নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লিগ এবং জামাতের চরিত্রের মাঝে যে কোন পার্থক্য নেই সেটি আবারো প্রমানিত হলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২





তরুন প্রজন্মের গন জাগরনকে আওয়ামী লীগ কুক্ষিগত করে নিল এর প্রমান ব্লগার নাম দারী দালালদের নমনীয় ৬ দফা।



তেমনি ভাবে জামাত কয়েকজন নাস্তিক ব্লগারের লেখাকে প্রচার প্রচারনায় নিয়ে এসে যে সকল ইসলামী দল জামাতকে ইসলামী দল বলতে নারাজ তাদের দিয়ে বায়তুল মোকাররম থেকে আন্দোলন করে শাহবাগ প্রজন্ম চত্বর মুখী কর্মসুচী সহ নৈরাজ্য সৃষ্টি। আর এই নৈরাজ্য গুলো করছে জামাত অথচ দোষ যাচ্ছে অন্যদের ঘাড়ে।



আর আওয়ামী লীগ এই সুযোগ কাজে লাগিয়ে বলবে দেখ দেখ মোল্লারা কত হিংস্র। আজকের জামাতের উস্কানীতে সৃষ্ট নৈরাজ্যের পিছনে আওয়ামী লিগেরও হাত আছে বলেই মনে করি। কেননা আওয়ামী লীগ সাম্প্রদায়ীক দাঙ্গা বা এই জাতীয় নৈরাজ্যকে পুঁজি করেই বরাবর রাজনীতি করে আসছে। যারা আওয়ামী লীগকে চিনেন তারা আমার এই লেখার সাথে বিন্দু পরিমান দ্বিমত করবে না। দেশে এখন যত ধর্মীয় ইসু নিয়ে যত প্রকার নৈরাজ্য হবে তা আওয়ামী লিগ ও জামাতের যৌথ পরিচালনায় হবে। কেননা আওয়ামী লীগের ধর্ম নিরেপেক্ষতাকে হাতিয়ার করে রাজনীতি করে জামাত আর জামাতের ভন্ডামীকে হাতিয়ার করে রাজনীতি করে আওয়ামী লীগ, সুতরাং উভয়কেই উভয়ের প্রয়োজন রাজনৈতিক স্বার্থের জন্য।



যদি আপনিও এই কথার সাথে একমত হন তবে লেখাটি ছড়িয়ে দিন।

মন্তব্য ২১ টি রেটিং +৭/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

রাফা বলেছেন: এখানে কোন ইসলামি দল নেই।এরা সব জামাত/শিবির অন্য দলের ছদ্মাবরনে।

জয় বাংলা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

বাংলার হাসান বলেছেন: দ্বিমত নেই।

তবে আওয়ামী লীগ এবং জামাতের চরিত্রের মাঝে যে কোন পার্থক্য নেই সেটি আবারো প্রমানিত হলো।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

রি হোসাইন বলেছেন: ১০০% সহমত

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।

এ থেকে উত্তরনের পথ নিয়ে আলোচনা করুন।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

রোদের ক্রোধ বলেছেন: ১০০% সহমত প্রকাশ করছি । বি এন পি খারাপ , কারন ওরা দেখিয়ে অপকর্ম করে । আওয়ামীলীগ বেশি খারাপ , কারন ওরা বিভিন্ন ইস্যু পুঁজি করে , ভণ্ডামি করে , গোপনে অপকর্ম করে । তাই জামাত যেমন আন্ডারওয়ার্ল্ড এর রাজনীতি করে বলে আওয়ামী ভাদুরা প্রচার করে । তেমনি আওয়ামীলীগ ও কম যায় না । সুতরাং , এই দুই দলের মাঝে পার্থক্য দেখি না । এক দল ধর্ম পুঁজি করে , আরেক দল যেন মুক্তিযুদ্ধের এজেন্ট হয়ে গেছে , আর কারো যেন তাতে অধিকার নাই ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

বাংলার হাসান বলেছেন: এক দল ধর্ম পুঁজি করে , আরেক দল যেন মুক্তিযুদ্ধের এজেন্ট হয়ে গেছে , আর কারো যেন তাতে অধিকার নাই । একমত

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

এস.বি.আলী বলেছেন: তাই মনে হচ্ছে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

বাংলার হাসান বলেছেন: এরা সবাই এক অভিন্ন।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

মৈত্রী বলেছেন:
সত্যি সত্যি আজকে মনে হচ্ছে শেখ হাসিনা আসলে চায় কি??

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

বাংলার হাসান বলেছেন: সহজ হিসাব, আবার ক্ষমতায় আসতে চায়। আর সে জন্য প্রয়োজন জামাতকে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করা এবং সে পথেই আছে।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

লিন্কল্ন বলেছেন: জামাত ৭১ এ পরাজিত শক্তি। এর চেয়ে বড় পার্থক্য আর কি হতে পারে আমার জানা নাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

বাংলার হাসান বলেছেন: জামাত ৭১ এ পরাজিত শক্তি। এটা যেমন শতভাগ সত্য, তেমনি ভাবে এটাও সত্যি আওয়ামী লীগ ৭১ কে পুঁজি করেই রাজনীতি করে।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

ইমুব্লগ বলেছেন: আওয়ামী লিগ এবং জামাতের চরিত্রের মাঝে যে কোন পার্থক্য নেই ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

বাংলার হাসান বলেছেন: সঠিক

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

হারকিউলিস রিটার্নড বলেছেন:
সহমত

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

বাংলার হাসান বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।

এ থেকে উত্তরনের পথ নিয়ে আলোচনা করুন।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

মিজানুর রহমান মিলন বলেছেন: একমত ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।

এ থেকে উত্তরনের পথ নিয়ে আলোচনা করুন।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

একজন আরমান বলেছেন:
সহমত।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।

এ থেকে উত্তরনের পথ নিয়ে আলোচনা করুন।

১১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:২০

বাংলার হাসান বলেছেন: জামাত কয়েকজন নাস্তিক ব্লগারের লেখাকে প্রচার প্রচারনায় নিয়ে এসে যে সকল ইসলামী দল জামাতকে ইসলামী দল বলতে নারাজ তাদের দিয়ে বায়তুল মোকাররম থেকে আন্দোলন করে শাহবাগ প্রজন্ম চত্বর মুখী কর্মসুচী সহ নৈরাজ্য সৃষ্টি। আর এই নৈরাজ্য গুলো করছে জামাত অথচ দোষ যাচ্ছে অন্যদের ঘাড়ে।

আর আওয়ামী লীগ এই সুযোগ কাজে লাগিয়ে বলবে দেখ দেখ মোল্লারা কত হিংস্র। আজকের জামাতের উস্কানীতে সৃষ্ট নৈরাজ্যের পিছনে আওয়ামী লিগেরও হাত আছে বলেই মনে করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.