![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
“জয় বাংলা শ্লোগানের” ইতিহাস নিয়ে লেখা হবে এই মর্মে গত কয়েক দিন আগে একটি পোষ্ট করা হয়। অনেকেই আগ্রহ নিয়ে জানতে চেয়েছেন “জয় বাংলা শ্লোগানের” ইতিহাস। প্রথমেই তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। ১৯৬২ সালে “স্বাধীন বাংলা নিউক্লিয়াস” গঠনের এক বছরের মাথায় “স্বাধীন বাংলা নিউক্লিয়াস” এর অধীনে একটি হাতে লেখা তিন পেইজের পত্রিকা বের হতে লাগল, যার নাম ছিল “জয় বাংলা”। আজ তার প্রথম পাতার লেখা গুলো টাইপ করে দেয়া হলো। এবং ধারাবাহিক ভাবে তা আপলোড করা হবে। মূল তিনটি পাতা যা হাতে লেখা ৪৫ বছরের পুরনো, শেষ কিস্তিতে পুরা পত্রিকা আপলোড করে দেয়া হবে। এখানে প্রথম পাতার scan কপি দেয়া হল।
“জয় বাংলা শ্লোগানের” জন্ম ইতিহাস ।
১৯৬৯ সালের ১৫ সেপ্টেম্বর মধুর কেন্টিনে সিরাজপন্থী (সিরাজুল আলম খান নিউক্লিয়াসের জনক ) জনাব আফতাব আহম্মেদ জয়বাংলা শ্লোগান প্রথম উচ্চারণ করেন আর তা রিসিভ করেন চিশতী হেলালুর রহমান/ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭০ সালের ৭ই জুন রেসকোর্সের মাঠে প্রথম জয়বাংলা শ্লোগান উচ্চারন করেন। এই শ্লোগানের (এর বিপরীতে ছাত্র ইউনিয়নের পালটা শ্লোগান ছিলো জয় সর্বহারা),।
পৃষ্ঠা নং ১
বিশেষ সংখ্যা
জয় বাংলা
সাধারন নির্বাচন অত্যাসন্ন।
এই নির্বাচন ক্ষমতা দখলের জন্য নয়, বরং বাংলার মানুষের ভাগ্য নির্ধারনের এক মহা পরীক্ষা। আর সে পরীক্ষার ভিত্তি হলো ঐতিহাসিক ৬দফা ও ১১দফা।
এ নির্বাচনকে গনভোট হিসাবে ঘোষনা করা হয়েছে। গনভোটের অর্থ কেবল মাত্র জাতীয় পরিষদে ৩০০ আসনের মধ্যে ১৫০ এর অধিক সংখ্যাগরিষ্ঠতাই নয় তার সঙ্গে সঙ্গে সারা দেশের মোট ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতাও বটে। তাহলেই সে সংখ্যাগরিষ্ঠতাকে জাতির পক্ষ হতে ম্যান্ডেট বা শেষ রায় বলিয়া গন্য করা হইবে। এক্ষেত্রে ছাত্র সমাজ তথা যুব সমাজের দায়ীত্ব সবচাইতে অধিক। কারন আমাদের মত অনুন্নত দেশ ছাত্ররাই বেশী প্রগতিমনা ও সংগ্রামী সেজন্যই সাধারন মানুষের নিকট ছাত্ররা শ্রদ্ধার পাত্র।
প্রতিটি ছাত্রকে নিজ দায়ীত্বে অত্যান্ত সুষ্ট ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সতর্কতার সাথে অগ্রসর হইতে হইবে।
প্রতিটি ছাত্রের কতব্য নিম্নরুপ।
(ক) প্রত্যেককে নিজ নিজ থানা কর্মক্ষেত্র হিসাবে বাছিয়া লইতে হইবে।
(খ) সমকক্ষ একাধিক ছাত্র এক থানার অধিবাসী হইলে সহযোগিতার মধ্য দিয়া একই থানায় কাজ করিতে হইবে।
(গ) প্রতিটি সভা-সমিতি ও কর্মী সভায় যোগ দিয়া স্বীয় মতামত ব্যক্ত করিতে হইবে।
(ঘ) কেবল বক্তৃতা বা বিবৃতির মধ্যে কাজকে সীমাবদ্ধ না রাখিয়া আন্দোলনমুখী উৎসাহী কর্মী সৃষ্টি করিতে হইবে।
(ঙ) উৎসাহী কর্মীদের লইয়া রীতিমত রাজনৈতিক আলাপ আলোচনা আন্দোলনের গতিধারা আপোষমুলক মনোভাব সৃষ্টির পরিবর্তে সংগ্রামী মনোভাবের অনুপ্রেরনা সর্বোপরি ভবিষৎ আন্দোলন সঠিক ভাবে পরিচালনার জন্য থানা ভিত্তিক ও গ্রামভিত্তিক কর্মীদের লইয়া একটি সাংগঠনিক রুপ দিতে হইবে। এই সংগঠন কেবল মাত্র আন্দোলন পরিচালনার জন্য গঠন হবে।
(চ) এই সংগঠন সর্বদা ঢাকা হইতে ঘোষিত বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করিবে।
এই সংগঠনের দায়ীত্ব নিম্নরুপ।
(ক) ছাত্রদের মধ্যে ব্যাপক ত্ৎপরতার দ্বারা আদর্শ ও আন্দোলনের প্রতি ছাত্রদের অনুপ্রানিত করিবে।
(খ) গ্রামে গ্রামে কৃষকদের মধ্যে রাজনৈতিক আলাপ আলোচনা কৃষকদের সমস্যা ভিত্তিক আলোচনা ও সমাধানের রুপরেখা নির্ধারন করিবে এবং কৃষকদেরকে সংগঠিত করার চেষ্টা করিবে।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০১
বাংলার হাসান বলেছেন: জয় বাংলা
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
কালা মনের ধলা মানুষ বলেছেন: সাথে আছি।
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
বাংলার হাসান বলেছেন: আপনাকে ধন্যবাদ। কিন্তু অবাক হলাম এমন গুরুত্ত্বপূর্ন লেখায় লোকজনের আনা-গোনা না দেখে।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
বাউল! বলেছেন: চলুক।
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
বাংলার হাসান বলেছেন: ইনশাল্লাহ। লেখা যেহেতু শুরু করেছি আর বন্ধ হবে না। যদি গুম না হই
৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
জিয়া চৌধুরী বলেছেন: জয় বাংলা
অনেক অনেক ধন্যবাদ।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪
বাংলার হাসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
বাংলার হাসান বলেছেন: জয় বাংল । আপনাকেও ধন্যবাদ।
৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
জহির মোর্শেদ বলেছেন: খুব সুন্দর এবং তথ্যবহুল লেখা___বোঝা গেল খুব খেটেছেন এই লেখার জন্য; ধন্যবাদ, লিখে যান জয় বাংলা'র প্রকৃত ইতিহাস
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ,জহির ভাই। আমি ইনশাল্লাহ আরো বেশ কিছু প্রকৃত ইতিহাস ধীরে ধীরে প্রকাশ করব।
৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
শিপু ভাই বলেছেন:
জয় বাংলা!!!
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
বাংলার হাসান বলেছেন: জয় বাংলা!!!
৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
বাংলার হাসান বলেছেন: জয় বাংলা!!!
৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
zahir বলেছেন: জয় বাংলা ছিল বাংলার মানুষের ওঙ্কার । কোন রাজনৈতিক দলের নয়।
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
বাংলার হাসান বলেছেন: আপনি সঠিক বলেছেন। জয় বাংলা ছিল বাংলার মানুষের কোন রাজনৈতিক দলের নয়।
১০| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:০৬
রায়ান ঋদ্ধ বলেছেন: খুব সুষ্ঠু ভাবে কর্ম পরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হয়েছিলো। এই পত্রিকায় যেভাবে আন্দোলন পরিচালনায় নির্দেশ দেওয়া হয়েছে সেটা এখনও যদি ঠিকমত করা যায় তবে আন্দোলন সফল হতে বাধ্য!!
আপনাকে আবারও ধন্যবাদ হাসান ভাই.... তৃষ্ণা বাড়তে থাকলো! সত্য জানবো, সত্য বলব, সত্যর জন্য নির্দ্বিধায় উৎসর্গ হব।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:০৪
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
চেষ্টা থাকবে নিরন্তর সত্যকে তুলে ধরার।
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
সানড্যান্স বলেছেন: ইনফর্মেটিভ লেখা। আমি শিয়োর অনেকেই এটা জানেনা। যারা ন্যুনতম ব্যংগ করবেন, তারা আসলে সত্যকে অস্বীকার করবেন।
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
বাংলার হাসান বলেছেন: ঠিকই বলেছেন।
এর আরো দুটি পর্ব আছে সময় পেলে সেই দুই পর্ব ও পড়ে নিবেন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১
াহো বলেছেন: জয় বাংলা