাইকে ধন্যবাদ জানাই, আমার গ্রামের বাড়ী লক্ষীপুরে অথচ আমি জানতাম না মজু চৌধুরীর হাটে এত এত ভুমিহীন অসহায় মানুষের বসবাস। এই লেখাটা শীতবস্ত্র বিতরন শেষেই দিতাম কিন্তু আমার কম্পিটার খারাপ থাকায় দেরী হলো। এবার মূল কথায় আছি।
এই যে আপনারা উপরের ছবি দুইটা দেখছেন, প্রথম টি একজন পীরের খানকার ছবি, আর পরেরটি খানকার গেটে দাড়িয়ে তোলা আমার ছবি। আমরা যেখানে শীতবস্ত্র বিতরন করেছি সেখান থেকে এই খানকার দূরত্ব দশ মিনিটের পথ, আমার অনুমান এই খানকাটি তৈরি করতে আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় করা হয় । আমরা কয়দিন আগে মজু চৌধুরীর হাটে শীতবস্ত্র দিতে গেলাম, খানকাটির দূরত্ব মজু চৌধুরীর হাট থেকে মাত্র দশ মিনিটের পথ হবার পরেও এইটুকু দুরুত্বে নৌকায় বসবাস করে ভূমিহীন অসহায় কিছু আদম সন্তান ,যারা নিজেদের মানুষ বলে ভাবতে চায়। যাদের অর্থে এই খানকা তৈরী এই শীতে খানকাটির দশ মিনিটের দূরত্বে নৌকায় বসবাসকারী ভুমিহীন আদম সন্তানদের জন্য তাদের হাতে এক খন্ড কম্বল ওঠে নাই । খানকার এক ছেলের সাথে কথায় কথায় জানতে পারলাম আমাদের যাওয়ার ১৫/২০ দিন আগে আশিয়ান সিটির মালিক হেলিকাপ্টার নিয়ে উক্ত খানকায় পীর সাহেবের নিকট দোয়ার জন্য গেছেন, এই হলো আমাদের দেশের বিত্তবানদের রুপ।
এটা কি লজ্জার না আনন্দের তা বলব না, শুধু এটুকু বলতে ইচ্ছে হচ্ছে আহ! কেন পীর হলাম না।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬
বাংলার হাসান বলেছেন: *কুনোব্যাঙ* ধন্যবাদ আপনাকে। এই বিত্ত আমাকর আপনাকে ভেঙ্গে নতুন করে দেশটাকে গড়তে হবে।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩১
নিশাচর ভবঘুরে বলেছেন: স্যালুট ব্লগার্স, উপরের তলার বিত্তবান ধিক তোমাদের।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮
বাংলার হাসান বলেছেন: উপরের তলার বিত্তবাদের ধিকের পাশাপাশি এগিয়ে আসতে হবে নতুন সামজ গড়তে। আমার ব্লগ বাড়ীতে আসায় ধন্যবাদ আপনাকে।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪
আশিক মাসুম বলেছেন: নিশাচর ভবঘুরে বলেছেন: স্যালুট ব্লগার্স, উপরের তলার বিত্তবান ধিক তোমাদের।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯
বাংলার হাসান বলেছেন: আসুন না সমাজটাকে পাল্টে দেই। আমার ব্লগ বাড়ীতে আপনাকে স্বাগতম
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০
অপূর্ণ রায়হান বলেছেন: আপনাকে অভিনন্দন +
আর ওদেরকে ধিক্কার ।
ভালো থাকবেন ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০১
বাংলার হাসান বলেছেন: বরাবরের মতই আপনাকে ভাল পাই দিলে সুখ অনুভূতি নিয়ে।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা মনে করি যে সর্বশক্তিমান শুধুমাত্র মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোড়াতেই থাকে অন্য কোথাও না। এই জন্য আমরা কিছু দান করবার জন্য সেগুলোর বাহিরে কিছু দেখি না।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০১
বাংলার হাসান বলেছেন: একমত
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০২
লোনলিফাইটার বলেছেন: আমার গ্রামের বাড়ী লক্ষীপুরে অথচ আমি জানতাম না মজু চৌধুরীর হাটে এত এত ভুমিহীন অসহায় মানুষের বসবাস।
আমিও তো জানতাম না।আমার ওরিজিন লক্ষীপুর
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩
বাংলার হাসান বলেছেন: সেই কারনেই শিপু ভাইয়ের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ, উনার শীতবস্ত্র বিতরনের সাথে যুক্ত হবার পরে আমি জানতে পারছি।
ব্লগারদের চেষ্টায় ভূমিহীন পরিবার গুলোর সন্তানদের জন্য সেখানে একটা স্কুল করা হয়েছে, আপনি চাইলে এটার সাথে যুক্ত হতে পারেন।
আমার পোন নং ০১৯১২৪৭১৪৩৩/ ০১৬৭৬৭৮৮১৫৩
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৬
অন্তরন্তর বলেছেন:
মানবতাবাদী সবাই হলে ওদের কি অবস্থা হত ভেবে
পাই না। ধিক্কার ও ঘৃণা জানালেও কম হয়ে যায়।
পোস্টে +++++
এমন পোস্ট বারবার আসুক।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৫
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমদের সময় এসেছে এদের মুখোশ কুলে দিবার।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৬
আপনার পাসওয়ার্ড ভুল বলেছেন: উপরের তলার বিত্তবান ধিক তোমাদের
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৭
বাংলার হাসান বলেছেন: সাথে সাথে এদের উপযোগী জওয়াব ও দিতে হবে, তবে সমাজ এদের পাপের বোঝা থেকে মুক্ত হবে। ধন্যবাদ আপনাকে।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১
নিশ্চুপ শরিফ বলেছেন: পীর হন না বেচে গেছেন। মরার পড়ে গদামের ব্যপারে সিউর না তবে ব্লগে যে গদামের ওপর থাকতে থাকতে শরীর অল টাইম গরম থাকতো এইটা নিশ্চিত।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৬
বাংলার হাসান বলেছেন: শীতের দিনে কাজে আসত।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৫
রাষ্ট্রপ্রধান বলেছেন:
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭
বাংলার হাসান বলেছেন: মনের আর দোষ কি খারাপতো হবেই।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৫
এম ই জাভেদ বলেছেন: ও মাই ...মজু চৌধুরীর হাটে এত শান শওকত ওয়ালা খানকাহ । কে এটা বানিয়েছে । আর কে এই পীর । এবার বাড়ি গেলে দেখতেই হবে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
বাংলার হাসান বলেছেন: মজু চৌধুরীর হাটে যাবার আগে এই খানকা।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: দারুন বলসেন হাসান ভাই।
হিপোক্রেসি তে সবাই আক্রান্ত। তাই পীর হতে মন চায়।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
বাংলার হাসান বলেছেন: জ্বি দাদা আমরা সবাই হিপোক্রেসিতে আক্রান্ত।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
শিপু ভাই বলেছেন:
++++++++++++ যথার্থ বলেছেন!!!
অনেক ধন্যবাদ হাসান ভাই। আপনাকে এভাবে পাশে না পেলে আমাকে হয়তো একাই এত দূরে যেতে হত। আর এত ভাল ভাবে কাজটা সমাধা করতে পারতামনা। আপনার সঙ্গ উপভোগ্য।
ভালো থাকবেন।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
বাংলার হাসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ শিপু ভাই। আপনার কারনেই নিজ জেলার কিছু দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।
আমাদের নতুন যাত্রা উপভোগ্য হোক অনন্তকাল।
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
জহির মোর্শেদ বলেছেন: এভাবে সকলের উচিত অসহায় মানুষের পাশে দাড়ানো। কারন মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
বাংলার হাসান বলেছেন: এভাবে সকলের উচিত অসহায় মানুষের পাশে দাড়ানো। কারন মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য। একমত
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩
*কুনোব্যাঙ* বলেছেন: এই হলো আমাদের দেশের বিত্তবানদের রুপ। আর যারা নিজের খেয়ে ব্লগিং করে ছাত্র শিক্ষক চাকুরে বা ছোটখাটো ব্যবসায়ী তারা তাদের যৎসামান্য সামর্থ দিয়ে অল্প অল্প করে যৎসামান্য টাকা জুগিয়েছে। আর তাই দিয়ে বনের মোষ তাড়ানো কিছু মানুষ কম্বল নিয়ে ছুটে গেছে সেই শীতার্ত মানুষদের নিকট।
স্যালুট ব্লগার্স, উপরের তলার বিত্তবান ধিক তোমাদের।