নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

ভুলটা কোথায় তা কি স্বীকার করার মত মানসিকতা আছে নতুন প্রজন্মের?

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪

আমাদের দেশের রাজনৈতিক নেতা-নেত্রীদের মাঝে একটি পুরাতন বাতিক লক্ষনীয়, বিপক্ষ দলের প্রতি সন্মান-শ্রদ্ধা দেখাতে উনাদের আ‍ঁতে লাগে। রাজনৈতিক কালচারটা এখন এমন হয়েছে যে, যেই নেতা বা নেত্রী বিপক্ষ দলের বিরুদ্ধে যত বেশী অশলীল সেই নেতা বা নেত্রীর কদর তার দলে ততটাই বেশী। ৮০ দশক থেকে আমাদের দেশে শুরু হয় মেধাবীদের রাজনীতি থেকে দূরে সরে থাকার প্রবনতা, আর তাদের স্থানে রাজনীতিতে আসতে শুরু করে মেধাহীন, অযোগ্য ও সুবিধাবাদী শ্রেণী। তারই ধারাবাহিকতায় রাজনৈতিক অঙ্গন ধীরে ধীরে হয়ে পড়ে পুরোপুরী মেধা শুন্য। সেখানে ঝেঁকে বসে লম্পট, চোর, বাটপার, খুনী, মেধাহীন, অযোগ্যদের দল। অবশ্য এটাও সত্যি যে, পূর্বের সেই সকল মেধাবী যাদের জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে এখনো রাজনীতিতে আছেন তাদের আচরন, কর্মকান্ড মেধাহীন, অযোগ্য ও সুবিধাবাদী রাজনীতিবীদগনের কর্মকান্ডের সাথে খুব একটা পার্থক্য আছে বলে মনে হয় না। সেই সকল বর্ষীয়ান রাজনীতিবীদগনের জন্য মাঝে মাঝে করুনা হয়। তাদের বিরাট একটা অংশ গাদা গাদা বই পড়ে,দর্শন পড়ে যে সকল বক্তব্য দিয়ে জাতিকে ধন্য করেন তার জন্য সত্যি অনেক বেশী করুনা হয়। তারা যদি ঘন্টার পর ঘন্টা দর্শন এর বই পড়ে সময় না কাটিয়ে সেই সময়টা মুরি-চানাচুর বিক্রি করতেন তাহলে আজ জীবনের অন্তিম লগ্নে এসে তাদের রাজনৈতিক বেশ্যা হওয়ার প্রয়োজন পড়তো না।



”ভুল“ শব্দটা আদি অনন্ত থেকেই মিশে আছে মানব সন্তানদের সাথে, প্রাচীনকাল থেকে একবিংশ শতাব্দীতে এসেও এর ব্যতিক্রম ঘটেনি। মানুষ কাজ করতে পছন্দ করে, এটা মানুষের সৃষ্টি গুন, হোক তা ভাল বা মন্দ। আর কাজের মাধ্যমেই সৃষ্টি হয় ভুলের, ইচ্ছায় বা অনিচ্ছায়। যুগে যুগে এর প্রতিফলন লক্ষ করা যায়। আমরা সভ্যতার ধারক-বাহক নিজেদের মনে করি, সেই আমরা কি একবারও নিজের মতের ‍বা দলের ভুল গুলো স্বীকার করে তা থেকে উত্তরনের পথ বের করার চেষ্টা করি?



খুব বেশী দূরে যাবার প্রয়োজন নেই, গত ৫ই ফেব্রুয়ারী শাহবাগে শুরু হওয়া আন্দোলন আজ কেন প্রশ্নবিদ্ধ তা কি একবারও ভেবে দেখেছি? একথা নিন্দুকেও স্বীকার করে নিবে যে, এই আন্দোলন সকল রাজনৈতিক দলকে একটি প্রচন্ড আকারে ঝাঁকি দিয়ছে। এই আন্দোলন ছিল দেশে চলমান সকল রাজনৈতিক দলগুলোর প্রতি নতুন প্রজন্মের অনাস্থার বিস্ফোরন। তবে কেন আজ তা গতি হারালো?



ভুলটা কোথায় তা কি স্বীকার করার মত মানসিকতা আছে নতুন প্রজন্মের?

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯

একজন আরমান বলেছেন:
আছে।
মানসিকতা না সাহসও আছে।

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

বাংলার হাসান বলেছেন: মানসিকতা না সাহসও আছে। যদি তাই হয় তবে কেন আমরা যারা শাহবাগের আন্দোলনের সাথে শুরু থেকেই আছি তারা কেন কি ভুল ছিল যার জন্য আজ আন্দোলনটা গতি হারাল। স্বীকার করি না?

২| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

নিয়েল ( হিমু ) বলেছেন: আমার বিশ্বাস ভুল শ্বিকার করার মানসিকতা আছে :)

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

বাংলার হাসান বলেছেন: তেমনটা দেখা যায় না।

৩| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

বোকামন বলেছেন: ভুল থেকে শিক্ষা নেওয়াটাই উত্তম .....

১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

বাংলার হাসান বলেছেন: কিন্তু আমরা কি তা করি?

৪| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

হ্যারিয়ার টু বলেছেন: আন্দোলনের গতি মোটেই হারায় নি, বরং আন্দোলনের মূল অর্জন টি হয়ে গেছে!

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭

বাংলার হাসান বলেছেন: তাই নাকি? তাহলে আমরা কি হুদাই এখনও শাহবাগে বসে আছি বলে আপনার মনে হয়?

৫| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

জহিরুলহকবাপি বলেছেন: ভুলটা হয়েছে ৯০ দশকের প্রথম থেকে । যখন আমরা আমাদের জাতীয়তা আওয়ামীলীগ ও বিএনপি লিখা শুরু করেছিলাম ।

হ্যারিয়ার টু বলেছেন: আন্দোলনের গতি মোটেই হারায় নি, বরং আন্দোলনের মূল অর্জন টি হয়ে গেছে! # প্রথম অংশের সাথে একমত হলেও দ্বিতীয় অংশের সাথে এক মত নই । এখনও জামাত-শিবির নিষিদ্ধ হয়নি ।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

বাংলার হাসান বলেছেন: ভুলটা হয়েছে ৯০ দশকের প্রথম থেকে । যখন আমরা আমাদের জাতীয়তা আওয়ামীলীগ ও বিএনপি লিখা শুরু করেছিলাম ।
চমৎকার বলেছেন।

৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: আমি জানি ভুলটা কোথায়। তবুও দেশের স্বার্থে ব্যক্তিগত ভাবে স্বীকার করে নিলেও, আমার ডি মোরালাইজেশন প্রকাশ করবো না।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০

বাংলার হাসান বলেছেন: চে তোমার কমেন্ট ঠিক তোমর মতই হয়েছে।

তারপর খবর কি? কাল আসবা নাকি? আম থাকবো।

৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: ভুল স্বিকার কেউ করে না :(

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

বাংলার হাসান বলেছেন: দুঃখজনক হলেও কথাটা সত্য।

৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

দখিনা বাতাস বলেছেন: শাহবাগ ঠিকই আছে। ভুলটা আবার কি? আমি নিজের কথাই বলি, আমার কাছে সন্দেহ হইছিল, সরকার আতাত করছে জামাতের সাথে অথবা ভয় পাইছে জামাতকে। তাই, আতাতের বিরুদ্বেই হোক বা ভয় ভান্গাতেই হোক, আমি মনে করেছি যাওয়া দরকার। আমার পরিচিত যারা ছিল তারাও সব এমনই চিন্তা ভাবনা থেকে গেছে।

পরে দেখলাম, কাদের মোল্লা আপীলের আইন সংশোধন হয়েছে, সাইদির রায়ও মন মত হয়েছে। আমি আর যাওয়ার দরকার মনে করিনি। আমার সাথে যারা ছিল, তারাও এখন যায়না। একটা কথা কেন বুঝতে চান না, ঐ খানে যাওয়া বেশির ভাগ মানুষই ছিল নন পলিটিক্যাল। এরা কেউ আওয়ামীলীগ বিএনপির কর্মীদের মত দিনরাত স্লোগান দেওয়ার অভ্যাস নাই।

একটা দাবীতে গেছিলাম, এখন মনে হচ্ছে সরকার আমাদের দাবীমত কাজ করছে, তাই যাইনা। আমরা তো রাজনৈতিক দলগুলার কর্মীদের মত গোয়ার গোবিন্দ না। ফাসি চাইছি এখনি দিতে হবে ,আইন কানুন সব উড়িয়ে দিয়ে। আমাদের কথা ছিল, সরকার যেই আইনের রাস্তায় আছে, ঐ রাস্তা মতই এগিয়ে যাক। সোজা কথা। যদি দেখি সরকার আবার উল্টা পাল্টা করছে, তাহলে আবার যাব।

এখানে ভুলটা কি? বলেন তো?

এখন ইমরান সরকার কি করছে, ঐটা আমরা এত পাত্তা দেইনা, দেওয়ার দরকারও মনে করি না। বরং ইমরান সরকারদের কাছে পাইলে বলতাম, চুপ হয়ে যাও এখনই। জামাত বিএনপি নির্বাচিত হয়ে াসলে সবার আগে যাদের লাশ রাস্তায় পড়বে ঐ লিস্টে ইমরান, লাকি আক্তারদের নাম উপরের দিকে থাকবে। আমরা যারা স্লোগান দিয়ে লাখ জনতা ছিলাম তাদের তো হাতের কাছে পাবেনা। খুন করবে এদেরকেই। এদের খুন করেই জামাত তার প্রতিশোধ নিবে শাহাবাগের উপর। তখন কি বলবেন? দিতে পারবেন লাকী আক্তারদের জীবনের নিরাপত্তা?????

নাকি আপনি মনে করেন, জামাত বিএনপি নির্বাচিত হয়ে এসে এদের কিছু বলবেনা?

শাহবাগ কোন ভুল করেনি। ভুল করছে ইমরান সরকাররা। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চরম ভুল।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫

বাংলার হাসান বলেছেন: এখন ইমরান সরকার কি করছে, ঐটা আমরা এত পাত্তা দেইনা, দেওয়ার দরকারও মনে করি না। আপনারা পাত্তা না দিলে কি হবে, মুখপাত্রতো সে জনগন কিন্তু তার বক্তব্যই শুনে এবং সেটাকেই মনে করে সকলের বক্তব্য।

৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



মানসিকতা না সাহসও আছে।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

বাংলার হাসান বলেছেন: লক্ষনতো দেখি না।

১০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: একটি মহান বিপ্লবী আন্দোলনের পথনির্দেশকারী রাজনৈতিক পার্টির কাছে যদি বিপ্লবী তত্ত্ব না থাকে, ইতিহাসের জ্ঞান না থাকে এবং বাস্তব আন্দোলনের গভীর উপলদ্ধি না থাকে, তাহলে তার পক্ষে বিজয় লাভ করা অসম্ভব।

- মাও সে তুং। "জাতীয় যুদ্ধে চীনের কমিউনিস্ট পার্টির স্থান"(অক্টোবর, ১৯৩৮)

শাহাবাগের ভুল টা এখানেই বলে দেয়া আছে। নীতি কথা তবে বাস্তব

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

বাংলার হাসান বলেছেন: শাহাবাগের ভুল টা এখানেই বলে দেয়া আছে। নীতি কথা তবে বাস্তব সহমত

১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০

দি সুফি বলেছেন: বাংলাদেশে খুব কম মানুষেরই নিজের ভুল স্বীকার করে নেয়ার সাহসিকতা আছে। ৯০-৯৫% লোক নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায় - নবীন, প্রবীণ সবাই।

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

বাংলার হাসান বলেছেন: ৯০-৯৫% লোক নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায় - নবীন, প্রবীণ সবাই। সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.