![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
ব্যর্থ হবে সব প্রচেষ্টা, বৃথা যাবে পরিশ্রমে ক্লান্ত দেহ। এই দিনটির কথা ভেবে মিটিমিটি আজ হাসছে যারা, একটি বার শুধু একটি বার যদি তারা ভেবে দেখতো গন জাগরন আসেনা প্রতিদিন। দশকের পর দশক গুনতে হয় অপেক্ষার প্রহর। কখনো বা পার হয়ে যায় শতাব্দী বুকে রক্ত ক্ষনন, কন্ঠে চিৎকার ............। ব্যর্থতার গ্লানি ঢাকতে অস্থির চঞ্চল মন, খুঁজে ফিরে কত শত ঠুনকো অজুহাত আর খোঁড়া যুক্তির টাল-বাহানা। শিরউরে উঠি না জানি আবার কতটা দশক কেটে যায় ঘুম পাড়ানি মাসি-পিসির গল্প শুনে শুনে।
প্রতিকুলতা, সীমাবদ্ধতা শব্দ দুটো স্বার্থক হয়ে মিশে আছে অস্তিত্বের সাথে। দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে গন মানুষের চিৎকার হয়ে পৌছে যেতে পারি না শাসক শ্রেণীর কর্নে, দলীয় আনুগত্ব আজ বড় বেশী তীব্র হয়ে বসবাস করছে এক হিংস্র হায়নার প্রতিচ্ছবি। রক্ত ঝরানোর নেশা হয়ে গেছে উল্লাসে ফেটে পড়ার রিতি-নীতি। সদ্য বাবা হবার তীব্র অনুভূতি এখন আর নাড়া দেয় না, বরঞ্চ সেখানে ভর করে নেয় আজ আতংক। কতটা নর ঘাতক হলে থেতলে যাওয়া লাশ নিয়ে উল্লাসে ফেটে পড়া যায়, কেউ কি বলতে পারো? আজ আমি ততটাই হিংস্র। চাওয়াটা কি এমন ছিলো?
শুরুটা হয়েছিল অহিংস আন্দোলন দিয়ে ৪২ বছরের জমে থাকা পুঞ্চিভূত ক্ষোভ আর প্রানের দাবী গুলো অহিংস আন্দোলনের মাধ্যমে আদায় করে জয়ের মালা পরে ঘরে ফেরার। তবে কেন মাঝে প্রশ্ন উঠল? তৈরী হলো বিতর্ক? একটিবারের জন্যও কি ভেবে দেখেছি? নাকি ইচ্ছে করেই চোখ বন্ধ করে ছিলাম? যেহেতু ছাত্র হিসেবে খুবই দুর্বল এক সাবজেক্টের ভিতরে অন্য সাবজেক্টের নিয়ে নাড়া-চাড়া করলে ফেল করবো তবে কেন বারবার যে সাবজেক্টের পরিক্ষা দিচ্ছি সেখান থেকে এদিক সেদিক তাকিয়ে পরিক্ষায় ফেল মার্ক নিলাম।
ভাঙ্গ শহীদ মিনার, ধরা পড়ে হয়ে গেল পাগল, ভাঙ্গ মন্দির, পুড়লো কতশত ঘর-বাড়ি,দোকান-পাট। দেখলাম শুধু পোড়া ছাইয়ের আর ভাঙ্গা মন্দিরের ছবি, শুধু দেখলাম না কারা এই অপকর্ম গুলো করে ফিরে গেল সুস্থ,সুস্থির ভাবে। এত এত চ্যানেল,পত্রিকা থাকতে কেন পেলাম না তাদের ছবি? নাকি পোড়া ছাইয়ের ছবি গুলো ক্যামেরায় বেশী সুন্দর আস? কি জবাব দিব পরে প্রজন্মের কাছে? খোলা আকাশের নিচে পুড়ে যাওয়া কোন একটি পরিবারের ছোট্ট শিশুর মুখ কি কখনো ভেসে উঠবে মনের পর্দায়?
ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে মত্ত রাজনৈতিক দল গুলোর দাবার গুটি হয়ে আর কত কাল ঝরবে আমার রক্ত?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩
বাংলার হাসান বলেছেন: আজও খুজে ফিরি উত্তর
২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
সানড্যান্স বলেছেন: কি বলব বলেন? এরকম কিছু কোশ্চেন শুধু আমার-আপনার না, আরো অনেকের আছে!!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২
বাংলার হাসান বলেছেন: তবে কেন আমরা উত্তর খুঁজে নেই না?
৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
জহিরুলহকবাপি বলেছেন: আর কত কাল?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১
বাংলার হাসান বলেছেন: যতকাল রবে আমাদের পা চাটার স্বভাব।
৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩
আশিকুর রহমান ১ বলেছেন: যত দিন আমাদের তরুন প্রজন্ম নিজেদেরকে কোন বিশেষ মহল বা দলে গোলামী থেকে মুক্ত করতে না পারবে তত দিন আমাদেরকে আফসুসই করে যেতে হবে!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
বাংলার হাসান বলেছেন: একমত
৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭
অাতিক বলেছেন: ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী
কেন?
আজকের ভাষনে দেখেন নাই ৭ ই মার্চে শেখ মুজিবর রহমান আ.লীগের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহনের আহ্বান জানাইছিল।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:২২
বাংলার হাসান বলেছেন: প্রথমে জানতে হবে মুক্তিযুদ্ধের দর্শন কি ছিল।
আজকের ভাষন দেখে কি হবে। ১৯৭১ এর ৭ই মার্চের ভাষনের কারিগরদের কয়েক জনের সাথে কথা হয়েছে।
৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮
একটু স্বপ্ন বলেছেন:
বিষয়টি একটু অদ্ভুৎই ঠেকেছে, কেন নিউজ সেভাবে কভার করলনা ওই নিউজটা.. সব সত্যই প্রকাশ হওয়া দরকার..
তাই বলে মুক্তিযুদ্ধের বিপক্ষের লোকদের ক্ষমা নেই, কোন সুযোগেই নেই ক্ষমা..
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
বাংলার হাসান বলেছেন: বিষয়টি একটু অদ্ভুৎই ঠেকেছে, কেন নিউজ সেভাবে কভার করলনা ওই নিউজটা.. সব সত্যই প্রকাশ হওয়া দরকার..
একমত।
৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০২
স্বপনবাজ বলেছেন:
ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে মত্ত রাজনৈতিক দল গুলোর দাবার গুটি হয়ে আর কত কাল ঝরবে আমার রক্ত?
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫
বাংলার হাসান বলেছেন: আর কত কাল?
৮| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও তাই জানতে চাই ??
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২
বাংলার হাসান বলেছেন: শুধু কি চাইলেই জানা যায়?
৯| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
নিয়েল ( হিমু ) বলেছেন: ব্রো লিখেছেন দারুন ।
অঃটঃ ছবি গুলো পাই নি এখনো
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
আপনার মেইল চেক করে দেখেন।
১০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
নিয়েল ( হিমু ) বলেছেন: আপনি একটু রিপ্লাই মেইলটা দেখবেন
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১
বাংলার হাসান বলেছেন: দেখেছি ব্রো
১১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০
তন্ময় ফেরদৌস বলেছেন: কোটি টাকার প্রশ্ন।
ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে মত্ত রাজনৈতিক দল গুলোর দাবার গুটি হয়ে আর কত কাল ঝরবে আমার রক্ত?
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪
বাংলার হাসান বলেছেন: ঠিকই বলেছেন ব্রো এটা আজ কোটি টাকার প্রশ্ন।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
একজন আরমান বলেছেন:
ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে মত্ত রাজনৈতিক দল গুলোর দাবার গুটি হয়ে আর কত কাল ঝরবে আমার রক্ত?
প্রশ্নটা আমারও।