![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
জাতির ললাটের কলঙ্ক তিলক মুছে দেবার জন্য প্রজন্ম চত্তরের তারুন্য আজ প্রত্যয় দিপ্ত। তাদের কে সতর্ক স্বাগত । মঞ্চে উপবিস্ট বিভিন্ন রাজনৈতিক দলের আইন স্বীকৃত ‘ক্যাডার বাহিনী’র উপস্থিতি আমাদের শংকিত করে । তাদের কাজ তো দলীয় এজেন্ডা বাস্তবায়ন । তাই ভয় করে , গণমানুষের প্রাণের আকাংখা ভ্রান্তির চোরাবালিতে হারিয়ে যাবে না তো ? আন্দোলনের অর্জন হাইজ্যাক হয়ে যাবে না তো ?
রাজনীতর কুশীলবদের একটি অংশ প্রচার করেন, মুক্তিযুদ্ধ অনেক পুরান দিনের ঘটনা। তারা নসিহত করেন , একে নিয়ে আলাপ আলোচনা করে জাতিকে বিভিক্ত করা উচিৎ নয়।
রাজনৈতিক কুশিলবদের আর একটি অংশ যারা স্বাধীনতার চেতনার একক দাবিদার তারা ৭১ এর শহীদ , নিগৃহীত নারীসমাজের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন। তারাই ক্ষমতার মসনদে আসীন হয়ে মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হয়ে দেশটাকে লুটে পুটে খায় , স্বাধীনতার বিরোধীদের সাথে সখ্যতা গড়ে তোলে ।
এরা ক্ষমতায় যাবার জন্য স্বাধীনতা বিরোধিদের সাথে আতাঁত গড়ে তোলেন । স্বাধীনতার জন্য যারা সর্বচ্চ ত্যাগ স্বিকার করে গেলেন তাঁরা শোভা পান এদের অমৃত বচনে,বাণীতে। এরা জানেন না ,কারা সেই হতভাগা , যারা সর্বচ্চ ত্যাগ স্বিকার করে গেলেন এই লাল সবুজের পতাকার জন্য । অকৃজ্ঞতার এমন নজীর বিশ্ব ইতিহাসে দুর্লভ।
বাংলাদেশে তো অনেক দিবস পালিত হয় । এত দিবসের ভীড়ে আমরা কি একটা দিবস কে ‘গণহত্যা দিবস’ বলে ঘোষনা করতে পারিনা? প্রতিদিনের পাশাপাশি আমরা বিশেষভাবে স্মরন করব , গভীর ভাবে উপলব্ধি করবো একাত্তরের মুক্তিযুদ্ধের ভয়াবহতা,পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নৃশংসতা, আমাদের শহীদদের আত্মত্যাগ,বীরাঙ্গনা মা-বোনদের উপর পরিচালিত নিপীড়ন-নির্যাতন,সর্বোপরি সামগ্রিক মুক্তিযুদ্ধ । সারা পৃথিবীর মানুষেরা নতুন করে জানবে পৃথিবীর বুকে সংগঠিত দ্বিতীয় বৃহত্তম গণহত্যার কথা ।
তাই আসুন আমরা , ২৮শে মার্চ গণহত্যা দিবস পালন করি , লাখো শহীদের আত্মত্যাগের প্রতি কৃ্তজ্ঞতা প্রকাশ করি ।
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
বাংলার হাসান বলেছেন: ২৬ এবং ২৭শে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। কিন্তু যাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত তাদের জন্যই এই দিবসটি বেছে নেয়া। কেননা ২৫,২৬,২৭শে মার্চের গন হত্যার কথা আমরা কোন দিন ভুলতে পারবো না যদি আমরা শহিদের প্রতি বিন্দু পরিমান শ্রদ্ধা রেখে থাকি।
২| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭
আমার জন্য লেখা বলেছেন: ছাগুহত্যা দিবস ডেট ২৮ ফেব্রুয়ারি
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
বাংলার হাসান বলেছেন: এই পোষ্টে ছাগুদের কথা বলে শহীদের রক্তের অসন্মান করতো চাই না।
৩| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
মিলনমেলা... বলেছেন: আমার জন্য লেখা বলেছেন: সহমত; কিন্তু নাম হইবে ছাগুহত্যা দিবস
৪| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
দখিনা বাতাস বলেছেন: আমার জন্য লেখা বলেছেন: সহমত; কিন্তু নাম হইবে ছাগুহত্যা দিবস
৫| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
আমি ব্লগার হইছি! বলেছেন: আসুন আমরা ২৮শে ফেব্রুয়ারী ছাগু হত্যা দিবস উদযাপন করি।
৬| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
বোকা মানবী বলেছেন: ছাগু হত্যা দিবস---- বাহ মন্দ বলেন নি বলুন সুবাহানাল্লাহ
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
বাংলার হাসান বলেছেন: যে বিষয়ে পোষ্ট সে বিষয়ে কথা বলুন
৭| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
নেংটি ইদুর বলেছেন: ছাগুহত্যা দবসের প্রতি পূর্ন সমর্থন রইল
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
বাংলার হাসান বলেছেন: যে বিষয়ে পোষ্ট সে বিষয়ে কথা বলুন
৮| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
অসাদুল ইসলাম বলেছেন: বুজলাম আপনি, জামাতের হাসান।
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
বাংলার হাসান বলেছেন: কাউকে ট্যাগ দেয়ার আগে তার সম্পর্কে আগে জানতে হয়।
৯| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪
zahir বলেছেন: মোট মন্তব্য ৮ টি । ৭১ এর শহীদদের সবাই পাকিস্থানী ছাগল বলে বিবেচনা করছেন । বেশ বেশ
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
বাংলার হাসান বলেছেন: এদের মন্তব্যই বলে দেয় এরা ৭১ এর পরাজিত শক্তির গোলাম।
১০| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
মুনতাশীর বলেছেন: স্বাধীন দেশে কেনো এভাবে গুলি করে মানুষ হত্যা করা হবে!
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১৩
বাংলার হাসান বলেছেন: যে বিষয়ে পোষ্ট সে বিষয়ে কথা বলুন
১১| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
আলিমুজ্জামান বলেছেন: অরণ্যে রোদন,
আর আমার জানামনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়।
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
বাংলার হাসান বলেছেন: গণহত্যা দিবস নামে কোন নির্দিষ্ট দিবস পালন হয় না। অথচ পার হয়ে গেছে দীর্ঘ ৪২ বছর।
১২| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
চিন্তা ভাবনায় সহমত।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১৫
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
আমার জন্য লেখা বলেছেন: সহমত; কিন্তু নাম হইবে ছাগুহত্যা দিবস