![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
যুগান্তরের ঘূর্ণিপাক
যে আইন ও বিধির দ্বারা বিদেশি শাসকেরা শাসন করে, সে আইন ও বিধিকে বদলিয়ে নিজেদের উপযোগী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করাই হলো স্বাধীনতার মূলকথা। বিদেশি শাসক বদলিয়ে দেশীয় শাসকদের ক্ষমতায় বসিয়ে ঔপনিবেশিক আমলের রাষ্ট্র-কাঠামো ও শাসনব্যবস্থা দিয়ে দেশ পরিচালনা করা জনগণের জন্য ‘এক ধরনের পরাধীনতা’।
...............................................................................................
আমরা প্রতিবাদের নায়ক হতে চাই না। আমরা চাই না প্রতিবাদের নামে অরাজকতা সৃষ্টি করতে। আমরা চাই না কারো ক্যাডার হতে কারো ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার হতে।
ছাত্র সমাজের নামে এই যে কলঙ্ক তা থেকে আমরা মুক্ত হতে চাই।
আমরা চাই প্রচলিত ‘রাজনৈতিক আবর্জনা’ থেকে দেশকে বের করে নিয়ে আসতে। এ এক নতুন ধারনা। এ ‘ধারনা’র ঝান্ডা তুলে ধরে শক্তি-সঞ্চালনের মাধ্যমে বিজয় অর্জন সম্ভব।
প্রিয় ছাত্র-যুবসমাজ, ’৫২র ভাষা আন্দোলন, ’৬২র শিক্ষা আন্দোলন, ’৬৬র ৬ দফা এবং ’৬৮-’৬৯-এর গণঅভ্যুত্থানের কেবল নেতৃত্বই নয়, ছাত্র-যুবসমাজ গোটা জাতিকেই তখন ঐক্যবদ্ধ করেছিলো। ’৬২র ‘নিউক্লিয়াস’ (স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ) এবং বি.এল.এফ ও
’৭১র সশস্ত্র যুদ্ধে ছাত্র-যুবসমাজই ছিলো প্রধান শক্তি। এসব ইতিহাস সৃষ্টিকারী বৈপ্লবিক কর্মকাণ্ডের প্রাণশক্তি ছাত্র-যুবসমাজকে কেউই তখন ‘লেজুড়বৃত্তি’ করাতে পারেনি। ‘লেজুড়বৃত্তি’ করে এ ধরনের ঐতিহাসিক দায়িত্ব পালনও করা যায় না।
’৭১-এর ২ মার্চ স্বাধীনতার ‘পতাকা উত্তোলন’, ৩ মার্চ ‘ইশতেহার পাঠ’, ২৩ মার্চ ‘পতাকা দিবস’ পালনের মধ্যদিয়ে স্বাধীনতার প্রশ্নে দিক-নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো তৎকালীন যুবসমাজই করেছিলো।
’৭১ এ স্বাধীনতা লাভের মধ্যদিয়ে শাসক বদল হয়েছে; তবে শাসনব্যবস্থা বদলানোর কাজটি সামনে রয়েছে।
প্রিয় দেশবাসী, আমরা ছাত্র-যুবসমাজের পক্ষ হয়ে আপনাদের সামনে এক কঠিন পরীক্ষায় উত্তীর্ন হবার ঘোষণা দিতে চাই। আমরা আজ ‘এক ধরনের পরাধীনতা’র মাঝে আবদ্ধ। পরাধীন আমলের শাসনব্যবস্থা দিয়ে দেশ সামনের দিকে এগুতে পারছে না। এ কারণে আমাদের শিক্ষাব্যবস্থাসহ সকল ব্যবস্থাই কেবল ‘সেকেলেই’ নয় আমাদের জন্য অনুপোযোগী এবং অকার্যকর।
আমরা এই অবস্থা থেকে গোটা জাতিকে মুক্ত করে সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণের দুয়ারে পৌঁছাবো। এ হলো আজকের ছাত্র-যুবসমাজের প্রতিজ্ঞা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০
বাংলার হাসান বলেছেন: ইফতেখার ভাই ধন্যবাদ। আপনার লিংকটার জন্য আরেকবার ধন্যবাদ রইল।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
রাইসুল সাগর বলেছেন: কি খবর। বাসায় গেছেন কখন? আমি আপনেরে খুজলাম মিয়া । তারপর ১১টার সময় বাসায় আসছি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
বাংলার হাসান বলেছেন: ভাই আমিও ১১টার পরে আসছি। একটা কল দিতেন তাহলে আর এত কষ্ট করা লাগতো না।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
বনলতা মুনিয়া বলেছেন: জ্বালো রে জ্বালো
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯
বাংলার হাসান বলেছেন: শুধু আগুন জ্বালালেই হবে না। জায়গা মত নিয়ে আগুন ধরিয়ে দিতে হবে।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
মিজানুর রহমান মিলন বলেছেন: ’৭১ এ স্বাধীনতা লাভের মধ্যদিয়ে শাসক বদল হয়েছে; তবে শাসনব্যবস্থা বদলানোর কাজটি সামনে রয়েছে।
এই বাক্যটি গভীর বিশ্লেষনের দাবী রাখে । আমরা পরাধীনতা থে কে স্বাধীনতা পেয়েছি কিন্তু এখনো অভ্যন্তরীণ পরাধীনতা থেকে মুক্ত হতে পারি নি । আমাদের এখনই সময় নতুন করে দাড়াবার । জাতিকে অভ্যন্তরীন পরাধীনতা থেকে মুক্তি দিতে না পারলে জাতির আকাশ থেকে কালো মেঘ কখনোই অপসারিত হবে না । এই অভ্যন্তরীন পরাধীনতা যতদিন থাকবে তত দিন আমাদের প্রতিক্রিয়াশীল আদর্শের সাথে লড়াই অব্যহত রাখতে হবে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০
বাংলার হাসান বলেছেন: এই অভ্যন্তরীন পরাধীনতা যতদিন থাকবে তত দিন আমাদের প্রতিক্রিয়াশীল আদর্শের সাথে লড়াই অব্যহত রাখতে হবে।
১০০% সহমত
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮
একজন আরমান বলেছেন:
'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২
বাংলার হাসান বলেছেন: '' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই "
সমোঝতার এই রায় মানি না মানবো না।
মা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই।
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০
ঘুড্ডির পাইলট বলেছেন:
নিজের বিবেকের তাড়নায় যুদ্ধপারাধীর বিচারের দাবী নিয়ে শাহাবাগ গিয়েছি , কারও দাওয়াতে যাইনাই , কারও দেয়া টাকায় যাইনাই , অতএব এই আন্দোলনকে কেউ ব্যাক্তিগত সম্পত্তি বানায়া ফালাইলে ভুল করবে ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬
বাংলার হাসান বলেছেন: //এই আন্দোলনকে কেউ ব্যাক্তিগত সম্পত্তি বানায়া ফালাইলে ভুল করবে । //
কিন্তু বড়ই পরিতাপের বিষয় সেই প্রচেষ্টা চলছে, এবং এই আন্দোলনের ফসল ঘরে তোলার জন্য জান প্রান দিয়ে ছলে-বলে, কৌশলে কাজ চলছে।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
স্বপনবাজ বলেছেন: '' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪
বাংলার হাসান বলেছেন: পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই "
সমোঝতার এই রায় মানি না মানবো না।
মা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই।
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০
রাইসুল সাগর বলেছেন: হাসান ভাই আমার মোবাইলে টাকা শেষ হয়ে গিয়েছিল এবং আমার অফিস এর ফোন ও সাথে ছিল না, যে আপনাকে ফোন দিব । এই জন্য ফোন দিতে পারি নাই ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫
বাংলার হাসান বলেছেন:
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
বাংলার হাসান বলেছেন: একমত
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
অদ্বিতীয়া আমি বলেছেন: পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
বাংলার হাসান বলেছেন: পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''
১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১
রাসেল মেটামোরফোজ বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন:
নিজের বিবেকের তাড়নায় যুদ্ধপারাধীর বিচারের দাবী নিয়ে শাহাবাগ গিয়েছি , কারও দাওয়াতে যাইনাই , কারও দেয়া টাকায় যাইনাই , অতএব এই আন্দোলনকে কেউ ব্যাক্তিগত সম্পত্তি বানায়া ফালাইলে ভুল করবে ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
বাংলার হাসান বলেছেন: আমরা নতুন প্রজন্ম কেউ আমাদের কিনতে পারবে না।
১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
শিপু ভাই বলেছেন:
বুকের ভিতর জ্বলছে আগুন!!!
- সারা বাংলায় ছড়িয়ে দাও!!!
জয় বাংলা!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
বাংলার হাসান বলেছেন: সহমত।
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
প্রিয়তমেষূ বলেছেন: '' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
বাংলার হাসান বলেছেন: পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই '
মা তোর ভয় নাই
রাজপথ ছাড়ি নাই।
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: প্রজন্ম চত্তর হয়ে উঠুক নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ.
এটা আমাদের ববার প্রত্যাশা ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
বাংলার হাসান বলেছেন: এই প্রত্যাশা পূরনে প্রয়োজনে শেষ বিন্দু রক্ত দিয়ে যাব।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
ইফতেখার ভূইয়া বলেছেন: সাম্প্রতিক আন্দোলন নিয়ে আমাদের আরো কিছু সুস্পষ্ট দাবী নিয়ে এগুনো উচিত। সময় করে আমার এই লিখাটাও পড়ুন: আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক । ধন্যবাদ।