নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা প্রজন্ম চত্বর থেকে বলছি । শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও স্বাধীনতা প্রজন্ম চত্বরে থাকবো। আপনি থাকবেন তো?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২



প্রিয় সংগ্রামী বন্ধুরা,

আমাদের সমাজে আজও মীর মদন, মহন লাল যেমন আছেন, তেমনি মীর জাফর, রায় দূর্লব, উমি চাঁদ, ঘসেটি বেগমও আছে। কাশীম বাজার কুঠীর একটি নয় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক। প্রিয় সাথীরা এই মহান আন্দোলনকে এরা যেন প্রভাবিত করতে না পারে সবাইকে সচেতন থাকতে হবে। ৫২ র ভাষা আন্দোলন ৬২ র শিক্ষা আন্দোলন ৬৮ ও ৬৯ এর গন অভূথ্থান সর্বপরী ৭১ এর মুক্তিযুদ্ধ সহ বাঙালীর সকল জাগরনের শুরু তারুন্যের হাত ধরে। ইতিহাস সাক্ষ্য দেয় রাজনৈতিক পরিচয় বিহীন এ সকল গন জাগরনের সুফল ঘরে তুলে নেয় বিভিন্ন রাজনৈতিক দল। জনগনের ভাগ্য থেকে যায় সেই তিমিরেই।

প্রিয় সংগ্রামী বন্ধুরা,

“জয় বাংলা” স্লোগানটি ছিল বাঙালী ও বাংলার মানুষের মুক্তির মন্ত্রে উজ্জীবিত হওয়ার এক রণ ধ্বনি। সেই “জয় বাংলা” স্লোগান আবার ফিরে পেল আপন মহিমা। এটা আমাদের প্রথম বিজয়। এই বিজয়কে সামনে নিয়ে আমাদের পাড়ি দিতে হবে বহু দূরের পথ। বন্ধুরা আমরা যদি এই গন আন্দোলনকে সফল রুপ দান করতে না পারি তবে ইতিহাস আমাদের দাঁড় করিয়ে দিবে আসামীর কাঠ ঘরে।



আজ যে বিচারের ত্রুটির কারনে আইনের দুর্বলতা ও প্রসিকিউরদের অযোগ্যতার কারনে ৭১ এর মানবতা বিরোধী কুক্ষাত কসাই কাদের মোল্লাকে প্রাপ্য শাস্তি দেয়া হলো না তার জন্য করা দায়ী? আমাদের ভূলে গেলে চলবেনা আমাদের রাজনৈতিক অঙ্গনে যারা আছেন তারা প্রায় বলেন রাজনীতিতে শেষ বলে কোন কথা নাই। অতএব বন্ধুরা ৭১ এ শহীদের পরিবার ও নির্যাতিন পরিবার গুলোকেও আমাদের আন্দোলনে শরীক করতে হবে। সকল যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচারে যতক্ষন পর্যন্ত গন জাগরনের প্রতিফলন ঘটবে আমরা স্বাধীনতা প্রজন্ম চত্বর ছাড়ব না। ছাড়ব না। ছাড়ব না।



এই আন্দোলনকে সফল করতে আমি বাংলার হাসান আমার শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও স্বাধীনতা প্রজন্ম চত্বরে থাকবো। আপনি থাকবেন তো?

মন্তব্য ৪৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

প্রিয়তমেষূ বলেছেন: “জয় বাংলা” স্লোগানটি ছিল বাঙালী জাতির কোন দলের নয়.................।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

বাংলার হাসান বলেছেন: সেই "জয় বাংলা" স্লোগানকে আমরা উদ্ধার করেছি। এবার আমাদের পৌছতে হবে মূল লক্ষ্যে।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

মিজানুর রহমান মিলন বলেছেন: চালিয়ে যান হাসান ভাই । আমাদের এই সংগ্রামে সবাইকে শরিক করতে হবে ।

“জয় বাংলা” স্লোগানটি ছিল বাঙালী ও বাংলার মানুষের মুক্তির মন্ত্রে উজ্জীবিত হওয়ার এক রণ ধ্বনি। সেই “জয় বাংলা” স্লোগান আবার ফিরে পেল আপন মহিমা। এটা আমাদের প্রথম বিজয়। এই বিজয়কে সামনে নিয়ে আমাদের পাড়ি দিতে হবে বহু দূরের পথ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

বাংলার হাসান বলেছেন: আমাদের এই সংগ্রামে সবাইকে শরিক করতে হবে । অবশ্যই এটা এখন জনতার দাবী প্রানের মাতৃভূমির মর্যাদা রক্ষার লড়াই।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: থকতে ত চাই কিন্তু দূর্ভাগ্য, বাংলাদেশে যে আমি নাই তবুও অনলাইনে আছি বাংলাদেশে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

বাংলার হাসান বলেছেন: চালিয়ে যান। যেখানেই দেখবেন এই আন্দোলন নিয়ে উল্টা-পাল্টা কথা বলছে গলা চিবি দিয়ে ধরবেন।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

মিজানুর রহমান মিলন বলেছেন: মডুদের দৃষ্টি আকর্ষন করছি । এই পোষ্টটি যেন স্টিকি করা হয় ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ মিলন ভাই।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

নন্দনপুরী বলেছেন: চাকুরিতে ফাকিদিয়ে সময় পেলেই শাহবাগ চলে আসি.........

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

বোকামন বলেছেন: আছি ছিলাম থাকবো
মা কে দেয়া কথা রাখবো


রাজাকার মারবোই

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

বাংলার হাসান বলেছেন: অবশ্যই

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
ছিলাম, আছি এবং থাকব
রাজাকারদের ফাঁসি না দিয়ে যাব না

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩

বাংলার হাসান বলেছেন: রাজাকারদের ফাঁসি না দিয়ে যাব না।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

সাদা মনের মানুষ বলেছেন: আছি, থাকবো, কথা দিলাম ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯

বাংলার হাসান বলেছেন: দেখা হবে রাজপথে
কথা হবে স্লোগানে স্লোগানে

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: আমরা আছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

বাংলার হাসান বলেছেন: অবশ্যই। শহীদের রক্ত বৃথা যেতে দিব না।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও স্বাধীনতা প্রজন্ম চত্বরে থাকবো

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

বাংলার হাসান বলেছেন: লেখক বলেছেন: অবশ্যই। শহীদের রক্ত বৃথা যেতে দিব না।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

হাবিব০৪২০০২ বলেছেন: গেমা: কােয়স হায়দার চৌধুরী বলেছেন: থকতে ত চাই কিন্তু দূর্ভাগ্য, বাংলাদেশে যে আমি নাই তবুও অনলাইনে আছি বাংলাদেশে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

বাংলার হাসান বলেছেন: :( :( :( :(

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

জহির মোর্শেদ বলেছেন: আমিও আছি! জয় হোক সকল আন্দোলনকারীদের!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

মাক্স বলেছেন: “জয় বাংলা” স্লোগানটি ছিল বাঙালী ও বাংলার মানুষের মুক্তির মন্ত্রে উজ্জীবিত হওয়ার এক রণ ধ্বনি। সেই “জয় বাংলা” স্লোগান আবার ফিরে পেল আপন মহিমা। এটা আমাদের প্রথম বিজয়। এই বিজয়কে সামনে নিয়ে আমাদের পাড়ি দিতে হবে বহু দূরের পথ।++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

বাংলার হাসান বলেছেন: “জয় বাংলা” শুধু একটি স্লোগান নয় একটি দর্শন

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

তামীল০০৯৬ বলেছেন: সাথে আছি থাকব।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

বাংলার হাসান বলেছেন: সেই কামনা রইল

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
“জয় বাংলা” স্লোগানটি ছিল বাঙালী ও বাংলার মানুষের মুক্তির মন্ত্রে উজ্জীবিত হওয়ার এক রণ ধ্বনি। সেই “জয় বাংলা” স্লোগান আবার ফিরে পেল আপন মহিমা। এটা আমাদের প্রথম বিজয়।
“জয় বাংলা” সার্বজনিন হোক

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

বাংলার হাসান বলেছেন: জয় বাংলা” শুধু একটি স্লোগান নয় একটি দর্শন

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

নিয়েল ( হিমু ) বলেছেন: জয় বাংলা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

বাংলার হাসান বলেছেন: জয় বাংলা

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

স্বপনবাজ বলেছেন: ওরা ঝামেলা করবেই , তাই বলে ইতিহাসের কলঙ্ক দূর করার এই লড়াইয়ে এই গণজাগরণের পর থেমে থাকার কোন মানে হয় না ! জয় বাংলা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

বাংলার হাসান বলেছেন: জয় বাংলা

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

বাংলার হাসান বলেছেন: শাহরায়িয়ার কবিরের প্রেসক্রিপশন/ তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার তথাকথিত আড়তদার , পাইকার , খুচরা ব্যাবসায়ী ও নন বরং বলা যায় তথাকতিথ ফরিয়া/ প্রজন্ম চত্তরের প্রতি তার স্নেহশিক্ত সুপারিশঃ-
ট্রাইবুনাল কে সময় দাও , আইন সংশোধনের সময় দাও , নিজের শারিরীক সুস্থতা বজায় রাখ / সরকার কে সময়ের আলটিমেটাম দিয়ে ঘড়ে ফিরে যাও , এক মাসের সময় দিতে পার না হলে আবার গণ জমায়েত হবে /
আপনারা কি ভাবছেন ?

এর মানে যুদ্ধাপরাধীদের সাথে তাকে দেন দরবারের সুযোগ দাও ।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যে যেভাবে পারি, সেভাবেই হেল্প করছি।

জামাত শিবির রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড়

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১২

বাংলার হাসান বলেছেন: পদ্মা মেঘনা যমুনা
তোমার আমার ঠিকানা

মা তোর ভয় নাই
রাজপথ ছাড়ি নাই

পক্ষ নিলে রক্ষা নাই
রাজাকারের ফাঁসি চাই

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

ইখতামিন বলেছেন:
শেষ পর্যন্ত থাকবো..
যতক্ষণ না রাজাকার দেশ রাজাকার মুক্ত হবে


জামাত শিবির রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড়

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

বাংলার হাসান বলেছেন: পদ্মা মেঘনা যমুনা
তোমার আমার ঠিকানা

মা তোর ভয় নাই
রাজপথ ছাড়ি নাই

পক্ষ নিলে রক্ষা নাই
রাজাকারের ফাঁসি চাই

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: “জয় বাংলা” স্লোগানটি ছিল বাঙালী ও বাংলার মানুষের মুক্তির মন্ত্রে উজ্জীবিত হওয়ার এক রণ ধ্বনি। সেই “জয় বাংলা” স্লোগান আবার ফিরে পেল আপন মহিমা। এটা আমাদের প্রথম বিজয়

আপনার লেখাগুলো সময়োপযোগী ছিল। অনেকের জানা ছিলনা ব্যাপারটা।
ধন্যবাদ আপনাকে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

বাংলার হাসান বলেছেন: ব্রো "জয় বাংলা স্লোগানের ইতিকথা" শিরোনামে আমার তিন পর্বের একটি লেখা আছে তা পড়লেই মুল ইতিহাস জানতে পারবেন।

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১

রোকসানা লেইস বলেছেন: জাগরন থেকে আন্দোলন শুরু হয়েছে তা শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। একতা রাখতে হবে। অনেক ভুলের জন্য আজও যে রক্তপাত। তার অবসান করে পরবর্তি প্রজন্মের জন্য সুন্দর মাতৃভূমি র্নিমান করে যেতে হবে।
আমার ব্লগে আমন্ত্রণ থাকল্...শুভকামনা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

বাংলার হাসান বলেছেন: অনেক ভুলের জন্য আজও যে রক্তপাত। তার অবসান করে পরবর্তি প্রজন্মের জন্য সুন্দর মাতৃভূমি র্নিমান করে যেতে হবে। শতভাগ সহমত।


আমার ব্লগ বাড়িতে আসার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.