নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

তমছম বেগম কহিল বেটা সোনার ডিম পাড়া হাঁস কি কেউ জবাই করে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২





এতদিন শুধু তমছম বেগমের নাম শুনিয়া আসিতেছি কিন্তু দেখিবার সৌভাগ্য হয় নাই। গতকাল্য মন ছিল বড়ই ব্যথিত, রাতে বাসায় ফিরিবার আগের গলির মুখে দেখিলাম একজন মাঝ বয়সী মহিলা। পাশ কেটে যাবার সময় ডাকিয়া কহিল বৎস একটু দাঁড়াও। ভাবিলাম হয়তো কোন বাসা খুঁজিয়া পাইতেছেনা তাই বলিলাম আপনি কি কোন বাসা খুঁজিতেছেন? তিনি বলিলেন না বৎস একটু দাঁড়াও তোমাকে দু’চারটি কথা বলিবার জন্য বহুদূর হইতে আমার আগমন। তাহার ব্যাকুলতা দেখিয়া বড় মায়া হইল, বলিলাম জ্বি বলুন। “তমছম বেগম কহিল বেটা সোনার ডিম পাড়া হাঁস কি কেউ জবাই করে?” কিছুই বুঝিতে না পারিয়া তাহার মুখপানে চাহিয়া রইলাম। আমার অজ্ঞতা বুঝিতে পারিয়া তিনি কহিলেন বেটা তোমরা কি করিয়া আশা কর যে, বিগত ৪২ বছর ধরিয়া যাহারা যুদ্বাপরাধী রাজাকারদের বিচার কার্য সুযোগ থাকিবার পরেও সম্পূর্ন করে নাই, তাহারা যেই ইসু বেচিয়া রাজনীতি করে তাহা এত সহজে শেষ করিয়া দিবে? শুনিয়া লও বৎস এক আদেশের বলে তিন মিনিটে যদি ঢাকা দুই ভাগ হইতে পারে তবে কেন সেই তিন মিনিট রাস্তায় দাড়াইয়া ব্যয় না করিয়া যেই সকল দল এবং ব্যক্তি ৭১ এ মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাহাদের নিষিদ্ধ করিবার আদেশ পাশ হইলো না? তমছম বেগম আরো কহিলেন বৎস জামাত হইল বিএনপির রাজনৈতিক পার্টনার। আর আওয়ামী লীগ হইল জামাতের ব্যবসায়ীক পার্টনার। আমাকে কিছু বলিবার সুযোগ না দিয়া তমছম বেগম চলিয়া গেল পিছন থেকে চাহিয়া রইলাম ।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

রওনকআলিম বলেছেন: Good news, for the sake of current movement, Samu has Blocked me. Ha Ha Ha!!! I am bend for this post:
রাজীবের সাথে আসলেই কি চলমান গন-আন্দোলনের কোন সংশ্লিষ্ঠতা ছিলো?

জানাজায় আমিও ছিলাম, গতকাল জানাজায় অংশ নিতে আমি বাসে আর দৌড়িয়ে গিয়াছিলাম, ওজুও ছিলো। ৫:৫৫ তে যখন জানাযা শেষ হল, ভাবছিলাম ছেলেটার কত ভাগ্য, হাজার-হাজার লোক তার জানাযা পড়ছে।
মাত্রই নেটে বসলাম আর রাজীব-কে চেক করলাম। দেখলাম সে শেষ আড়াই বছর আগে, ০৯ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৬ ব্লগ লিখেছে, আর শেষ কমেন্ট করেছ ২ মাস আগে, ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৯। সেখানে সে কি লিখেছে তা আর উচ্চারন করলাম না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

বাংলার হাসান বলেছেন: এখানে কথা হচ্ছে তমছম বেগমকে নিয়ে রাজীবকে নিয়ে নয়।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

বলাক০৪ বলেছেন: তমছমের বু্দ্ধি তো ক্লিয়ার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

বাংলার হাসান বলেছেন: পুরাই

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

মাথার উপর দিয়ে গেল ভাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

বাংলার হাসান বলেছেন: কি গেল ভাই?

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

খুব সাধারন একজন বলেছেন: তমছম বেগম চিহ্নিত জামাতি রাজাকার ফেসবুক ক্যারেক্টার যার একমাত্র কাজ শুধুমাত্র জামাত ছাড়া বাংলাদেশের প্রতিটা বিষয় আকাশ বাতাস পাতাল সংস্কৃতি সভ্যতা ধর্ম সবকিছুকে নিয়ে বাড়াবাড়ি রকমের বদমাইসি করা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫

বাংলার হাসান বলেছেন: বড়ই চিন্তার কথা।

তয় এইখানে যা কইছে তা কিন্তু ১০০% হাছা কথাই কইছে।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

মুদ্রা সংগ্রাহক বলেছেন: আওয়ামী লীগের একই কুমিরের বাচ্চা বারবার দেখানোর চালাকি জনগন ধরে ফেলেছে..এই চালাকি ভবিষ্যতে আর কাজে দেবে না....রাজাকারদের ফাঁসি না দিলে ভবিষ্যতে কি ঘটতে পারে সব দলের নেতাকর্মীই বুঝে গেছে মনে হয়....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

বাংলার হাসান বলেছেন: বুঝলেতো ভালই হইতো।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

চোখের দেখা বলেছেন: আজ কাল আমার মনের কথা গুলোই প্রকাশ পাচ্ছে++++++++++++++++++++++++++++++++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

বাংলার হাসান বলেছেন: যাক তাও ভাল মনের কথা প্রকাশ পাচ্ছে, অন্য কিছু পায় নাই ;) ;) ;)

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: জামাত নিষিদ্ধ করলে আওমীলীগেরই বেশী লস। কারণ জামাতপন্থী ভোট তখন কোন করম জোট ছাড়াই বিএনপিতে যাবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

বাংলার হাসান বলেছেন: কথায় যুক্তি আছে।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

রাসেল মেটামোরফোজ বলেছেন: এক আদেশের বলে তিন মিনিটে যদি ঢাকা দুই ভাগ হইতে পারে তবে কেন সেই তিন মিনিট রাস্তায় দাড়াইয়া ব্যয় না করিয়া যেই সকল দল এবং ব্যক্তি ৭১ এ মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাহাদের নিষিদ্ধ করিবার আদেশ পাশ হইলো না?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

বাংলার হাসান বলেছেন: :( :( :( :( :( :( :( :( :(

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

আদিম পুরুষ বলেছেন: তনসম বেগম ফারাবীর মত আরেকটি ফেসবুক বিনোদন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

বাংলার হাসান বলেছেন: ফেসবুক বিনোদনকে ধার করিয়া কিছু তিক্ত সত্য তুলে ধরার চেষ্টা।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

স্বপনবাজ বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

মাথার উপর দিয়ে গেল ভাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

বাংলার হাসান বলেছেন: কি গেল?

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: রাজনীতিক দের সোনার ডিম পাড়া হাস আছে, ডিম আছে। আমরা জনগন তাদের কাছে কি?! আমাদের চাওয়ার কোন মুল্য নাই?

আমি চিন্তা করি, তারা যদি ডিম পাড়া হাঁস না মারতে চান, আমরা তখন কি করব? প্রতিবাদ করলে তার ফলাফল কি হবে?!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

বাংলার হাসান বলেছেন: কিছু দালাল ব্লগার ছাড়া আমরা যারা সাধারন ব্লগার আছি তারা কিন্তু সব দলের হিট লিষ্টেই আছি।

প্রতিবাদ থেকেই তৈরী হবে প্রতিরোধের সংগ্রাম। সৃষ্টি করতে হবে গন সচেতনতা। তেরী করতে হবে নিজেদের মাঝে ঐক্য, তুলে আনতে হবে গন মানুষের ইচ্ছার প্রতিফলন।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

একজন আরমান বলেছেন:
বলাক০৪ বলেছেন: তমছমের বু্দ্ধি তো ক্লিয়ার।

আমরা সব দলের রাজাকারদেরই ফাঁসি চাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

বাংলার হাসান বলেছেন: তমছমের বু্দ্ধি তো ক্লিয়ার।

আমরা সব দলের রাজাকারদেরই ফাঁসি চাই।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: আমার মন্তব্যটা স্কিপ করলেন! কোন কারণে আমার উপর বিরক্ত হয়ে থাকলে সেটা সম্পুর্ণ অনিচ্ছাকৃত। যেটা বুঝি বা বিশ্বাস করি সেটা অকপটে বলে ফেলি। যার কারণে কোন না কোন সময় কারো বিরুদ্ধে আমার মন্তব্য যায়। কিন্তু সবাই আশা করে তার প্রতিটা লেখারই প্রশংসা হোক প্রতিটা সময়। ১০০টা লেখার মধ্যে একটা লেখার সমালোচনা হলেও তার শত্রু হয়ে যাই। হয়তো এমন কিছু আপনার সাথেও ঘটে থাকতে পারে। সমস্যা হচ্ছে, বেশীরভাগ সময়ই ভুলে যাই যে কখন কার ব্লগে কি মন্তব্য করেছিলাম। তবে ব্যাক্তিগত ভাবে কি আমার পার্সোনাস লাইফ কি অনলাইন আমিই আমার একমাত্র প্রতিপক্ষ। আমাকে ভিন্ন আমার দ্বিতীয় কোন প্রতিপক্ষ বা শত্রু নাই। আমার প্রতিযোগীতা বা শত্রুতাটা একান্তই আমার নিজের সাথে। বিশ্বাস করুন আর নাই করুন এক আমিই আমার একমাত্র প্রতিপক্ষ। কোন দ্বিতীয় কেউ নয়।

শুভ কামনা। ভালো থাকবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

বাংলার হাসান বলেছেন: ব্রো ভুল বুঝলেন। একটু দৌড়ের উপর আছি তাই এখনো সকলের মন্তব্যের উত্তর দেয়া হয় নাই।

ব্লগার না হয়েও আজ অনেকেই ব্লগার সরকারের দালাল। এই সকল দালালদের নিরাপত্তা দিবে সরকার। বাকীদের তাহলে নিরাপত্তা রইল না। এই বাকীরাতো শুরু থেকেই সরকারের জন্য গলার কাঁটা হয়ে আছে, এরা সরকারী দল ও স্বাধীনতা বিরোধী দুই গ্রুপেরই টার্গেটে আছে। অলরেডি অনেককে ফোনে, ফেসবুক, ই-মেইলে হুমকি দেয়া হচ্ছে দুই পক্ষ থেকেই।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০০

বাংলার হাসান বলেছেন: কান্ডারী অথর্ব ভাই বলেছেন:

মাথার উপর দিয়ে গেল ভাই।


সকলের মাথার কথা চিন্তা করে দিয়ে দিলাম

১৫| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

বাংলার হাসান বলেছেন: শুনিয়া লও বৎস এক আদেশের বলে তিন মিনিটে যদি ঢাকা দুই ভাগ হইতে পারে তবে কেন সেই তিন মিনিট রাস্তায় দাড়াইয়া ব্যয় না করিয়া যেই সকল দল এবং ব্যক্তি ৭১ এ মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাহাদের নিষিদ্ধ করিবার আদেশ পাশ হইলো না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.