![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
বর্তমান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুল ব্যবহৃত একটি বাক্য অর্জন এবং বর্জন। এই অর্জন এবং বর্জনের মেরুকরন চলছে দুটি রাজনৈতিক জোটে। ভোটের রাজনীতিতে এই অর্জন এবং বর্জন কতটুক প্রভাব ফেলবে তা দেখা নিয়েও সাধারন জনগনের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারী দলীয় জোটের নেতাদের ভাষ্য দেশের ১৬ কোটি জনগন তাদের সাথে আছে, এবং তাদের সরকারের নেয়া প্রদক্ষেপের কারনে দেশের মানুষ উন্নয়নের জোয়ারে সুপারির খোলে ভাসছে। আদৌ কি সুপারির খোলে কেউ ভাসছে? অন্যদিকে বিরোধী জোট বলছে বর্তমান সরকারী জোট রাষ্ট্র পরিচালনায় পুরোপুরী ব্যর্থ, জনগন এই ফ্যাসিবাদী সরকারের পতন চায়। এবং দেশের ১৬ কোটি জনগন তাদের সাথে। তারা ১৬ কোটি জনগনকে সাথে নিয়ে এই ফ্যাসিবাদী সরকার পতন ঘটাবে। তবে কি দেশের জনসংখ্যা ৩২ কোটি?
ভোটের হিসেবের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় কোন দলই দেশের মোট জনসংখ্যার ৪০% মানুষের সাপোর্ট পায় না। সেদিক থেকে বলা যায় জনগনের বৃহত অংশই একক কোন দলের সাপোর্টার নয়। উন্নত বিশ্বে স্যোসাল মিডিয়া গুলো ভোটের রাজনীতিতে যতটা প্রভাব ফেলে আমাদের দেশে কিন্তু তা সম্ভব নয়। কেননা আমাদের দেশের স্যোসাল মিডিয়ায় যাদের বিচরন তাদের সংখ্যা মোট জনগনের ১% ও না। বর্তমান তরুন প্রজন্ম যদি সত্যিকারেই এই দুই স্বার্থপর রাজনৈতিক জোট ও অসভ্য রাজনৈতিক খেলা থেকে দেশ প্রেমে উদ্ভুদ্দ হয়ে দেশ ও জনগনের কল্যান করার ইচ্ছে পোষন করে তবে তাদেরকে দেশের মুল জনশক্তি অর্থাৎ কৃষক,শ্রমিক,মুজুর সহ খেটে খাওয়া জনগনের বৃহত অংশের কাছে পৌছাতে হবে। তবেই দেশ থেকে ঝেটিয়ে বিদায় করা সম্ভব হবে সকল অপশক্তিকে।
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
বাংলার হাসান বলেছেন: হয়তো
২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: ১৬ কোটি জনগনকে সাথে নিয়ে এই ফ্যাসিবাদী সরকার পতন ঘটাবে। তবে কি দেশের জনসংখ্যা ৩২ কোটি? হা হা +++++
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
বাংলার হাসান বলেছেন: দুই দলের কথা শনলে মনে হয় দেশের জনসংখ্যা ৩২ কোটি
৩| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০
একজন আরমান বলেছেন:
সানড্যান্স বলেছেন: একদিন হয়ত পৌছাবে, হয়ত অপশক্তি দূর হবে!
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
বাংলার হাসান বলেছেন: হয়তো
৪| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
আলাপচারী বলেছেন: অভিনন্দন । মূল হোল তৃণমূলের মানুষ। তাদের কাছে যেতে হবে।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৮
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
সে রকমই মনে করি। মূল হোল তৃণমূলের মানুষ। তাদের কাছে যেতে হবে।
৫| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
আশিক মাসুম বলেছেন: যেদিন আমরা সবাই নিজের কাজটা ঠিক করে করতে পারব সেদিন।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
বাংলার হাসান বলেছেন: সেই দিনটা কি আদৌ আসবে?
৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪
রেজোওয়ানা বলেছেন: যেদিন আমারা দলীয় রাজনৈতিক বিশ্বাসের কাছে নিজের বিবেচনা, নৈতিকতা বোধ বিকিয়ে দেয়াটা রোধ করতে পারবো, সেদিন একমাত্র সুদিন আসবে।
তার আগ পর্যন্ত এটাই চলতে থাকবে।
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮
বাংলার হাসান বলেছেন: সেই দিনটা কি আদৌ আসবে?
৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি স্বপ্ন দেখি সেই দিনের আসবে আসতেই হবে।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
বাংলার হাসান বলেছেন: আমি স্বপ্ন দেখি সেই দিনের আসবে আসতেই হবে। সে জন্য এগিয়ে আসতে হবে তরুন সমাজকে, আমরা কি আসতে রাজি আছি?
৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩
মুশাসি বলেছেন: ঘটনা সেই ইরাক ইরান যুদ্ধের মতো। উভয় পক্ষের দাবী ঠিক হলে দুই দেশেই সব মানুষ যুদ্ধে দুইবার মারা গিয়েছিলো।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭
বাংলার হাসান বলেছেন: অবস্থা দেখে সেরকমই মনে হয়।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
সানড্যান্স বলেছেন: একদিন হয়ত পৌছাবে, হয়ত অপশক্তি দূর হবে!