নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমি হাসান নামেই আমি পরিচিত

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বাংলার হাসান

অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।

বাংলার হাসান › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন হলো আমাদের সমাজ সভ্যতার মোড়কে সাংস্কৃতির নামে চামড়া সুন্দরীদেরকে কি নিষিদ্ধ পল্লীর দিকে ঢেলে দিচ্ছে না?

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

রাজা-বাদশাদের আমল পিছনে ফেলে আজ আমরা একবিংশ শতাব্দীর সভ্য সমাজ। বেহায়াপনা,নির্লজ্জত‍া ছিল রাজা-বাদশাদের যুগেও, সে আমলে অশিক্ষিত, মূর্খ প্রজাদের শাসনকারী র‍াজা-বাদশাগন বেহায়াপনা করতেন নিজস্ব গন্ডীর ভিতরে। যার নাম ছিল রং মহল। বাঈজী নাচানোই ছিল সেই মহলের মূল আর্কষন সাথে মদ্যপান। আমরা একবিংশ শতাব্দীর সভ্য সমাজ রাজা-বাদশাদের মত অসভ্য ভাবে চুপি-চুপি বাঈজী নাচাই না। আমরা সভ্য তাই আমাদের কর্মের মাঝেও সেই ছাপ সুস্পষ্ট। তাইতো আমরা সাংস্কৃতির মোড়কে বাঈজী নাচাই উন্মুক্ত মঞ্চে নৃত্য শিল্পী হিসেব। একটা সময় ছিল বিভিন্ন কাবিলা থেকে যুবতী মেয়েদের ধরে এনে বিক্রি করা হতো ধনাট্যদের কাছে। আজ আমরা একবিংশ শতাব্দীর সভ্য সমাজের বাসিন্দা, আমরা নিজেরাই নিজেদের বিক্রি করি কখনো তা হয় ফটো সুন্দরীর নামে কখনো বা ভিন্ন কোন নামে। তবে হ্যাঁ আমরা কিন্তু রাজা-বাদশাদের মত নই আমরা একবিংশ শতাব্দীর সভ্য সমাজ।





হয়তো সেদিন আর খুব বেশী দূরে নয়, আমাদের পরবর্তী প্রজন্ম প্রশ্ন করবে আচ্ছা লজ্জা কি জিনসি?





ঢাকা ভার্সিটিতে পড়ে এক মেয়ে বন্ধু গতকাল ফোন করে চানতে চাইল আমাদের দেশে যে টিভিতে বা বিলবোর্ডে বিভিন্ন পন্যের বিজ্ঞাপন যে হয়, তার জন্য কি কোন নীতিমালা আছে? পাল্টা প্রশ্ন করলাম কেন? ও বলল দেখ বিশেষ করে ছেলের জন্য যে সকল পন্যের বিজ্ঞাপন আমরা দেখি সেখানে দেখা যায় মেয়েদের উপস্থিতি। তার প্রশ্ন ছেলেদের পন্যের বিজ্ঞাপনে মেয়েদের ব্যবহার করা যাবেনা এই ধরনের কোন নীতিমালা কি আছে? বললাম না। তারপরে চামড়া সুন্দরী প্রতিযোগিতা নিয়ে বেশ কিছু কথা হলো, এক পর্যায়ে ফ্রেন্ডটা বলল কোন সভ্য মেয়ে এ জগতে পা রাখবে না তার ধারনা। প্রশ্ন করলাম কেন আসবে না? ও ‍বলল তার কয়েকজন বান্ধবী মডেলিং করে তাদের অবস্থা দেখে তার এই ধারনা জন্মেছে। পেশাগত কারনে কিছু মডেলদের নিয়ে কাজ করতে হয়েছে সেই অভিজ্ঞতার কথা না হয় বাদ দিলাম। কিন্তু প্রশ্ন হলো আমাদের সমাজ সভ্যতার মোড়কে সাংস্কৃতির নামে চামড়া সুন্দরীদেরকে কি নিষিদ্ধ পল্লীর দিকে ঢেলে দিচ্ছে না?

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: যদি কিছু বলি তারা বলবে গণতান্ত্রিক অধিকার হরন করছি। গণতন্ত্রের সাথে যে দ্বায়িত্বশীলতা, দায়বদ্ধতা থাকে তা কে দেখবে?

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১

বাংলার হাসান বলেছেন: যদি কিছু বলি তারা বলবে গণতান্ত্রিক অধিকার হরন করছি। গণতন্ত্রের সাথে যে দ্বায়িত্বশীলতা, দায়বদ্ধতা থাকে তা কে দেখবে? সহমত চে

২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫

একজন আরমান বলেছেন:
এইডা জানতে কি কারো বাকি আছে নাকি মিয়া ভাই?

তয় ফারাক হইলো কেউ উচু তলার আর কেউ নিচু তলার। কারো দাম ২০০ টাকা আর কারো ২০০০০০ !

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩

বাংলার হাসান বলেছেন: কারো দাম ২০০ টাকা আর কারো ২০০০০০ ! মগর কাম কইলাম একই :P :P :P

৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


একজন আরমান বলেছেন:
এইডা জানতে কি কারো বাকি আছে নাকি মিয়া ভাই?

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

বাংলার হাসান বলেছেন: ! :( :( :( :(

৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১১

হুদাই আল-খুচাই বলেছেন: আমরা আসলে সভ্যতার নামে অসভ্যতাকে গ্রহণ করছি। যখন বুঝবো তখন ফিরে আসার আর কোন পথ থাকবে না।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

বাংলার হাসান বলেছেন: সহমত

৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬

হুমায়ুন তোরাব বলেছেন: 200taka r 2000tk er farak.

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

বাংলার হাসান বলেছেন: :( :( :( :(

৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:২২

মহসিন আহমেদ বলেছেন: 200000 বেশি বলে ফেলছেন। দুনিয়াতে সবকিছুর দাম বাড়লেও এদের দাম কিন্তু দিন দিন কমছেই!

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

বাংলার হাসান বলেছেন: কথাটা মিছা কন নাই।

৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: হে হে-সমাজ গেছে গা ভাই, আর ঠিক হওয়ার কোনো লক্ষন নাই! :( :( :( :(

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০

বাংলার হাসান বলেছেন: চেষ্টা করতে দোষ কি? আসুন সবাই মিলে চেষ্টা করে বদলে ফেলি সভ্যতার নামে এই র্নিলজ্জতাকে।

৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৮

নদীর তীরে বলেছেন: পুরুষ রা বাচাই করে নিজেদের জন্য আর মেয়েরা তাতে পা দেয় । মিডিয়া জগত কত অশ্লীল আর নোংরা তা কেউ না দেখলে বুঝবেনা ।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

বাংলার হাসান বলেছেন: মিডিয়া জগত কত অশ্লীল আর নোংরা তা কেউ না দেখলে বুঝবেনা । সহমত

৯| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

নুর ফ্য়জুর রেজা বলেছেন: "চামড়া"র রং নিয়ে দৈনতায় ভুগা বাঙ্গালীর কাছ থেকে এর চাইতে বেশি কিছু কিন্তু আশা করা যায় না !!

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

বাংলার হাসান বলেছেন: হুমম

১০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১৪

দি সুফি বলেছেন: ভাই কি বলতেছেন এইগুলান! এগুলাতো মেয়েদের অধিকার আদায়। তারা যদি নিজেদেরকে আরো বেশি বেশি মেলে ধরতে না পারে, তাহলে সমাধিকার আদায় হবে কেমন করে? :-<

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৮

বাংলার হাসান বলেছেন: :( :( :( :( তারা যদি নিজেদেরকে আরো বেশি বেশি মেলে ধরতে না পারে, তাহলে সমাধিকার আদায় হবে কেমন করে?

১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৮

একজন নিশাচর বলেছেন: আগে রাজা-বাদশাদের কাছে মেয়েরা বিক্রি হত আর এখন তারা নিজেরাই নিজেদের বিকিয়ে দেয়। আফসোস।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

বাংলার হাসান বলেছেন: আগে রাজা-বাদশাদের কাছে মেয়েরা বিক্রি হত আর এখন তারা নিজেরাই নিজেদের বিকিয়ে দেয়। সহমত

১২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯

দয়াল সাহেব বলেছেন: হিন্দুরা ভাইয়েরা মাইন্ড খাইয়েন না । বাস্তব ঘটনা ..

রাজশাহীর রিভারভিউ স্কুলে এক হিন্দু গার্ডিয়ানের খোলামেশা পোশাক দেখে বিরক্ত হয়ে তাকে শালীনতার জন্য বলা হলো। সে বললো, " ভগবান আমাকে সুন্দর করে গড়েছেন। আর সুন্দর জিনিষ মানুষকে দেখাতে হয় । "

এখন ভেবে দেখেন দায়ী কে ?

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

বাংলার হাসান বলেছেন: চিন্তার বিষয়

১৩| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: চিন্তাদায়ক পোষ্ট !

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

বাংলার হাসান বলেছেন: হয়তো

১৪| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

আহলান বলেছেন: হুমমম .... সঙ্সকৃতি অগ্রাসন ... ভারতে সুইস পর্যটক গন ধর্ষনের শিকার ... ... মুন্নি বদনাম হুই ব্লা ব্লা আইটেম সঙ এর দেশ পাশেই আছে , সেখান থেকে ভেসে আসা কালচারে আমরা ভেসে যাচ্ছি .....

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

বাংলার হাসান বলেছেন: আমরা কি ভেসে যাচ্ছি না বিলিয়ে দিচ্ছি?

১৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো বলেছেন।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১

বাংলার হাসান বলেছেন: ভাল কথার ভাত নাই। (মন খারাপের ইমো হইবেক)

১৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০

মুশাসি বলেছেন: ভাই রাস্তার বিলবোর্ড গুলোর দিকেও তাকানো যায় না X(

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১

বাংলার হাসান বলেছেন: ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.