নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

প্রতি উত্তরে বাবা বলেন আপনার পুরা শরীরে নাপাকী নিয়ে নামাজ পড়বেন আপনাদের নামাজ কি সহীহ হবে? আগে গোসল করে পবিত্র হতে হবে তার পরে নামাজ পড়তে হবে।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০

অনেক অনেক দিন পরে গতকাল বাবার সাথে প্রায় ঘন্টাখানেক আলাপ হলো। পাশাপাশি থেকেও বাবার সাথে আমার দেখা সাক্ষাত দু’চারদিন পর পর হয়, কথা তেমন একটা হয় না সালাম দেয়া পর্যন্তই সীমাবদ্ধ। বাবার সাথে দুরত্বটা শুরু হয় ক্লাস ফাইভ এর পর থেকে, হোষ্টেলে থাকার কারনে অনেক দিন পর পর আসা হতো, ছোট ছিলাম বাবা হলেন এলাকার মসজিদের ইমাম। ছোট বেলা থেকেই খুব খেলা পাগল ছিলাম,হোষ্টেল থেকে যখন আসতাম বন্ধুদের সাথে খেলায় মত্ত হতাম আর মুসল্লিরা বাবার কাছে নালিশ করতো আপনার ছেলে খেলা-ধুলা করে এটা ইমাম সাহেবের ছেলে হিসেবে তাকে মানায় না, মারবেল,লাটিম,ম্যাচের খোসা দিয়ে চাড়া,ফুটবল,ক্রিকেট,ঘুড়ি উড়ানো সহ সব খেলায় ছিল ভিষন আগ্রহ। বাবার কানে নালিশ যেতে আর পিঠে উত্তম রুপে তার প্রতিদান আসত। সেই থেকে বাবার প্রতি একটা বিরুপ মনোভাব তৈরী হতে শুরু করে। তৈরী হতে থাকে দুরত্ব, দিনে দিনে সেই দুরত্ব অনেক বড় আকার ধারন করে। আমার মেয়ে “লামিছার” জন্মের পর সেই দুরত্বটা অনেক অনেক কমে যায়। ফিরে আসি মুল কথায়।



গতকাল বাবার সাথে মসজিদে বসে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক আলাপ হলো, আলাপের এক পর্যায়ে উঠে আসল জামাত শিবির প্রসঙ্গ। বাবা সেই পাকিস্তান আমল থেকেই মওদুদী বিরোধী আলেমদের কাতারের। বাবা বলেলন ১৯৮৩ বা ৮৪ সালে একবার বাবা সহ জিগাতলার বেশ কয়েকজন ইমাম সাহেবকে স্থানীয় একজন জামাত সমর্থক অনেক অনুরোধ করে নিয়ে যান, জামাতের উপরের মহলের সাথে একটি মিটিং করার জন্য। বিভিন্ন বিষয়ে কথা হবার এক পর্যায়ে জামাতের মতিউর রহমান নিজামী স্বীকার করে মওদুদীর অনেক ভুল-ভ্রান্তির কথা। বাবা তাদেরকে বলেলন তাহলে আপনারা সেটা স্বীকার করে নিয়ে আপনাদের যে আকিদাগত ভুল আছে সে জন্য তওবা করে তা সংশোধন করুন। প্রতি উত্তরে তিনি বাবাকে বলেন যে, তারা এখন রাজনৈতিক চিন্তা-চেতনা নিয়ে ব্যস্ত আর দ্বিতয়ত তারা ক্ষমতায় গেলে সব ভুল-ভ্রান্তি ঠিক করে নিবেন। প্রতি উত্তরে বাবা বলেন আপনার পুরা শরীরে নাপাকী নিয়ে নামাজ পড়বেন আপনাদের নামাজ কি সহীহ হবে? আগে গোসল করে পবিত্র হতে হবে তার পরে নামাজ পড়তে হবে। আপনারা নাপাকী দুর না করে নামাজ পড়ে গোসল করার যে তরিকা বেছে নিয়েছেন যদি গোসল করার আগেই মারা যান তাহলে তো কাফের হয়ে মারা যাবেন। এ কথা বলার পরে নিজামী সহ জামাতের যারা ছিল সব চুপ হয়ে গেল মিটিংও শেষ। এর পরে বাবাকে ইমামী জীবনে জামাতীদের অনেক ঝড়-ঝাপটা মোকাবেলা করতে হয়েছে।



মজার বিষয় হলো আমরা বাপ-বেটা দুজনেই জামাতের বিরুদ্ধে লড়ছি। বাবা অবশ্য গতকাল মুখ ফসকে বলে ফেলেছেন সেই পাকিস্তান আমলেরও আগে মওদুদী বিরোধী যে ওলামায়ে হিন্দ ছিল তিনি সেখানে ছিলেন। কিন্তু আমি বলিনি যুদ্ধাপরাধী জামাত বিরোধী প্রজন্ম চত্বরের আন্দোলনের শুরু থেকে আমিও আছি।

মন্তব্য ৪৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১

শিরিষ গাছ বলেছেন: ভালো লাগল। গোলাম আজম এখনো বলেন জামাতের হেড কোয়ার্টার লাহোরে। সুতরাং বোঝা যায় ওরা এই দেশটাকেই স্বীকার করে না। ওদের কাছে আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতি বড়।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

বাংলার হাসান বলেছেন: ওদের কাছে আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতি বড়। সহমত

২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

আশিক মাসুম বলেছেন: শিরিষ গাছ বলেছেন: ভালো লাগল। গোলাম আজম এখনো বলেন জামাতের হেড কোয়ার্টার লাহোরে। সুতরাং বোঝা যায় ওরা এই দেশটাকেই স্বীকার করে না। ওদের কাছে আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতি বড়।



আমিও সহমত ।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬

বাংলার হাসান বলেছেন: আসলে এদের পিছলামীর ইতিহাস লিখে শেষ করা যাবে না।

৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫

একজন আরমান বলেছেন:

আপনার পুরা শরীরে নাপাকী নিয়ে নামাজ পড়বেন আপনাদের নামাজ কি সহীহ হবে?

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

বাংলার হাসান বলেছেন: এ কথা বলার পরে নিজামী সহ জামাতের যারা ছিল সব চুপ হয়ে গেল মিটিংও শেষ।

৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২১

তামিম ইবনে আমান বলেছেন: শুভ জন্মদিন ব্রো

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

বাংলার হাসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্রো।

৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩

স্বপনবাজ বলেছেন: ওদের কাছে আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতি বড়। সহমত

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:১০

বাংলার হাসান বলেছেন: এটাই এদের চরিত্র

৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪

মিজানুর রহমান মিলন বলেছেন: খুবই ভাল লাগলো ! আমাদের সবাইকে জামাতের প্রকৃত চেহারা তুলে ধরতে হবে । জামাত ই ইসলাম যে ইসলাম নয় এটাও সবাইকে জানাতে হবে । ৩য় ভাল লাগা দিলাম।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:১২

বাংলার হাসান বলেছেন: জামাত ই ইসলাম যে ইসলাম নয় এটাও সবাইকে জানাতে হবে । সহমত ব্রো,
ভাল লাগা দিবার জন্য ধন্যবাদ।

৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০১

একজন আরমান বলেছেন:
শুভ জন্মদিন ভাই। :)

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০৯

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০৯

বাংলার হাসান বলেছেন: সবার জন্য

৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:১৪

নতুন বলেছেন: : শুভ জন্মদিন

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।


কেক খাইতে ভুল কইরেন না।

১০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:২০

রিফাত হোসেন বলেছেন: আয় হায় দেখলাম মাত্র ! ... জন্মদিন মুবারক :)

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:২৭

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।


কেক খাইতে ভুল কইরেন না।

১১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো লিখেছেন :)


জন্মদিনের শুভেচ্ছা ।


জন্মদিনের উফার । B-))

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।


কেক খাইতে ভুল কইরেন না।

১২| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

এবি নেওয়াজ বলেছেন: I agree to you.

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০

বাংলার হাসান বলেছেন: জামাতীদের পিছলামী বলে শেষ করার নয়।

১৩| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

মাজহারুল হুসাইন বলেছেন: শুভ জন্মদিন ।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

১৪| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুভ জন্মদিন ।

১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।


কেক খাইতে ভুল কইরেন না।

১৫| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

বাংলাদেশী দালাল বলেছেন: সুন্দর পোস্ট ভল থাকবেন

১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

১৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩

শিপু ভাই বলেছেন: ওদের কাছে আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতি বড়। সহমত

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২

বাংলার হাসান বলেছেন: এ কথা বলার পরে নিজামী সহ জামাতের যারা ছিল সব চুপ হয়ে গেল মিটিংও শেষ।

১৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

আশফাক সুমন বলেছেন: ভাল পোস্ট
ধন্যবাদ

১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০২

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

১৮| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

লক্ষ্মীপেঁচা বলেছেন: সহমত

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৪

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ

১৯| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইরে আপনার আবেগ ঠিকাছে।

কিন্তু জামাত নিয়ে আওয়ামীলীগের খেলা কি ঠিক??

দেখুন তো.. সেই শুরু থেকে ...আজ...


মাঝ খানে বলির পাঠা জনগন!!!!!!

১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বাংলার হাসান বলেছেন: আমি সব সময় একটি কথা বলি,

জামাত হলো বিএনপির রাজনৈতিক পার্টনার, আর আওয়ামী লীগ হলো জামাতের ব্যবসায়ীক পার্টনার।

২০| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

একজন ঘূণপোকা বলেছেন: ++++++++++

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

২১| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

শীতের সকাল বলেছেন: কষ্ট লাগে তখন
যখন শাহবাগীরা জামাতী আর কওমী আলেমদের গুলিয়ে ফেলে।
জামাতের আমীর মওদুদীরে তথা জমের হাতে ইসলামকে কওমী আলেমরা শয়তানের চেয়েও বেশি ঘৃণা করে।
কিন্তু পশ্চিমাদের দেওয়া বুলি জঙ্গী বলতে আমাদের প্রগতিশীল ব্লগারদের মুখ আড়ষ্ট হয় না।

ধিক্ ধিক্ ধিক্ শতধিক


ভাল থাকবেন ভাই।

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

বাংলার হাসান বলেছেন: কিন্তু পশ্চিমাদের দেওয়া বুলি জঙ্গী বলতে আমাদের প্রগতিশীল ব্লগারদের মুখ আড়ষ্ট হয় না। সহমত

২২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:




শুভ জন্মদিন

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।


কেক খাইতে ভুল কইরেন না।

২৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: আপনার বাবাকে সেলুট জানাই! :) :) :) :)

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।

২৪| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

ইলুসন বলেছেন: উপরে একজনকে দেখলাম শেখ মুজিবের সাথে মওদূদীর ছবি দিয়ে কি যেন প্রমাণ করতে চাইছে। তার কাছে আমার একটা প্রশ্ন, আমরা যদি কোনভাবে শেখ হাসিনা আর খালেদা জিয়াকে একসাথে বসাতে পারি তাহলে কি তাদের সব কি এক হয়ে যাবে? খালেদা আর হাসিনার একত্রে ছবি দেখালেই কি এখনকার পরিস্থিতি অস্বীকার করা যাবে? একসাথে ছবি দিয়ে আসলে কিছুই প্রমাণ হয় না। বরং যারা এটা করে তাদের রাজনৈতিক দেউলিয়া হবার প্রমাণ এসব।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

বাংলার হাসান বলেছেন: বরং যারা এটা করে তাদের রাজনৈতিক দেউলিয়া হবার প্রমাণ এসব। একমত।

তবে এই একই মানসিকতা আমাদের সব রাজনৈতিক দলের মাঝেই দেখা যায়।

২৫| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

আনমনে বলেছেন: ওদের কাছে আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতি বড়। সহমত

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

বাংলার হাসান বলেছেন: তাই দেখছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.