নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা প্রজন্ম চত্বরের আন্দোলনকে সফল রুপদানের জন্যকিছ প্রস্তাব ও ৮ দফা দাবী ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

প্রথমেই গভীর শ্রদ্ধা নিয়ে স্বরন করছি সেই সকল বীর শহীদের যাদের আত্মত্যাগর আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম ভুখন্ড, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত। আমাদের মুক্তিযুদ্ধের ছিল সম্পূর্নরুপে অসাম্প্রদায়ীক চেতনা। আপনারা অনেই দেখেছেন গতকাল দেশের সর্ব বৃহত্ত ঈদগাহের ইমাম সাহেব এসে আন্দোলনে যোগ দিয়েছেন। এতে এ কথাই প্রমান করে জামাত শিবির শুধু মুক্তিযুদ্ধ বিরোধী দল নয়, ইসলাম বিরোধী দলও বটে। যারা মনে করেন জামাত শিবির ইসলামী দল দেশের সর্ব বৃহত্ত ঈদগাহের ইমাম সাহেব আশা করি তাদের সেই ভুল ভেঙ্গে দিয়েছেন।

আন্দোলনকে সফলতার শিখরে পৌছানোর জন্য প্রথমেই আমাদের সকল মত ও পথের তরুন প্রজন্মকে নিয়ে একটি সর্ব দলীয় স্বাধীনতা প্রজন্ম কমিটি গঠন করতে হবে। যেই কমিটিতে থাকবে ব্লগার, অন লাইন এক্টেভিটিস, ও বিভিন্ন মতাদর্শের তরুন প্রজন্ম।

সেই সাথে থাকবে কিছু সুনির্দিষ্ট দাবী দাওয়া।



নিম্নে কিছু দাবী তুলে দেয়া হলো। সকলকে অনুরোধ করব এই দাবীগুলোর সাথে প্রয়োজনীয় দাবী সমূহ যোগ করে একটি পরিমার্জিত দাবী নামা তৈরী করার জন্য এগিয়ে আসতে।



আমাদের দাবী ৮দফা



দফাঃ ১, সকল যুদ্বাপরাধী ও রাজাকারদের বিচারের আওতায় আনতে হবে। দেশের প্রতিটি জেলায় সরকারী ভাবে যুদ্ধাপরাধী ও রাজাকারদের লিষ্ট তৈরী করতে হবে। সরকারী প্রজ্ঞাপন জারীর মাধ্যমে রাজাকারদের সামাজিক ভাবে বয়কট ও তাদের প্রতিষ্ঠান সমূহ জাতীয় করন করতে হবে। যদি কোন ব্যক্তি বা মহল তাদের সাথে কোন প্রকার সামজিক সম্পর্ক ও লেন-দেন করে তবে উক্ত ব্যক্তি বা মহলকেও একই পরিনতি ভোগ করতে হবে। ৭১ এর মুক্তিযুদ্ধের বিরোধীতাকারি জামাতসহ যে সকল দল হানাদারদের সহযোগীতা করেছে , সে সকল রাজনৈতিক দল গুলোকেও ৭১ এর হানাদারদের সহযোগীতার অপরাধে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে নিষিদ্ধ ঘোষনা করতে হবে।



দফাঃ ২, যুদ্ধাপরাধী, রাজাকারদের সর্বচ্চ শাস্তি নিশ্চত করনের জন্য ৭১ এ শহীদ ও নির্যাতিত পরিবার গুলোকে বিচার কার্যের সাথে সম্পৃক্ত করে তাদের পূর্ব পুরুষদের রক্তের ঋন শোধ করার সুযোগ দিতে হবে।



দফাঃ ৩, জার্মানির ফ্যাসিস্ট পার্টিকে যেমন যুদ্ধাপরাধের দায়ে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনা হয়েছিল তেমনি পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী জামাত , ছাত্র সংঘ (যা ইসলামি ছাত্র শিবিরে রুপান্তরিত) , মুসলিম লীগ , পি পি পি (অবলুপ্ত), নেজামে ইসলাম প্রভৃতি কে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে আপরাধ সংগঠিত করার দল হিসাবে প্রতিষঠানিক ভাবে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক এবং তাদের বিচারের জন্য আইন প্রণয়ন করা হোক



দফাঃ ৪, দেশের খ্যাতিমান আইন বিদগনকে বিচার কাজে সহযোগিতা করার জন্য আহবান করতে হবে। যাতে করে দেশের সাধারন জনগনের কাছে পরিস্কার হয়ে যায় কারা যুদ্ধাপরাধী ও রাজাকারের বিচারের বিপক্ষে।



দফাঃ ৫, আমাদের মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিলঃ

(ক) একটি স্বাধীন সার্বভৌম ভুখন্ড, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত।

(খ) কমিটমেন্ট ছিল সকল শ্রেনী পেশার জনগনের অধিকার ও কর্তৃত্ব, অর্থনৈতিক মুক্তি, শোষনহীন সমাজ ব্যবস্থা, সাম্প্রদায়ীক চেতনা ও সুস্থ-সন্ত্রাসমুক্ত দেশ।

প্রথমটি অর্জিত হলেও দ্বিতীয়টি অসমাপ্তই রয়ে গেছে। যুদ্ধাপরাধী ও রাজাকার বান্ধব বিভিন্ন মহল প্রচার-প্রচারনা চালাচ্ছে দেশ ও বিদেশে এই বলে যে, স্বাধীনতা প্রজন্ম চত্বরে ঢল নামা লক্ষ জনতার জড়ো হওয়াটা সরকারের একটি মহলের কাজ। অতএব অবিলম্বে দ্বিতীয় কমিটমেন্টটি বাস্তবায়নের মাধ্যমে সরকারকে তারুন্যের এই গন জাগরনকে সন্মান প্রদর্শন করতে হবে।

দফাঃ ৬, অবিলম্বে দেশের প্রতিটি গ্রাম পর্যায়ে ৭১ এর শহীদের তালিকা তৈরী করে গ্রাম ভিত্তিক শহীদের নামের তালিকা সহ একটি ফলক তৈরী করতে হবে। যাতে করে দেশের সকল মানুষ তাদের জন্য কোন বিশেষ দিনে শ্রদ্ধা না দেখিয়ে বরং প্রতিনিয়ত শ্রদ্ধা দেখানোর সুযোগ পায়। এবং সেই সাথে গ্রাম ভিত্তিক রাজাকারদের তালিকা প্রনয়ন করতে হবে যাতে করে বাংলার মানুষ ৭১ এ তাদের কৃত কর্মের জন্য সামাজিক ভাবে বয়কট ও ঘৃনা প্রকাশ করতে পারে। এবং এই লিষ্ট তৈরীতে স্থানীয় সাধারন মানুষকে সম্পৃক্ত করতে হবে।



দফাঃ ৭, চলমান আইন সংশোধন করে নিশ্চিত করতে হবে , মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ ধারা মোতাবেক 'রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার' "( Article-49, Prerogative of mercy)" আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কতৃক সাজা প্রাপ্তদের জন্য প্রয়োগ করতে পারবেন না



দফাঃ ৮, উপরে উল্লেখিত ৭ দফা যদি সরকার পূরন না করে তবে বর্তমান আন্দোলনকে বিস্তৃতিরত করে এবং দলীয়করন যেন না হয় সে জন্য সারা দেশে বিগ্রেড গঠন করা হবে সে লক্ষ্যে দেশের সর্বত্র গ্রাম, পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রমিকপ্রতিষ্ঠান, কর্মচারীপ্রতিষ্ঠান, ব্যবসায়ীপ্রতিষ্ঠান সহ সকল স্তরে এবং সকল পর্যায়ে অতি দ্রুত ব্রিগেড গঠন করা হবে। ব্রিগেড গঠনের কাজটি সারা দেশে এবং সকল কর্ম ক্ষেত্র ব্যাপী হবে। এক একটি গ্রামে, এক একটি ইউনিয়নে, এক একটি শিল্প এলাকায়, এক একটি শিক্ষাপ্রতিষ্ঠানে, এক একটি ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক ব্রিগেড গঠন করা হবে এবং এই ভাবে সারা দেশে কয়েক হাজার , এমনকি কয়েক লক্ষ ব্রিগেড সদস্য থাকবে যতদিন না আমাদের দাবী মানা হবে। প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হবে।

মন্তব্য ৮৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

বাংলার হাসান বলেছেন: সকল ব্লগারদের মন্তব্য আশা করছি।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ঠোঁটকাটা বলেছেন: শহীদদের তালিকা করা সময়ের দাবি। নয়তো অনেক দেরি হয়ে যাবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

বাংলার হাসান বলেছেন: ৪২ বছর পার হয়ে গেছে আর কত। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মরমি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব অমি হাসান। আপনার দাবীর সাথে সহমত। তবে এমূহুর্তে কোন নেতা তৈরী করা ঠিক হবে বলে মনে হয় না। দেশের লক্ষ কোটি আন্দলনকারী প্রত্যেকেই এক এক জন নেতা। সুনির্দিষ্ট নেতার প্রয়োজন হলে সময়ই তা বলে দেবে। বরং দাবীগুলো পূরণ করবার জন্য সরকারের উপর চাপ অব্যাহত রাখা জরুরী।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

দেশের লক্ষ কোটি আন্দলনকারী প্রত্যেকেই এক এক জন নেতা। সুনির্দিষ্ট নেতার প্রয়োজন হলে সময়ই তা বলে দেবে। বরং দাবীগুলো পূরণ করবার জন্য সরকারের উপর চাপ অব্যাহত রাখা জরুরী।

চমৎকার বলেছেন। আলোচনা করে সবার মতামত নিয়ে এগিয়ে যাবার উদ্দেশ্যই এই পোষ্ট।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মিজানুর রহমান মিলন বলেছেন: আমি সম্পূর্ন একমত । শহিদের লিস্ট তৈরি করা সময়ের দাবি । মুক্তিযোদ্ধার লিস্ট তৈরি করা হয়েছে তাই শহিদেরও লিস্ট করতে হবে । জামাত শিবিরকে বর্জন করতে হবে সমাজ সোসাল মিডিয়া সবখান থেকে ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

বাংলার হাসান বলেছেন: জামাত শিবিরকে বর্জন করতে হবে সমাজ সোসাল মিডিয়া সবখান থেকে ।

ধন্যবাদ ব্রো।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

রি হোসাইন বলেছেন: সহমত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

শরৎ চৌধুরী বলেছেন: দূর্দান্ত!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

বাংলার হাসান বলেছেন: শরৎ ভাই পোষ্টটা কি একটু উপরে তোলা যায়? যারা আমাদের সামুর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত এই পোষ্ট তাদের মুখে চুন-কালি দিবে।

কেননা আমরা সামুর ব্লগারা কিভাবে আন্দোলনকে সফল ও জনগনের প্রানের দাবীতে রুপান্তর করা যায় তা নিয়ে প্রতিনিয়ত কাজ করছি এটি তারই প্রমান।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

প্রিয়তমেষূ বলেছেন: অসাধারন!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

অয়োময় বলেছেন: উত্তম প্রস্তাব।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

এম ই জাভেদ বলেছেন: রাজাকারের তালিকা প্রণয়ন পূর্বক গেজেট প্রকাশের উদ্যোগ নিতে সরকারকে আহবান জানাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

বাংলার হাসান বলেছেন: শুধু আহবান জানালেই হবে না ব্রো। দাবী আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না ।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

একজন আরমান বলেছেন:
'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

বাংলার হাসান বলেছেন: ' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

ঘুড্ডির-পাইলট বলেছেন: প্রস্তাব সুন্দর হইছে , সকলের দৃষ্টি আকর্ষন করছি ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

আপনি ঢাকায় থাকলে খুব ভাল হইত।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

বাংলার হাসান বলেছেন: একজন সচেতন ব্লগার ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হিসেবে এই লেখায় সকলের মূল্যবান মতামত দেয়া উচিৎ।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

মৃন্ময় বলেছেন: সহমত পোষন করছি...............।কিছু নব্য রাজাকারের ফাযলামো থেকে সাবধান থাকতে হবে,কোন অসন্গতি ধরা পডলে সাথে সাথে রিপোর্ট........।
তারা বিশ্বাসঘাতক তাই ভীরু......।সুযোগের অপেক্ষায় থাকে............।আমি চাইনা আমার ভাইদের এত দেশপ্রেম থাকা সত্বেও কোন বিতর্ক হোক.........।
স্যালুট সকল ব্লগার(ছাগু ব্যতীত) ও আন্দোলনকারীদের প্রতি.........।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

আপনি ঠিকই বলেছেন নব্য রাজাকারের ফাযলামো থেকে সাবধান থাকতে হবে,কোন অসন্গতি ধরা পডলে সাথে সাথে রিপোর্ট........।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

zahir বলেছেন: আত্ম প্রচারের জন্য নয় , সত্য প্রকাশের জন্য কিছু তথ্য আপনাদের সামনে সবিনয়ে নিবেদন করছি ।

আমি ১৯৭৯ সালে গঠিত “শহীদ পরিবার কল্যান সমিতির” প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক । আমরা এই উদ্যোগ নিয়ে বেশি দূর এগোতে পারিনাই ,কেউ আমাদের সমর্থন করেনি । আমরা পরাজিত হই ।

আমার কেন যেন মনে হয় , সাধারন মানুষ , কামার , কুমার , জেলে ,তাঁতি,নাপিত ,কৃষক , মুটে ও মজুর , শ্রমিক ও কেরানি ,নাম না জানা স্কুল কলেজের সাধারন শিক্ষক , গৃহিনী ও পশ্চাদপদ নারী সমাজের সদস্যদের এই মহান ও সর্বচ্চ আত্মত্যাগ কে সম্মান দেখানোর চেয়ে , তাকে রাজনীতিকরন বা রাজনীতির পণ্য বানাবার নিরলস প্রচেস্টায় নিয়োজিত রাজনৈতিক দলগুল ও মুক্তিযুদ্ধের সুবিধাভোগিরা ।

আপনার এই দাবি আমি সমর্থ করি কিনতু কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন বলে মনে হয় না ।

আমি আপনাদের কাছে আরো একটা প্রস্তাব রাখছি , আসুন , সাধারন শহীদ নারী পুরুষের সর্বচ্চ আত্মত্যাগ কে সম্মান দেখাবার জন্য ২৮শে মার্চ কে “গণহত্যা দিবস” বলে ঘোষনা ও প্রচার চালাবার জন্য ব্লগারদের কাছে বিনয়ের সাথে আবেদন করছি ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

বাংলার হাসান বলেছেন: জনাব যতদূর জানায়া যায় যে, আপনি তৎকালীন "সর্ব দলীয় ছাত্র সংগ্রাম পরিষদের" একজন ছিলেন। আপনি একজন শহীদের সন্তান ও মুক্তিযোদ্ধা। স্বাধীনতা সংগ্রামে আপনার পরিবারের আত্মত্যাগের জন্য বঙ্গবন্ধু কর্তৃক সন্মানপত্র প্রাপ্ত। এবং আমরা এটাও জানতে পেরেছি প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনের পক্ষে আপনি দেশে ও বহিবিশ্বে প্রচার-প্রচারনা চালাচ্ছেন।


কিন্তু প্রশ্ন হলো কেন আপনারা উদ্যোগ নিয়ে বেশি দূর এগোতে পারেন নাই?

আপনার প্রস্তাব আমরা গ্রহন করে এখান থেকেই ঘোষনা দিচ্ছি যেহেতে ২৬ ও ২৭শে মার্চ স্বাধীনতা দিবস। শহীদ নারী পুরুষের সর্বচ্চ আত্মত্যাগ কে সম্মান দেখাবার জন্য ২৮শে মার্চ কে “গণহত্যা দিবস” বলে ঘোষনা করা হলো।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

শিপু ভাই বলেছেন:
প্রতিটি প্রস্তাবে সহমত শুধু কমিটি করা বাদে কারন এই কমিটি করতে গেলেই বিভক্তি শুরু হবে!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

বাংলার হাসান বলেছেন: শিপু ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুবই যুক্তিযুক্ত মতামত

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

মাক্স বলেছেন: নাইস পোস্ট ব্রো++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

কলাবাগান১ বলেছেন: ৩ মিনিট নিরবতা না করে ৭১ সেকেন্ড করা যেতে পারে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

স্বপনবাজ বলেছেন: শতভাগ সহমত ! একটি আবেগী সংকলন হতে পারে এমন
ফাসির রায় বাস্তবায়ন হবার পর দুই দলের দুই নেত্রীকে সাথে শীর্ষ নেতা দের দাওয়াত দেয়া যেতে পারে ! তারা এসে তরুন দের সামনে শপথ নিবেন হিংসা আর দলাদলির রাজনীতি বন্ধ করে দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য রাজনীতি করবে ! সবার আগে ফাসি !

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৭

বাংলার হাসান বলেছেন: সবার আগে ফাঁসি ! আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

আমিনুর রহমান বলেছেন: দারুন ++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

মতিউর রহমান চরিয়া বলেছেন: খুব সুন্দর প্রস্তাব, সরকারকে এগুলো বাস্তবায়িত করা্ দরকার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ জনাব

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

মশিকুর বলেছেন: সহমত।

দেরিতে হলেও এখন শহীদদের তালিকা করা উচিৎ। কিন্তু যখন দেখি মুক্তিযোদ্ধাদেরই সঠিক তালিকা হয় না বা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কেনা-বেচা হয় তখন খুবই হতাশ হই।

ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

বাংলার হাসান বলেছেন: আমাদের দাবী মানতে হবে।

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

মাগুর বলেছেন: শিপু ভাই বলেছেন:
প্রতিটি প্রস্তাবে সহমত শুধু কমিটি করা বাদে কারন এই কমিটি করতে গেলেই বিভক্তি শুরু হবে!!!

আমারো একই কথা। কমিটি করতে গেলেই দলাদলি শুরু হয়ে যাবে :( সুবিধাবাদীরা নেতৃত্ব পাওয়ার লোভে চক্রান্ত শুরু করবে। এর চেয়ে আমার মনে হয় আমাদের এই সকল দাবী গুলো আদায় না হওয়া পর্যন্ত যদি আমরা প্রজন্ম চত্ত্বরে থেকে সরকারকে বাধ্য করি সেটা বেটার। কমিটি করার চেয়ে আমাদের একতা বেশী জরুরী। আমরা যারা শাহবাগে আছি, নিয়মিত যায়, যেতে চাইছি তারা সবাই যদি একজোট থাকি তাহলে সরকার বাধ্য হবে আমাদের দাবী গুলো মানতে। আর রাজনৈতিক দল গুলোকে জানিয়ে দিতে হবে, "যখনই আপনারা কোন অন্যায় করবেন অথবা ন্যায় বিচার করতে ব্যার্থ হবেন বাংলার তরুণরা প্রজন্ম চত্ত্বরে আপনাদের অন্যায়ের প্রতিবাদ করতে দাঁড়িয়ে থাকবে।"

আমাদের এই আন্দোলন শেখ সাহেবের কন্যা এবং মেজর সাহেবের বউ এর জন্য একটি বড় শিক্ষা!
সকল রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি ছাড়া বিকল্প না। X((

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

বাংলার হাসান বলেছেন: আমাদের এই আন্দোলন শেখ সাহেবের কন্যা এবং মেজর সাহেবের বউ এর জন্য একটি বড় শিক্ষা!
সকল রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি ছাড়া বিকল্প না। X(( সহমত।

এখন যদি আমরা নিরপেক্ষ একটি "সর্ব দলীয় প্রজন্ম কমিটি" গঠন না করি তাহলে এ আন্দোলন যে গন মানুষের তা সর্বজন স্বীকৃত হবে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন এটা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই আন্দোলন নিয়ে সাধারন মানুষের মাঝে যেন কোন প্রকার ভুল মেসেজ না যায় সে জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন জরুরী মনে করছি।

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

নিয়েল ( হিমু ) বলেছেন: ৪নাম্বার দাবিটা ২বার পড়েছি । অসম্ভব সত্য এবং বাস্তব বাদী দাবি গুলোর সাথে সহমত ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

আমাদের দাবী
মানতে হবে মানতে হবে।

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: ১ নং ও ৫ নং দাবি অসাধারন।

সব দাবির প্রতিই পূর্ন সমর্থন।


*এবছরই রাজাকারদের ফাসি কার্যকর করতে হবে।
*জামাত শিবির নিষিদ্ধ করতে হবে।
*জামাতি প্রতিষ্ঠান জাতীয়করন করতে হবে।

সবার আগে এই তিনটা দাবি বাস্তবায়নের দাবি জানাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। সহমত পোষন করছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

সমকালের গান বলেছেন: শহীদদের পূর্ন তালিকা ও একই সংগে রাজাকারদের পূর্ন তালিকাও করা খুব জরুরী। ধন্যবাদ। জয় বাংলা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

বাংলার হাসান বলেছেন: এখনি সময় সেই তালিকা তৈরী করার।

২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

ইখতামিন বলেছেন:
পোস্টে ৬ষ্ঠ ++++++


অসাধারণ.
সহমত.

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

ইখতামিন বলেছেন:
পোস্টে ৬ষ্ঠ ++++++


অসাধারণ.
সহমত.

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমি আপনার প্রত্যেকটি লাইনের সাথে একমত। শেয়ার্ড।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ

তবে আসুন আমরা সবাই সোচ্চার হই ৫দফার পক্ষে

৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

mrikadey বলেছেন: B.N.P একাত্মতা ঘোষনা করেছে শাহবাগের সাথে নয়,
রাজাকারের সাথে
কারন...............
৩মি. এর দাড়িয়ে নীরবতায় তাদেরকে কেউ দেখেছেন ????? যেখানে সারাদেশ পালন করেছে।

তারা আন্দোলন বিতক্রিত করতে উঠে পরে লেগেছে ।আমাদের আরো সত্রক থাকতে হবে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

বাংলার হাসান বলেছেন: এখানে যে বিষয়ে লেখা সেই বিষয়ে আপনার মত বলেন।

৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

যাযাবর৮১ বলেছেন:






কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

বাংলার হাসান বলেছেন: জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর

৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

তামিম ইবনে আমান বলেছেন: সহমত

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

বাংলার হাসান বলেছেন: ব্লগার না হয়েও আজ অনেকেই ব্লগার সরকারের দালাল। এই সকল দালালদের নিরাপত্তা দিবে সরকার। বাকীদের তাহলে নিরাপত্তা রইল না। এই বাকীরাতো শুরু থেকেই সরকারের জন্য গলার কাঁটা হয়ে আছে, এরা সরকারী দল ও স্বাধীনতা বিরোধী দুই গ্রুপেরই টার্গেটে আছে। অলরেডি অনেককে ফোনে, ফেসবুক, ই-মেইলে হুমকি দেয়া হচ্ছে দুই পক্ষ থেকেই।

৩৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

যুবায়ের বলেছেন: চমতকার একটি প্রস্তাবনা.....
মোটামুটিভাবে ৫ দফার সাথে সহমত পোষন করাছি...

ভেবে দেখবার সময় এসেছে....
আর ঘুমিয়ে থাকার সময় নেই
স্বাধীনতার চেতনার পুর্ন বাস্তবায়নের
স্বাধীনতার বিরুদ্ধ শক্তিকে বয়কট করা
এবং স্বাধীনতার চেতনা নিয়ে যেন কেউ ব্যবসা করতে
না পারে সেদিকে খেয়াল রাথা....

১৯৭১ এ বঙ্গবন্ধুর ডাকে মানুষ দল মত নির্বিষেশে যুদ্ধে ঝাপিয়ে পড়ে
স্বাধীনতা নামক সুর্যটাকে ছিনিয়ে আনে বীর বাঙালী...
স্বাধীনতা রক্ষা করা এবং চেতনায় উদ্ভাসিত হওয়া প্রত্যক দেশ প্রেমিক
নাগরিকের দ্বায়িত্ব।

সময়ের আহবান....যারা ৪১ বছর পরেও স্বাধীনতার বিপক্ষে তাদের সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে বয়কট করা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

বাংলার হাসান বলেছেন: দাবি তুলুন, আইন করে নিশ্চিত করতে হবে , মহামান্য রাষ্ট্রপতি সংবধানের ৪৯ ধারা মোতাবেক রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার ( Article-49, Prerogative of mercy) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কতৃক সাজা প্রাপ্তদের জন্য প্রয়োগ করতে পারবেন না

৩৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

যুবায়ের বলেছেন: পোষ্টে ভালোলাগা রইলো++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো

৩৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

বাংলার হাসান বলেছেন: আমার এক ফেসবুক বন্ধু লিখেছে।

প্রজ্বলিত বাংলাদেশে
মুক্তির ডাক,
ছুড়ে ফেল জরা ক্ষরা
ম্লানিমা ঘুচে যাক !!
আলোকিত শাহবাগে
প্রজন্ম জেগে থাক !!!

আমার সোনার বাংলা... আমি তোমায় ভালবাসি !

৩৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

জহির মোর্শেদ বলেছেন: উত্তম প্রস্তাব ! লাইক +++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো

৩৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

zahir বলেছেন: "কিন্তু প্রশ্ন হলো কেন আপনারা উদ্যোগ নিয়ে বেশি দূর এগোতে পারেন নাই?"
খুব ভাল প্রশ্ন । বিজয়ের ইতিবৃত্ত গাইতে সবাই আনন্দ পায় । পরাজয়ের স্মৃতিচারণ কে করতে চায় ? তার পরেও আপনাদের বলব । কেন পারি নাই , কোথায় দুর্বলতা ছিল, কারা সহযোগিতার হাত বারিয়ে দিয়েছিল , কারা বিরোধীতা করেছিল , সব আপনাদের বলব । কারন আমি চাই আপনারা কামিয়াব হন ।

৩৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

বাংলার হাসান বলেছেন: অপেক্ষায় রইলাম। জনাব জহির স্যার।

৩৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

শিরিষ গাছ বলেছেন: সুন্দর প্রস্তাব।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো

৪০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬

বক বলেছেন: অনেক স্বপ্ন নিয়ে একটা ডোমেইন নিয়েছিলাম ৪/৫ বছর আগে। 71bd.com

নিজেকে এই ডোমেইনের সম্মান দেওয়ার উপযুক্ত যোগ্য মনে না করে কিছুই করিনি । আজ মনে হচ্ছে এটা চালানোর দেশপ্রেম,মেধা, যোগ্যতা সবকিছুই এই নতুন প্রজন্মের রয়েছে। আমি এটি তাদের হাতে তুলে দিতে চাই।

৭১ যেমন বাংলাদেশ নামক রাষ্ট্রের সময়ের উৎসভূমি 71bd.com হতে পারে নতুন বাংলাদেশের উৎসভূমি । সবার মতামত চাই এটা কিভাবে নতুন প্রজন্মের হাতে দিতে পারি?

যারা আবেগের সময় যেমন দেশপ্রেমে উজ্জীবিত হয় আবার সাথে সাথে যখন আবেগ থাকে না তখনও দেশপ্রেমের সাথে আপোষ করে না। যারা কর্মের স্বীকৃতির সময় যেভাবে দেশকে ভালবাসতে পারে আবার উপেক্ষার ক্ষেত্রেও দেশকে একি রকম ভালবাসতে পারে তারা যখন খুশি আমার এই ডোমেনটি চাইবে--আমি তখনি এটি দিয়ে দিব।

অপেক্ষায় রইলাম

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

বাংলার হাসান বলেছেন: আমরা আপনার এই সুন্দর প্রস্তাবকে স্বাগত জানাই।

৪১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১২

বক বলেছেন: কমিটি গঠনের ব্যাপারটা একটু জটিল ,ঝুকিপূর্ন কিন্তু প্রয়োজনীয় বটে। বাংলাদেশে প্রচলিত রাজনীতি এবং সামাজিক চরিত্র নিজেকে জাহির টাইপের। দেশপ্রেম সেখানে পিছনের ব্যাপার।

কিন্তু সবচেয়ে আশার ব্যাপার হলো তরুন প্রজন্মের এই আন্দোলন প্রচলিত রাজনীতি এবং সামাজিক চরিত্রেরই বিরুদ্ধে যুদ্ধপরাধী ইস্যুটি নিয়ে সংঘবদ্ধ। এখানে ব্যতিক্রম এবং বিশুদ্ধ কিছু ঘটবে বা ঘটতে হবে বলে সবাই আশাবাদী।
তাই কমিটির ব্যাপারটাও সেভাবে কিছু করা যায় কিনা ভেবে দেখা উচিত।

এখন পর্যন্ত এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি হলো সামষ্টিক নেতৃত্ব। কিভাবে সামষ্টিক নেতৃত্বটা বজায় রেখে কিছু দেশপ্রেমিক, আমিত্ব উৎসর্গকারী, সৎ ব্যক্তিদের সমন্বয়ে কমিটি করা যায় --তার জন্য নতুন এবং ইনোভেটিব একটা কিছু বের করতে হবে।

আমাদের মনে রাখতে হবে --আঘাত আসবেই। আঘাতটা আসবে চতুর্মূখী (১।জামাত ২।বিএনপি ৩।আওয়ামীলীগ ৪।ব্যক্তিস্বার্থ) । কিছু কিছু আঘাত নেতৃত্বের মাধ্যমে সামাল দিতে হবে সেখানে সামষ্টিক কাজ করবে না। আর সেখানেই কমিটির প্রয়োজন।

কমিটির সমস্যা হলো ষড়যন্ত্রকারীর কাজ সহজ করে দেয় (নিদেনপক্ষে বর্তমান সংস্কৃতিতে)।

কমিটির ব্যাপারে আমার ভাবনা শেয়ার করছি:-

ব্লগ বা অনলাইনকে সব্বোর্চ্চ ব্যবহার: যেহেতু এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি সামষ্টিকতা- অনলাইনটা হলো সামষ্টিক মানুষের ব্যাক্তিসত্ত্বা। এখানে অনেক মাথা একটা মাথা হিসাবে কাজ করে, এখানে অনেকের জ্ঞান সংস্লেষিত হয়ে একটা জ্ঞান হিসাবে কাজ করে। অতএব কমিটি হোক ব্যক্তিদের সমন্বয়ে কিন্তু সংসদ হোক অনলাইন-যেখানে প্রতিনিয়ত জবাবদিহিতা চলবে।

এই একটা ব্যাপার ঘটলেই আমার মনে হয় বিচ্যুতি ঘটা খুব কঠিন হয়ে যাবে যেহেতু আমরা অনলাইনের অভিজ্ঞতা থেকে জানি ল্যান্জা ইস ভেরী ডিফিকাল্ট টু হাইড ইন অনলাইন- সেটা যেকোন ল্যান্জাই হোক,ভন্ডের ল্যান্জা, স্বার্থপরের ল্যান্জা বা সর্বনাশকারীর ল্যান্জা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

বাংলার হাসান বলেছেন: আর সে কারনেই একটি নিরপেক্ষ কমিটি থাকা খুবই প্রয়োজন। যাতে করে এই আন্দোলন কেউ দলীয় ভাবে শেষ করতে চাইলে তা যেন প্রতিরোধ করে দাবী আদায় না হওয়া পর্যন্ত চালানো যায়।

৪২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: এই দাবি মেনে নেবার হিম্মত কি আমাদের ইলাস্টিকের কোমর ওয়ালা সরকার গুলোর ছিলো? অথবা হবে?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

বাংলার হাসান বলেছেন: দাবী আদায় না হওয়া পর্যন্ত যদি আমরা মাঠ না ছাড়ি তাহলে আমাদের ইলাস্টিকের কোমর ওয়ালা সরকার মানতে বাধ্য হবে ।

৪৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

মাহির কাবির বলেছেন: ojotha lenja nia kotha tanatani kre lav nai,sobai tar godi chai,jonogoner ktha keu vabe na.

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

বাংলার হাসান বলেছেন: জনগনের কথা ভাবতে বাধ্য করতে হবে।

৪৪| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

বাংলার হাসান বলেছেন: জার্মানির ফ্যাসিস্ট পার্টিকে যেমন যুদ্ধাপরাধের দায়ে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনা হয়েছিল তেমনি পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী জামাত , ছাত্র সংঘ (যা ইসলামি ছাত্র শিবিরে রুপান্তরিত) , মুসলিম লীগ , পি পি পি (অবলুপ্ত), নেজামে ইসলাম প্রভৃতি কে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে আপরাধ সংগঠিত করার দল হিসাবে প্রতিষঠানিক ভাবে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক এবং তাদের বিচারের জন্য আইন প্রণয়ন করা হোক

৪৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৮

রায়ান ঋদ্ধ বলেছেন: অনেক দেরিতে দেখলাম। একমত!

অতি সত্বর লিস্ট বানানো উচিৎ, রাজাকার আর মুক্তিযোদ্ধা উভয়েরই আর শহীদ ও মুক্তিজদ্ধাদের তালিকা করে ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে নাম ফলক করা উচিৎ।

কমিটির সাথে দিল্লিকা লাড্ডুর আশ্চর্য রকম মিল আছে। করলেও সমস্যা না করলেও সমস্যা। এর থেকে একটা নিয়ন্ত্রক বোর্ড করা উচিৎ। যেখানে কারও বিশেষ পদ থাকবে না আর সক সিদ্ধান্ত সেই বোর্ড সদস্যদের থেকে গণতান্ত্রিক উপায়ে নেওয়া হবে।

এখন যদিও আর আন্দোলন নেই। কিন্তু তাই বলে যে দাবী গুলো প্রয়োজন নেই তা কিন্তু না। বর্তমানে আমরা বোর্ড মেম্বার খুঁজে পরবর্তী গণআন্দোলনের জন্য প্রস্তুতি নিতে পারি। কারণ আমাদের বর্তমান অবস্থা থেকে পরিত্রাণের জন্য জনসাধারণ সহ রাজপথে অবস্থান অদূর ভবিষ্যতে আবশ্যক হবে।

১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৪

বাংলার হাসান বলেছেন: এখন যদিও আর আন্দোলন নেই। কিন্তু তাই বলে যে দাবী গুলো প্রয়োজন নেই তা কিন্তু না। বর্তমানে আমরা বোর্ড মেম্বার খুঁজে পরবর্তী গণআন্দোলনের জন্য প্রস্তুতি নিতে পারি। কারণ আমাদের বর্তমান অবস্থা থেকে পরিত্রাণের জন্য জনসাধারণ সহ রাজপথে অবস্থান অদূর ভবিষ্যতে আবশ্যক হবে। সহমত

৪৬| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনারা যারা শাহবাগ আন্দোলনের সাথে ঘনিষ্টভাবে জড়িত ছিলেন, তারাই সেখানে কোন ভুমিকা রাখার সুযোগ পায় নি কিছু নির্দিষ্ট দলীয় চেতনার জন্য। এই দাবির প্রতি সমর্থন নিয়ে কোন প্রশ্ন থাকা উচিত নয়। কথা হচ্ছে এই দাবি বাস্তবায়নের জন্য কার কাছে দাবি করব! !

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:০০

বাংলার হাসান বলেছেন: আপনারা যারা শাহবাগ আন্দোলনের সাথে ঘনিষ্টভাবে জড়িত ছিলেন, তারাই সেখানে কোন ভুমিকা রাখার সুযোগ পায় নি

আপনি কি এর বাহিরে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.