![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
আসসালামু আলাইকুম।
প্রিয় হেফাজতে ইসলাম ও অনান্য সমমনা ইসলামী দল সমূহ এবং দেশবাসী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
‘সেই প্রকৃত মুসলিম যার মুখ ও হাতের অনিষ্ট থেকে মুসলমান নিরাপদ থাকে।’
৭১ এর পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী ৭১ এর জামাত-ই-ইসলাম, রাজাকার, আলবদর, আল শামস এর গণহত্যা নারী নির্যাতন অগ্নিসংযোগ ও লুন্ঠন সম্পর্কে আপনারা সবাই অবহিত আছেন । এই উপহমাদেশে মুসলমান কতৃক এত বড় মাপের মুসলমান হত্যা , মুসলিম নারী ধর্ষন, তাদের সহায় সম্পদ লুন্ঠন ও অগ্নিসংযোগ এর ইতিহাস দুষ্ট ক্ষতের মত আমাদের স্মৃতিতে বর্তমান। তাদের হাত থেকে মুসলমান বাদে অন্য ধর্মাবলম্বীরা ও রেহাই পায় নাই। এই সমস্ত ঘটনার প্রতক্ষদর্শীর অভাব আপনাদের মাঝে আছে বলে বিশ্বাস করি না। সত্যকে সত্য বলে স্বীকার করার মধ্যেই ঈমানের দৃঢ়তা নিহীত। “আল্লাহ রাব্বুল আল আমিন বলেন সত্যের সহিত মিথ্যাকে মিশ্রিত করিও না”। ঈমানদার মুসলমানদের কাছে আমাদের আবেদন, আপনারা আপনাদের পরের প্রজন্মের কাছে নির্জলা সত্যকে প্রকাশ করে আপনাদের ঈমানী দায়িত্ব ও ইতিহাসের দায় পরিশোধ করুন।
উল্লেখ করা প্রয়োজন যে, আমাদের সমাজে আগে এবং এখনও বিভিন্ন চিন্তা ধারার মানুষ বসবাস করে। আমরা দীর্ঘ দিন ধরে শান্তি পূর্ন সহঅবস্থান করে আসছি।
প্রকৃত ঘটনা হচ্ছে ,রাজাকার, আল বদর, ৭১ এর জামাতীদের বিচারে দাবীতে তরুণ প্রজন্মের কয়েকজন ব্লগার ও অনলাইন এক্টিভিষ্ট গত ৫ই ফেব্রয়ারী শাগবাগ চত্বরে হন, যার মধ্য আমিও ছিলাম। আমি এই প্রতিবাদে অংশ নেয়াকে আমার ঈমানী দায়িত্ব মনে করি।
প্রসঙ্গ ক্রমে উল্লেখ করা প্রয়োজন যে, আমার পিতা দেওবন্দ থেকে মাওলানা পাশ করে গত ৫০ বছর ইমামতী করেন। আমি নিজেও ২০০৪ এ কওমী মাদ্রাসা থেকে মাওলানা কোর্স সম্পূর্ন করি।
আমি নিজেও একজন ব্লগার, সমাজে বিভিন্ন চিন্তার,চেতনার লোক যেমন উপস্থিত তেমনি ব্লগার সমাজেও বিভিন্ন চিন্তার,চেতনার লোক আছে। ৫ই ফেব্রয়ারী শাহবাগের মোড়ে যখন প্রতিবাদ শুরু হয় তখন ব্লগার ও অন লাইন একটিভিসদের উপস্থিতি ছিল ৭০/৮০ জন । এর মধ্যে বিভিন্ন ধর্ম, বর্ন, এবং বিভিন্ন মতবাদের লোকের উপস্থিতি ছিল এ কথা সত্য। আমাদের মূখ্য বিবেচনায় আনা উচিৎ সমাবেশের মুল দাবী কি ছিল? এখানে কি ধর্ম, বর্ন, ও মতভেদ নিয়ে কোন প্রচার ছিল? এর উত্তর পরিস্কার না। তাদের আন্দলোন, তাদের দাবী ছিল ,৭১ এর পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী জামাতী ইসলাম, রাজাকার, আলবদর, আল শামসদের গণহত্যা ,নারীনির্যাতন, নারীধর্ষন অগ্নিসংযোগ ও লুন্ঠন এর বিচারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করন।
কেই যদি বলেন ৭১ এর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় সহযোগী জামাতী ইসলাম, রাজাকার, আলবদর, আল শামসরা মুসলমান, সুতরাং তাদের দ্বারা কৃত মুসলমান হত্যা ,মুসলিম নারী ধর্ষন, তাদের সহায় সম্পদ লুন্ঠন ও অগনিসংযোগ এর বিচার চাওয়া যাবে না। তাহলে কথাটি ভিন্ন। ঈমান যদি বুলন্দ হয় তাহলে এই কথাটি উচ্চ স্বরে বলুন। অন্যথায় অতি নগন্য সংখক বিতির্কিত প্রতিক্রিয়াশীল সখের নাস্তিক ব্লগারদের কারনে আজ ৪২ বছর পরে উথ্থাপিত অন্যায়ের বিচারের দাবীকে নস্যাত করার জন্য জামাতী চক্রের পাতা ফাঁদে পা দেবে না। বরং আসুন আমরা সবাই এক সুরে যুদ্ধাপরাধ ও মানবতার বিরোদ্ধে অনুষ্ঠিত অপরাধকে ঘৃনা করি। অপরাধীদের বিচার চাই এবং বিভ্রান্ত তরুনদের সহী পথে আসার জন্য দাওয়াত দেই। সেটাই হবে মানবতা ও ধর্মের প্রতি সঠিক দায়িত্ব পালন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
আজ বাধ্য হয়ে নিজের পরিচয় প্রকাশ করে লেখা দিতে বাধ্য হলাম।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে কি বড়?
আমি জানি ধর্ম। ধর্মহীন রাত মহাসমুদ্রে কূলহীন যাত্রী।আর যারা স্ব-ধর্মের নেতাকে গালিদেয় ওদের জন্য যাদের অনেক দরদ তাদের কে কি বলব? এগুলুত নাস্তিক চেয়েও খারাপ।
কতটাকা খাইছেন ? ভাল ব্যবসাত এখনই সময়ই ধর্ম কামায়ে নেন একদিন ঠিকি দরা খাইবেন তার আদালতে ..................
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
বাংলার হাসান বলেছেন: যে বিষয়টা তুলে ধরা হলো বা যেই হাদিসটা দেয়া হলো তা মানেন কিনা?
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
অমিয় উজ্জ্বল বলেছেন: বঙ্গদেশে মাহমুদুর রহমান সাহেব ইসলামের নতুন সিপাহশালার। তবে আফসোস তার মুখে দাড়ি নাই। তাছাড়া তিনি প্যান্ট পড়েন গিরার নিচ পর্যন্ত। একজন খাটি মুসলমান হিসেবে ওনার নবীর সুন্নত পালন করাটা খুব জরুরী ছিল। আমরা তাকে দাড়ি রাখার জোর দাবী জানাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২
বাংলার হাসান বলেছেন: বিষয় বস্তুর উপর কমেন্ট করে ভাল হয়। ধন্যবাদ
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
ইমদাদুল হোসেন বলেছেন: মনে হয় আপনি মুসলমান না!! আর যদি বলেন আরবিতে লিখতে তাহলে বলবো কারো লেখা কপি কইরা মাইরা দিছেন। যদি মুসলমান হইতেন তবে নবীকে গালি দিলে আপনার গায়ে লাগতো। দয়া করে অন্য ধর্মের লোক হয়ে মুসলমান নাম ধারণ করে লেখা লিখবেন না।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
মুহাম্মদ ফয়সল বলেছেন: মজার বিষয় হলো যেই মাদ্রাসার ছাত্রদেরকে পাগল বানিয়ে গতকালের তান্ডব ঘটানো হল, তারা কেউ ব্লগ পড়েনা, তারা আপনার এ সুন্দর গোছানো এবং অতিশয় সত্য কথাগুলো কোনদিনও জানতে পারবে না। তারা স্বাভাবিক ভাবেই তাদের ঈমান রক্ষার ব্যপারে খুবই সজাগ! তাদের কাছে যা তথ্য পরিবেশিত হয়, তা-ই তাদের কাছে গ্রহণযোগ্য। তাদের ওস্তাদগণ তাদের যা বলেন, তা-ই তাদের কাছে সর্বাধিক গ্রহনযোগ্য। আপনি যেহেতু এ লাইনে পড়েছেন আপনি নিশ্চয়ই জেনে থাকবেন। পোষ্টে প্লাস ++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
বাংলার হাসান বলেছেন: এই যে ভুল বার্তা তাদের কাছে গেল এ জন্য কারা দায়ী?
তাদের কাছে যে ভুল বার্তা গেল সেটা পরিস্কার করার দায়িত্ব গন জাগরন মঞ্চের তথাকথিত ব্লগার ইমরান সাহেব কি একবারও তার মুরিদের নিয়ে যে সকল কওমী আলেম গন জামাতকে ইসলামী দল হিসেবে স্বীকৃতি দেন না তাদের নিকট গিয়েছেন?
যদি না গিয়ে থাকেন তবে এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মত তিনিও অপরাধী।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
অন্ধকার অবচেতন বলেছেন: পোস্টে প্লাস। অসম্ভব সময়োপযোগী একটি লেখা। আপনার এই সাধারণ কথাগুলো যদি সবাই বুঝতে পারত...
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০
বাংলার হাসান বলেছেন: গন জাগরনের নেতা হিসেবে যারা সামনে আছৈ তারা কি তাদের দায়িত্ব পালন করেছে? যাদের কারনে কওমী আলেম গনের নিকট ভুল বার্তা গেল সে বিষয়ে কওমী আলেম গনের সাথে বসে তা পরিস্কার করা কি উচিৎ ছিল না?
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ‘সেই প্রকৃত মুসলিম যার মুখ ও হাতের অনিষ্ট থেকে মুসলমান নিরাপদ থাকে।’
হ্যা। সত্য।
কিন্তু যারা মোনাফেক, যারা আল্লাহ ও তাঁর রাসূলকে গালি দেয়, মন্দ কথা বলে- তারা নয়।
আর মূল দাবীতে আমরা সবসময়ই একমত। কিন্তু যে নাটক হচ্ছে- আপনি কি তার কুছুই বোঝেন না?
এই ফাসির রায় নিয়ে আওয়ামীলিগ নাটক করলে কেন?
কেন সেই নাটকের ধারাবাহিকতায় শাহবাগের আবেগ দিয়ে নিজেদের ৪ বছরের সীমাহীন ব্যর্থতা আড়াল করতে সচেষ্ট?
নাকি এসবও আপনার বোধের এন্টেনার উপ্রে দিয়া যায়!!!!!
তার সাথে জামাত নিষিদ্ধের দাবীর সাথে মুষ্ঠিম কমিউনিষ্ট- যাদের বক্তা ৩০ জন শ্রোতা ৩ জন সেই দাবীকে কেন গুলিয়ে ফেললেন?
কেন সরকারের অনুগ্রহে ছত্রছায়া কবুল কররেন?
যেখানে ভিন্নমত হলেই কাদানি গ্যাস, পিপার স্প্রে আর জল কামানে শিক্ষক, ছাত্র, জনতা, সহ আইন প্রণেতা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেউ নিস্তার পায় না- আপনারা কেমন করে সরকারের কোলে বসে গণ মানুষের সমর্থন আশা করতে পারেন????
হিপোক্রসিতে ব্যক্তিক লাভ হলে হতেও পারে। গালিটা মাষ্ট!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
বাংলার হাসান বলেছেন: ব্রো
আমার "আওয়ামী লিগ এবং জামাতের চরিত্রের মাঝে যে কোন পার্থক্য নেই সেটি আবারো প্রমানিত হলো।" এই শিরোনামের লণেখাটি পড়ুন আশা করি উত্তর পাবেন।
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
আমিনুর রহমান বলেছেন: +++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মুহাম্মদ ফয়সল বলেছেন: মজার বিষয় হলো যেই মাদ্রাসার ছাত্রদেরকে পাগল বানিয়ে গতকালের তান্ডব ঘটানো হল, তারা কেউ ব্লগ পড়েনা, তারা আপনার এ সুন্দর গোছানো এবং অতিশয় সত্য কথাগুলো কোনদিনও জানতে পারবে না। তারা স্বাভাবিক ভাবেই তাদের ঈমান রক্ষার ব্যপারে খুবই সজাগ! তাদের কাছে যা তথ্য পরিবেশিত হয়, তা-ই তাদের কাছে গ্রহণযোগ্য। তাদের ওস্তাদগণ তাদের যা বলেন, তা-ই তাদের কাছে সর্বাধিক গ্রহনযোগ্য। আপনি যেহেতু এ লাইনে পড়েছেন আপনি নিশ্চয়ই জেনে থাকবেন। পোষ্টে প্লাস +
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
বাংলার হাসান বলেছেন: তাদের ওস্তাদগণের নিকট যে তথ্য গেল পত্রিকার মাধ্যমে, সেই তথ্যের কারনে যে বিভ্রান্তি সৃষ্টি হলো সেটা ভাঙ্গানোর জন্য আমাদের তথাকথিত ব্লগার লিডারগন কি তাদের ওস্তাদগণের সাথে কোন বৈঠক করেছেন?
উত্তরঃ না।
প্রশ্নঃ কেন করা হলো না?
উত্তর আছে কি?
এমনকি যেই ১৯ জনকে সরকার চকিদার দিয়েছে তাদের একজনকে ফোন করেও বলেছি, তারপরেও কেন এমন পদক্ষেপ নেয়া হলো না?
তাহলে কি আমরা এমনটা ভেবে নিব তারাও চায় না এই ভুল বোঝাবুঝির অবসান ঘটুক?
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
ওই চোরা বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাইয়ের সাথে একমত
রাজাকার যেমন দেশের শত্রু, ঠিক তেমনি নাস্তিকরাও ইসলামের শত্রু, ইসলাম পালনের জন্য যেমন জামাত করা লাগেনা, ঠিক তেমনি দেশকে ভাল বাসার জন্য নাস্তিকদের সঙ্গ দেয়া লাগেনা
জামাতের গুস্টি কিলাই, নাস্তিকদেরও গুস্টি কিলাই
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
বাংলার হাসান বলেছেন: সহমত
একটা কথা মনে রাখতে হবে আর তা হলে নিজেদের ভুল গুলো স্বীকার করার মাঝেই প্রকৃত বিজয়।
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ফেতনা ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ।
সুরা আল-বাকারা ( আয়াত ২-১৯১ )
আর ধর্মের ব্যাপারে ফেতনা সৃষ্টি করা নরহত্যা অপেক্ষাও মহা পাপ।
সুরা আল-বাকারা ( আয়াত ২-২১৭ )
নানা প্রকৃতির ফেতনা প্রকাশ পাওয়া কিয়ামতের একটি আলামত। হাদীসে এসেছে। ‘কিয়ামতের পূর্বে বড় বড় ফেতনা প্রকাশ পাবে। মুমিন লোক বলবে, এবার আর রক্ষা নেই। অতঃপর তা দূরীভূত হয়ে অন্য আরেকটি প্রকাশ পাবে। মুমিন বলবে, এটি এটি অর্থাৎ এটিতে আমার ধ্বংস। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে ফেতনা প্রকাশ পেতে থাকবে। إِنِ بَيْنَ يَدَيِ السَّا
عَةِ فِتَناً كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ ، يُصْبِحُ الرَّجُلُ فِيْهَا مُؤْمِناً
وَيُمْسِيْ كَافِراً، وَيُمْسِيْ مُؤْمِناً وَيُصْبِحُ كَافِرا.ً কিয়ামতের পূর্বে আঁধার রাতের টুকরোর ন্যায় ফেতনা আসবে। যখন মানুষ মুমিন হয়ে সকাল অতিবাহিত করবে এবং সন্ধ্যায় সে কাফির হয়ে যাবে। আবার মুমিন অবস্থায় সন্ধ্যা অতিবাহিত করবে এবং সকাল বেলায় কাফির হয়ে যাবে’।
আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা সৎকাজে দ্রুত অগ্রসর হও। শীঘ্রই অন্ধকার রাতের মত ফেতনা দেখা দিবে। তখন অবস্থা এমন হবে যে, সকাল বেলা একজন মানুষ মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যায় মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে। তারা পার্থিব সামান্য স্বার্থে নিজের ধর্ম বিক্রি করে দিবে।’ (বর্ণনায়, সহিহ মুসলিম)
হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল :
১- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎকাজে দ্রুত অগ্রসর হতে বলেছেন। সৎকাজ করার সুযোগ সৃষ্টি হলে বিলম্ব করা উচিৎ নয় কোনোভাবেই।
২- সময় থাকতে সময়ের মর্যাদা দেয়া ও সুযোগ থাকতে সুযোগের সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। কারণ ফেতনা শুরু হয়ে গেলে ভাল কাজের আর সুযোগ থাকে না। তাই সময় ও সুযোগ থাকতে তা ভালকাজে ব্যবহার করা উচিত।
৩- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে ফেতনার একটি চিত্র তুলে ধরেছেন। অন্ধকার রাতের মত ফেতনা এতটা ঘণীভূত হবে যে, একজন মানুষ সকালে মুসলিম থাকলে তার পক্ষে সন্ধ্যা পর্যন্ত ইসলাম নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়বে।
৪- ইসলাম বিরোধী প্রচারণা ও তৎপরতা এত বেড়ে যাবে যে, একজন মানুষ সন্ধ্যায় মুসলিম হয়েও সকালে ইসলাম সম্পর্কে সন্দিহান হয়ে যাবে।
৫- মানুষ সামান্য অর্থ-বিত্ত, চাকুরী, ভিসা, পদ, প্রচারনা, রাজনৈতিক সুবিধা পাওয়ার লোভে ইসলামকে বিকিয়ে দিবে। অমুসলিম শক্তির সাথে দহরম-মহরম শুরু করবে। ইসলামের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করবে।
৬- মানুষ এতটা বস্তু ও ভোগবাদী হয়ে যাবে যে, মুসলিম হয়েও সামান্য কিছুর বিনিময়ে ইসলামের অনুশাসন ত্যাগ করবে।
৭- ‘সকালে মুসিলম আর বিকালে কাফের’ এ কথার অর্থ এটাও যে, মানুষ মুসলিম পরিবারে জন্ম নেবে, মুসলিম নাম ধারণ করবে, মুসলিম দেশে বসবাস করবে, মুসলিম হওয়ার সামাজিক সুবিধা ভোগ করবে কিন্তু নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে কুন্ঠিত হবে। ইসলামকে গুরুত্বহীন ভাবতে থাকবে।
৮- একজন মানুষ যেমন কোনো কিছুর বিনিময়ে নিজেকে বিক্রি করে দিতে পারে না। তেমনি কোনো কিছুর বিনিময়ে কখনো নিজের ধর্ম ইসলামকেও বিক্রি করে দিতে পারে না। ইসলাম বিক্রি করে দেয়ার মানে হল, কিছু একটা পাওয়ার জন্য ইসলামের কোনো কিছুকে ত্যাগ করা। লোভে বা ভয়ে ইসলামের কোনো অনুশাসন ত্যাগ করা কিংবা ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করা। এ কথা সকলেরই জানা যে, কেউ বলে না আমি ইসলাম বিক্রি করে দেব। তারপরও সে এ সকল পদ্ধতিতে ইসলাম বিক্রি করে দেয়।
যারা আজকে ইসলামের নাম নিয়ে এইভাবে রাজপথে সারা দেশব্যাপী নির্লজ্জের মতন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায় তারাইত তবে আল্লাহ এবং তার রাসুল অনুযায়ী প্রকৃত ফেতনা সৃষ্টিকারী।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
আপনার এই লেখাটি উপরের লেখাটিকে আরো সমৃদ্ব করবে।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
জহিরুলহকবাপি বলেছেন: সময়োপযোগী একটি লেখা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ওরা আপনার পোষ্টের প্রসংসা করবে, এর পরে সেই মহান বানীটা দিবে। তা হইলো বিচার মানি। কিন্তু তাল গাছটা আমার
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
বাংলার হাসান বলেছেন: আপনি সঠিক বলেছৈন।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ওরা আপনার পোষ্টের প্রসংসা করবে, এর পরে সেই মহান বানীটা দিবে। তা হইলো বিচার মানি। কিন্তু তাল গাছটা আমার
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
সাহিত্য প্রেমিক বলেছেন: আমার বাবাও একজন ধর্মপ্রান মুসলমান এবং মাওলানা।তিনিও আপনার মতোই জামায়াত শিবির/যুদ্ধাপরাধী বিরোধী। আপনার পোষ্ট এতোই ভাল লাগলো তাঁকে আজ আপনার লেখাটি পড়ে শোনালাম। অসংখ্য ধন্যবাদ অসাধারন পোষ্টের জন্য।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
বাংলার হাসান বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আপনার বাবাকে বলবেন উনি যেহেতু মাওলানা লোকজনকে এই বিষয়ে সতর্ক করতে। তারা যেন জামাত শিবিরের প্রচারনায় কান না দেয়।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
শিপু ভাই বলেছেন:
চমৎকার লিখেছেন +++++++++
সুন্দর গোছানো এবং প্রকৃত সত্য উপস্থাপনের জন্য ধন্যবাদ।
এই আন্দোলন প্রতিটা সচেতন দেশপ্রেমিক বাংলাদেশির।
এই আন্দোলনের মঞ্চে বা আন্দোলন চলাকালীন কেউ ইসলাম নিয়ে কটুক্তি করে নাই। অর্থাৎ আন্দোলনের সাথে কারো নাস্তিকতার সম্পর্ক নাই। ইসলাম বিদ্বেষীরা কতটা খারাপ আমরা তা জানি। কিন্তু গুটি কয় বদমাশের জন্য এই লাখো জনতার আন্দোলন নস্যাত হতে পারে না। জামাতি শুয়োররা এত এত সাধারন ব্লগার/জণগণকে উপেক্ষা করে ঐ ২/৪ জন নাস্তিককে ইস্যু করে সাধারন ধর্মপ্রান মুসলমানদের ভুল বুঝিয়ে একটা সংঘাতের সৃষ্টি করতে চাইছে।
যারা আল্লাহ ও রাসূল (সঃ ) ের সম্পর্কে কটুক্তি করে তাদের জন্য রাস্ট্রের আইন আছে এবং আল্লাহও তাদের বিচার করবেন। এমনকি আমরা সাধারন ব্লগাররাও নিয়মিতই ওদের গদামের উপ্রে রাখি।
সো বিভ্রান্ত হওয়ার কোন অবকাশ নাই।
নাস্তিকরা যেমন ক্ষতিকর তেমনি জামাত শিবির শুধু ইসলাম নয়- দেশ ও মানুষের জন্য ক্ষতিকর। এক ক্রিমিনালকে দিয়ে আরেক সংঘবদ্ধ ক্রিমিনালদের ক্রাইমকে জাস্টিফাই করা উচিত না।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
বাংলার হাসান বলেছেন: নাস্তিকরা যেমন ক্ষতিকর তেমনি জামাত শিবির শুধু ইসলাম নয়- দেশ ও মানুষের জন্য ক্ষতিকর। এক ক্রিমিনালকে দিয়ে আরেক সংঘবদ্ধ ক্রিমিনালদের ক্রাইমকে জাস্টিফাই করা উচিত না। একমত।
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
বাংলার হাসান বলেছেন: কমেন্টের জবাব দিলে তা হচ্ছে না। তাই কলকে বিনিত ভাবে বলছি এই সমস্যা ঠিক হয়ে গেলে সকলের কমেন্টের জবার দিব ইনশাল্লাহ।
১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
চলতে ফিরতে দেখা বলেছেন: -লিখছেন ভালই। যাদের চরিত্র বলে কিছু নেই! তাদের নিয়ে আন্দোলন এবং তাতে যোগদান করা আবার ইমানী দায়িত্ব বলে চালিয়ে দিলেন।
-আপনাদের সাথে সহমত প্রকাশ করা সেই মাওলানা মাসুদুর রহমান কিন্তু বলেছেন তিনি অনুতপ্ত শাহাবাগীদের সাথে একমত প্রকাশ করার জন্য। তিনি না বুঝেই এই কাজ করেছেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২
বাংলার হাসান বলেছেন: তাহলে কি জামাতের সাথে রাস্তায় নেমে জ্বালাও পোড়াও করাটা ঈমানী দায়িত্ব?
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
শের শায়রী বলেছেন: চমৎকার গুছানো উপস্থাপন, আরো লিখুন। ধর্ম ব্যাবসায়ীদের সত্যিকার ধর্ম দিয়ে আঘাত করুন। সাথে আছি জানবেন
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
রেজোওয়ানা বলেছেন: চমৎকার লিখেছেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ
২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
মাহির কাবির বলেছেন: khub bhalo likhesen osikar korina..kintu kowsole kisu kotha bad diye gesen..
NASTIKr janaja diye imran vai sahid banai dilen,HAJRAT MUHAMMAD SM k nia kharap kotha bolar sasti ki apni janen ??
r sunen likhle purata likhben,ordhek ta na.r deobond nia onek kotha ami blte pari ja apnar valo lagbe na..
r subidha moto islamer hadis quraner reference dya take vondami ble..valo thkben.
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
বাংলার হাসান বলেছেন: ইমরান ব্লগার হলে তার কথার গুরুত্ব থাকতো । মনে রাখবেন ময়ুরের পেখম লাগালেই কাক ময়ুর হয়ে যায় না।
২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
হাঁড় = ঘাঁড় বলেছেন: সুতরাং তাদের দ্বারা কৃত মুসলমান হত্যা ,মুসলিম নারী ধর্ষন, তাদের সহায় সম্পদ লুন্ঠন ও অগনিসংযোগ এর বিচার চাওয়া যাবে না। তাহলে কথাটি ভিন্ন। ঈমান যদি বুলন্দ হয় তাহলে এই কথাটি উচ্চ স্বরে বলুন।
শুধু মুসলমান না, কোন মানুষের প্রতিই একজন মুসলাম এসব কাজ করতে পারে না।
সে মুসলমান নয়।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
বাংলার হাসান বলেছেন: শুধু মুসলমান না, কোন মানুষের প্রতিই একজন মুসলাম এসব কাজ করতে পারে না। সহমত
২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
নিয়েল ( হিমু ) বলেছেন: সকল বিভ্রান্তির দুর করার দায়ীত্ব নিতে হবে ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
বাংলার হাসান বলেছেন: যারা গন জাগরন মঞ্চের নেতৃত্বে আছেন তারা কি কোন ভূমিকা নিয়েছেন?
২৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:১৪
বাংলার হাসান বলেছেন: আমার ব্লগ বাড়ীতে আসায় সকলকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
যুবায়ের বলেছেন: চমৎকার লিখেছেন +++++++++
ঈমানদার কি??
মুমিন ও মুত্তাকীর গুনাবলী সম্পর্কে আমার একটা লেখা আছে
সোট পরের কমেন্টে দিচ্ছি।