নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

আহ! কেন যে পইতা গ্রুপে গেলাম না, তাইলে চকিদার পাইতাম;););)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮

প্রজন্ম চত্বরে শুরু হওয়া গন আন্দোলনে উত্তাল দেশ, ইলেক্টিক মিডিয়ায়র চ্যানেল গুলোয় চলছে টক'শো সহ নানা আয়োজন। প্রিন্ট মিডিয়ার হেড লাইন গুলো দখল করে থাকে প্রজন্ম চত্বরের নিউজ গুলো। বাংলার ইতিহাস বলে তরুন প্রজন্ম দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে বরাবরই হতাশ। এর প্রমান পাওয়া যায় ৫২ র ভাষা আন্দোলন, ৬২ র শিক্ষা আন্দোলন, ৬৯ এ গন বিষ্ফোরন, ৭১ এর মুক্তিযুদ্ধ সহ দেশের সংকটময় দিন গুলোতে তরুনরাই এগিয়ে এসেছে সবার আগে। পলাশীর যুদ্ধে যেমন মীর জাফরা ছিল ঠিক পরবর্তী যুগেও তাদের বংশধরা মীর জাফরদের ঝান্ডা উচু রেখেছে সগৌরবে। মুক্তিযুদ্ধের দীর্ঘ ৪২ বছর পর যখন সব মত ও দ্বিধা ভুলে বাংলার মানুষ এক কাতারে এসেছে তখন সেই মীর জাফরের বংশধরদের দেখা মিলল প্রজন্ম চত্বরে। এরা গন জাগরনকে সুকৌশলে গ্রহন যোগ্যতা নষ্ট করে তা কুক্ষিগত আন্দোনলকে করেছে প্রশ্ন বিদ্ধ।



আমরা ইতিহাস পড়ি কিন্তু তা থেকে কোন শিক্ষা গ্রহন করি না, যে আন্দোলন হতে পারত ৪২ বছরের না পাওয়া গুলো বুঝে নেবার হাতিয়ার তা হয়ে গেছে বেলুন উড়ানো আর বনভোজন। বনভোজন না বলে পথভোজন বলাটাই শ্রেয়, তাই আজ আক্ষেপ করে প্রজন্ম চত্বরে বসেই লিখলাম আহ!কেন যে পইতা গ্রুপে গেলাম না, "তাইলে চকিদার পাইতাম"।



আজ ২১শে ফেব্ররুয়ী মনে শংকা নিয়ে অপেক্ষা করছি প্রজন্স চত্বরে শুরু হওয়া গন জাগরনের অপমৃত্যু দেখার আতংক নিয়ে। অথচ কত আশা নিয়ে না শুরু করে ছিলাম সেই প্রথম দিন থেকে। কিন্তু এমন পরিনতি কি আমাদের কাম্য ছিল?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৮

একজন আরমান বলেছেন:
কি আর কমু?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১০

বাংলার হাসান বলেছেন: চিন্তার বিষয়

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৯

মাক্স বলেছেন: চিন্তার্বিষয়!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১

বাংলার হাসান বলেছেন: হুমম :( :( :( :(

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

যুবায়ের বলেছেন: বলার ভাষা নাই!!.. :( :(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

বাংলার হাসান বলেছেন: ভাষা দিবসে ভাষা হারিয়ে ফেললেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.