নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ঘোষনা ও চলমান রাজনৈতিক বিতর্ক পর্ব -১

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

স্বাধীনতা যুদ্ধ হঠাৎ করে ঘটে যাওয়া কোন ঘটনা নয় কিংবা হঠাৎ করে রেডিওতে ভেসে আসা কোন ব্যক্তির ঘোষণায় সারাদেশের মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়লো বিষয়টা এমন নয়। একটি দেশের একটি জাতির, স্বাধীনতা সংগ্রাম দীর্ঘদিনের প্রস্তুতিরই ফসল। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট গড়ে উঠে বিভিন্ন ঘাত-প্রতিঘাত-সংঘাত-আত্মত্যাগ আর আত্মহুতির বিনিময়ে।



১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে পশ্চিম পাকিস্তানী অবাঙ্গালী শাসক গোষ্টির সেচ্চাচারীতা এজন্য দায়ী এবং সেই সাথে তৎকালীন রাজনৈতিক ব্যক্তিদের উদাসীনতা। এদেশের মানুষের মুক্তির সংগ্রামের সুত্রপাত হয় ১৯৫২ এ ভাষা আন্দোলনের মাধ্যমে যেখানে আগা-গোড়াই ছাত্রদের অবদান। ভাষা আন্দোলনের উত্তপ্ত রাজনৈতকি প্রেক্ষাপট ও পশ্চিম পাকিস্তানী অবাঙ্গালী শাসক গোষ্টির সেচ্চাচারীতা এবং মজলুম জননেতা মওলানা ভাসনীর ”আস্সালামু আলাইকুম” স্বাধীনতার ক্ষেত্র তৈরীতে প্রথম প্রদক্ষেপ বলা যায়। ১৯৫২ এ ভাষা সংগ্রামে ছাত্রদের আত্মত্যাগ-আত্মহুতি ও আপোষহীন লড়াকু ভূমিকার কারনে দেশের সাধারন মানুষের নিকট ছাত্ররা হয়ে উঠে শ্রদ্ধার পাত্র এরই ধারাবাহিক পরিক্রমা চলতে থাকে দেশ ব্যাপী। দেশের মানুষের মাঝে তৈরী হতে থাকে পশ্চিম পাকিস্তানী অবাঙ্গালী শাসক গোষ্টির সেচ্চাচারীতা বিরোধী মনোভাব।



ভাষা আন্দোলনের সফলতা ও মজলুম জননেতা মওলানা ভাসনীর ”আস্সালামু আলাইকুম” তত্ব ছাত্রদের মাঝে সৃষ্টি করে স্বাধীনতার স্বপ্ন, তৈরী হয় নতুন প্রেরনা। একটি নতুন মানচিত্র ও স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন নিয়ে ১৯৬২ সালে জন্ম হয় "স্বাধীন বাংলা নিউক্লিয়াস" ।"স্বাধীন বাংলা নিউক্লিয়াস" গঠনের মূল উদ্দেশ্যই ছিল দেশ স্বাধীন করা, আর নিউক্লিয়াসের যারা স্রষ্টা ছিলেন তারা তিনজনই ছিলেন ততকালীন ছাত্রলীগের নেতা, অথচ মূল দল আওয়ামী লীগ "স্বাধীন বাংলা নিউক্লিয়াস" গঠন বা এই বিষয়ে কিছুই জানত না। এছাড়া ও অন্য ছাত্র সংগঠন গুলোও স্বাধীনতার লক্ষ নিয়ে কাজ করতে থাকে ভিতরে ভিতরে এদের মাঝে “ফরোয়ার্ড ষ্টুডেন্টস ব্লকের নাম উল্লেখ যোগ্য। "স্বাধীন বাংলা নিউক্লিয়াস" গঠনের বছরখানেক পর এই সংগঠনটি একটি হাতে লেখা তিন পৃষ্ঠার পত্রিকা চালু করে স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে নিজেদেরকে আত্ম-নিয়োগ করে। ১৯৬২ থেকে ১৯৭০ এর নির্বাচনের পূর্বেই সংগঠনটি প্রতিটি জেলা,থানা ও ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করে স্বাধীন পাগল তরুন যুবাদের নিয়ে, ৬ দফা ও ১১ দফা আন্দোলনকে বেগবান করার পিছনে কাজ করে চালিকা শক্তি হিসেবে।

চলবে....

মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

প্রিয়তমেষূ বলেছেন: লেখা কি শেষ হয়েছে??????

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

বাংলার হাসান বলেছেন: জ্বি না। এটা অনেক বড় লেখা তাই পর্ব পর্ব করে দিতে হবে।

ধন্যবাদ।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

মুশাসি বলেছেন: আরো পর্ব আছে রাইট? চালিয়ে যান...গ্যালারীতে আছি

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

বাংলার হাসান বলেছেন: আপনি ঠিক ধরেছেন আরো পর্ব আছে।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

আদিম পুরুষ বলেছেন: রেডিও ভাষণের ব্যাপারটার আপনার সাথে দ্বিমত পোষন করছি। সবাইকে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দেয়া উচিত। '' স্বাধীন বাংলা নিউক্লিয়াসের '' বিষয়টি প্রথম জানলাম।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

বাংলার হাসান বলেছেন: দাদা এখানে কাউকে খাট করা হবে না সবার অবদানের কথা ধারাবাহিক ভাবে লেখা হবে। সকলের অবদানের যথাযথ স্বীকৃতি দিয়েই লেখাটা শেষ করা হবে। সাথেই থাকুন

ধন্যবাদ।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

তামিম ইবনে আমান বলেছেন:
লাইনে আছি

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ। ব্রো

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

শয়ন কুমার বলেছেন: গ্যালারীতে বসলাম । প্রথম পর্ব চমৎকার হইছে

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ। ব্রো

আশা করি সাথে আছেন এবং থাকবেন।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: পরবর্তি পর্বের অপেক্ষায় রইলাম।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ। ব্রো

আশা করি সাথে আছেন এবং থাকবেন।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

লোনলিফাইটার বলেছেন: স্বাধীনতা যুদ্ধ হঠাৎ করে ঘটে যাওয়া কোন ঘটনা নয় কিংবা হঠাৎ করে রেডিওতে ভেসে আসা কোন ব্যক্তির ঘোষণায় সারাদেশের মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়লো বিষয়টা এমন নয়।

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ। ব্রো

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

মিজানুর রহমান মিলন বলেছেন: চমৎকার হইছে ।

"স্বাধীন বাংলা নিউক্লিয়াস" গঠনের মূল উদ্দেশ্যই ছিল দেশ স্বাধীন করা,

এই সত্য ইতিহাস তুলে ধরতে হবে ভাই । দু’দলের একজন বঙ্গবন্ধু আর একজন মেজর জিয়াকে নিয়ে এত টানাটানি করতেছে যে মাঝখান থেকে সঠিক ইতিহাস উধাও হয়ে যাচ্ছে । আমাদের সঠিক ইতিহাস জানতে হবে , জানাতে হবে ।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

বাংলার হাসান বলেছেন: আমাদের সঠিক ইতিহাস জানতে হবে , জানাতে হবে ।


ধন্যবাদ। ব্রো

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২০

মাক্স বলেছেন: নাইস পোস্ট ব্রো। পরের পর্বের অপেক্ষায় রইলাম। আপাতত++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ। ব্রো

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

ফোন বলেছেন: রিলেটেড একটি পোষ্ট:

'৭১ সালে ৬টি মহাদেশের মিডিয়ায় ২৬শে মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনার খবর

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

বাংলার হাসান বলেছেন: রিলেটেড পোষ্টটি পড়লাম।

সাথে থাকুন আগে আগে অনেক কিছু পাবেন।

ধন্যবাদ। ব্রো

১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট। ভালো লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ। ব্রো

১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

সপ্নহীন আমি বলেছেন: সব পর্বের অপেক্ষায় রইলাম।

কিন্তু আফসোস যখন দেখি মাওলানা ভাসানির মত একজন দেশপ্রেমিক জননেতার কথা আমাদের মাধ্যমিকের বইগুলোতে অনেকটা অবজ্ঞার সাথে স্বরণ করা হয়... X(( X((

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ। ব্রো

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

শিপু ভাই বলেছেন:
প্রশংসনীয় উদ্যোগ!!!

সঠিক ইতিহাস উঠে আসুক!!!

++++++++++++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

বাংলার হাসান বলেছেন: সেই চেষ্টায় আছি , আশা করি সাথেই থাকবেন।


ধন্যবাদ। ব্রো


১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

যুবায়ের বলেছেন: নিচে লিখে দিন চলবে..

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

বাংলার হাসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ব্রো

এই কথাটা আমার মাথায় আসে নাই।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

রাফা বলেছেন: দেখা যাক পরবর্তি পর্বে কি আসে।অপেক্ষায় থাকলাম।

ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

বাংলার হাসান বলেছেন: শুনছি অপেক্ষার ফল নাকি মিঠা হয়।

ধন্যবাদ। ব্রো

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: চালিয়ে যান সাথে আছি

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

আলিমুজ্জামান বলেছেন: লেখা ভাল তবে রেফারেন্সের অভাব লক্ষনীয়, রেফারেন্সহীভাবে আপনি যত সত্যিই বলেন না কেন তা ভাত পাবে না জ্ঞানীদের কাছে এবং এর কোন মূল্য নাই যদি আপনি আপনার লেখার ভিত শক্ত না করেন। আশা করি আমার পয়েন্ট ধরতে পেরেছেন। সাথে আছি দেখা যাক আগে আগে কিয়া হোতা হেয়....

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো । //রেফারেন্সহীভাবে আপনি যত সত্যিই বলেন না কেন তা ভাত পাবে না জ্ঞানীদের কাছে এবং এর কোন মূল্য নাই যদি আপনি আপনার লেখার ভিত শক্ত না করেন। // একমত।

আপনাদের দোয়ায় যথেষ্ট রেফারেন্স জোগাড় করেছি, শেষ পর্বে তা প্রকাশ করে যাদের রেফারেন্স দিব তাদের ছোট্ট একটা কৃতজ্ঞতা স্বীকার করার ইচ্ছা আছে, তাই রেফারেন্স গুলো উল্লেখ করি নাই।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

রাসেল মেটামোরফোজ বলেছেন: জানার আগ্রহ আছে। কারণ অনেক কিছুই জানিনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

বাংলার হাসান বলেছেন: আমি আমার সবটুকু পরিশ্রশ দিয়ে চেষ্টা করব।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

আলিমুজ্জামান বলেছেন: এখানে উল্ল্যেখ করলে আমাদের সুবিধা হত, কারণ শেষ পর্ব পড়ে আবার আগের পর্বে এসে তা চেক করা সমস্যা :||

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

বাংলার হাসান বলেছেন: ওকে ব্রো আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। সময় করে তুলে দিব।

১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৬

বাংলার হাসান বলেছেন: আলিমুজ্জামান ভাই আপনার কথা অনুযায়ী এখন থেকে প্রতিটি পর্বেই রেফারেন্স তুলে দিব।

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

রি হোসাইন বলেছেন: চালিয়ে যান...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

বাংলার হাসান বলেছেন: ইচ্ছা আছে

২১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬

নষ্ট শয়তান বলেছেন: চমৎকার লিখছেন পরের পর্বের অপেক্ষায়।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

তবে জানি এই সত্য ইতিহাস যখন ধারাবাহিক প্রকাশ করা হবে তখন সব দলের চক্ষুশূল হবো। তবুও প্রকাশ করে যাব ইতিহাসের পিছনে লুকায়িত সত্য ইতিহাস।

২২| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

কালবৈশাখীর ঝড় বলেছেন:
১৯৭১ সালের মার্কিন পররাষ্ট্র বিভাগীয় সরকারি দলিলে এবং CIA এর নিজস্য classified information এ কোথাও পাকিস্তান ভাঙ্গার জন্য জিয়ার তথাকথিত ঘোষনার উল্লেখ নাই। আছে মুজিব কে একতর্ফা দায়ী করে একগাদা report.

অথচ দাবি করা হয় এই ঘোষনার কারনেই পাকিস্তান ভাঙ্গার যুদ্ধ সুরু হয়েছিল। পুরো ১৯৭১ সালের মার্কিন পররাষ্ট্র বিভাগীয় এবং CIA এর রিপোর্ট তন্ন তন্ন করে জিয়ার কোন নামই পাওয়া যায় নাই। পাকিস্তানি তত্কালিন গোয়েন্দা রিপোর্ট গুলো এবং বহুল আলোচিত পাকিস্তানী হামিদুররহমান কমিশন রিপোর্টে কোথাও জিয়ার ঘোষনার উল্লেখ নাই। মুজিব এবং আওমিলিগকে কে একতর্ফা দায়ী করা হয়েছে।

কারন টা বুঝতে অসুবিধা হয়ার কথা না। ঘোষনা দিয়ে ছিলেন on behalf of Mujib. এম এ হান্নান বাংলায় দিয়েছিলেন, জিয়াকে ডাকা হয়েছিল ইংরেজিতে দেয়ার জন্য, তাই দিয়েছেন। ঘোষনার পাঠক কারা কারা এটা তাদের কাছে কোন তাৎপর্য বহন করে নাই। জিয়া নিজেও কখনো এমন দাবি করেন নাই

তাই বিদেশী গনমাধ্যমগুলো মুজিব স্বাধীনতা ঘোষনা করেছে বলা হয়েছিল। (মানে অন্যান্নরা তার ঘোষনা রিলে করেছিল তার পক্ষে)

যারা দাবি করেন জিয়া একক ভাবে স্বাধীনতা ঘোষনা করেছেন, তাদের কে বলি -
তাহলে জিয়ার এই ঘোষনাটি বাংলায় হত।

কারন বাঙ্গালি জাতির উদ্দেস্যে স্বাধীনতার ঘোষনাটি বাংলায় হওয়ার কথা।

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

বাংলার হাসান বলেছেন: আপনাকে বলবো আমার পোষ্টে অযথা ঝামেলা করবেন ন॥ সত্য জানার মত সাহস না থাকলে নিজ দলের লেখা ইতিহাসে মুখ গুজে থাকুন।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪১

বাংলার হাসান বলেছেন: লেখার উপর কোন মন্তব্য থাকলে কমেন্ট করুন, অন্যথায় দূরে থাকুন। পরিবেশ রক্ষা করুন।

২৩| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

মাজহারুল হুসাইন বলেছেন: সেই ২১ শে জানুয়ারি, ২০১৩ । এরপর মাঝে মধ্যে আসি পরের পর্ব দেখার জন্য । কিন্তু পরের পর্ব কোথায় ? দ্রুত ২য় পর্ব চাই ।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১

বাংলার হাসান বলেছেন: দেরী হওয়ার জন্য আমি দুঃখিত।

আশা করি খুব দ্রুতই বাকি পর্ব গুলো পাবেন।
ধন্যবাদ ব্রো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.