![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
গত ১১ মার্চ ২০১৩ রোজ সোমবার, সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকার একটি রিপোর্ট হুবহুব তুলে দিলাম।
কুইক রেন্টালের উদ্যেগক্তারা চাচ্ছে এদেশে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ
স্টাফ রিপোর্টঃ এদেশে কর্মরত কুইক রেন্টাল বিদ্যুৎ কোম্পানীর উদ্যোক্তারা এখন দীর্ঘমেয়াদি ব্যবসা চালানোর চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে অধিকাংশ কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন এসব কুইক রেন্টালের উদ্যোক্তরা ইজিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি) বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন পেতে জোর দৌড়ঝাঁপ শুরু করেছে। যাতে তারা দীর্ঘমেয়াদি এদেশে বিদ্যুৎ ব্যবসা অব্যাহত রাখতে পারে। এজন্য ইতোমধ্যে কয়েকটি ভাড়াচালিত বিদ্যুৎ কেন্দ্রই তাদের কেন্দ্রের ধরন পরিবর্তনের জন্য আবেদন করেছে। এক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে- একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দীর্ঘসময় খরচ না করে বরং এসব কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকেই এখন থেকে বিদ্যুৎ কেনা হোক। কিন্তু উদ্যোক্তাদের এ যুক্তি মানতে নারাজ এদেশের বিদ্যুৎ বিশেজ্ঞরা। তাদের মতে ভাড়ায চালিত বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে কখনোই দেশের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মুলত স্বল্পমেয়াদে দ্রুত উৎপাদনের জন্য এ দরনের প্রকল্প হাতে নেয়া হয়।
এক্ষেত্রে উচ্চ দামে বিদ্যুৎ কিনতে গিয়ে রাষ্ট্রকে বিশাল ভর্তুকি গুনতে হয়। সেক্ষেত্রে নিদিষ্ট মেয়াদ শেষে এসব বিদ্যুৎ কেন্দ্রকে স্থায়ী হওয়ার সুযোগ দিলে রাষ্ট্রের ভর্তুকির চাপ সামাল দেয়া কঠিন হয়ে দাঁড়াবে। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের বিদ্যুৎ বিপর্যয় দ্রুত সামাল দিতে বর্তমান সরকার ক্ষমতাসীন হয়েই মিশ্র জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহন করে। এজন্য বিপুল ভর্তুকি দিয়ে উচ্চমূল্যের ফার্নেস অয়েল ও ডিজেল আমদানি করতে হয়। কারন দেশে কর্মরত কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে দুটি ছাড়া বাকিগুলো তরল জ্বালানি নির্ভর। এসব বিদ্যুৎ কেন্দ্র চালাতে গিয়ে বিশ্ববাজার থেকে উচ্চ মূল্যে কেনা তরল জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়ায় বেড়ে গেচে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমান। চলতি বছরের প্রখম ৬ মাসে এ খাতে সরকারের ভর্তুকি দিতে হয়েছে ৬ হাজার ৮৫ কোটি টাকা। আহামি অর্থবছরে এ ভর্তুকির পরিমান বেড়ে দাঁড়াবে ৮ হাজার ২২৭ কোটি। পিডিবিরও আশঙ্কা তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর নির্ভরতা না কমানো গেলে ভর্তুকি আগামীতে আরো বাড়বে।
রিপোর্টটিতে আরো অনেক কিছু উল্লেখ করা হয়, পিডিবিতে কর্মরত এক বড় ভাইয়ের সাথে আলাপ করে রিপোর্টটি যে সঠিক তা জানতে পারলাম। এখন প্রশ্ন হলো জাতির ঘাড়ে সিন্ধাবাদের ভূতের মত চেপে বসা কুইক রেন্টাল থেকে আমরা কতটুক উপকৃত? আমাদের দেশের বৃহৎ জন সাধারন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত, দেখা যাচ্ছে সরকার শুধু মাত্র কুইক রেন্টালে যে ভর্তুকি দিচ্ছে তার অর্ধেকও দিচ্ছেনা দেশের ৭০% মানুষ নিজেদের জীবিকা ধারন করে যে কৃষিখাত থেকে সেই কৃষিখাতেও। তাহলে একটি বিশেষ শ্রেণীর জন্য খেটে খাওয়া মানুষের ভ্যাট,টেক্স এর টাকা নিয়ে তা ব্যয় করা হচ্ছে কুইক রেন্টাল নামক দলীয় কিছু ব্যবসায়ীর ভর্তুকির জন্য। স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু মুক্তি পাইনি, তাইতো স্বাধীনতার ৪২ বছর পার হবার পরেও স্বাধীনতার বিরোধীদের বিচারের দাবী নিয়ে রাস্তায় নামতে হয় স্বাধীনতার স্বপক্ষের দাবীদার দলটি সরকারে থাকার পরেও। এতেই কি প্রমানতি হয় না এরা আসলে স্বাধীনতার স্বপক্ষের দাবীদার বলে নিজেদের তুলে ধরে শুধু মাত্র ক্ষমতার বৈতরী পার হবার জন্য।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯
বাংলার হাসান বলেছেন: খালি আপচুচ করমু আর বেশি বেশি বিদ্যুৎ বিল দিমু। এই কথা না বলে আসেন প্রতিবাদী হই।
২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮
নিয়েল ( হিমু ) বলেছেন: সুন্দর বলছেন । তবে ছাগলদের কে মনে হয় উষ্কে দিলেন তারা ভাববে আপনি তো তাদের পক্ষে বলেছেন
২০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৭
বাংলার হাসান বলেছেন: নিয়েল ( হিমু ) ভাই সব জায়গায় সব কিছু খুজতে যাওয়াটা কি ঠিক? আর বর্তমান সরকার জামাতরে যে উপকার করেছে এবং মুক্তিযুদ্ধের যে ক্ষতি সাধন করেছে তা বিগত কেউ করে নাই। সামনা সামনি কথা হলে বিস্তারিত বলবো।
৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২
রি হোসাইন বলেছেন: আমার কাছে এমন কিছু পরিকল্পনা আছে যাতে বিদ্যুৎ ক্ষেত্রে বিরাট সাফল্য এনে কমপক্ষে প্রায় ৪৫% ফুয়েল আমদানি কমানো যায়।
আমি এই বিষয়ে দিকনিরদেশনা মুলক একটা আর্টিকেল লিখেছিলাম। দেখতে পারেন।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
বাংলার হাসান বলেছেন: আপনার আর্টিকেলটা যদি আমার ফেসবুক মেসেজ দেন খুব উপকার হতো।
৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: +++++++++++
২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৮
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২
আশিক মাসুম বলেছেন: আরো এক জোরা সাগর রুনিকে মনে হয় এই পৃথিবী ছেড়ে চলে যাবে ।
২০ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪
বাংলার হাসান বলেছেন: মনে হয়, যেই সাংবাদিক এই রিপোর্ট করেছে তাকে অলরেডি হুমকি দেয়া হয়েছে এই বিষয় নিয়ে যেন আর রিপোর্ট না করে।
৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯
একজন আরমান বলেছেন:
প্রতিবাদ কইরা কার *ল ছিরমু?
ইলেকশনে তো সেই দলগুলারেই ভোট দিবেন যারা উল্টা জনগণের *ল ছিরতে ব্যাস্ত !
২০ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪
বাংলার হাসান বলেছেন: আরমান গত নির্বাচনে “না” ভোট দেয়ার সুযোগ ছিল এবার কিন্তু তাও নাই। চলো আমরা দাবী তুলি ”না” ভোটের বিধান পুনেরায় চালু করা হোক। তাহলে এবার নির্বাচনে খেলাটা জমবে ভাল।
৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩
মাক্স বলেছেন: দুর্ভাগা জাতি।
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
বাংলার হাসান বলেছেন:
৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
সব হইল তামাশা আর আমরা হইলাম সেই তামাশার বলির পাঠা ।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯
বাংলার হাসান বলেছেন: তবে আসুন না, আমরা এক হয়ে এই সকল রাজনৈতিক দলগুলোকে ঝেঁটিয়ে বিদায় করি।
৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৮
একজন আরমান বলেছেন:
না ভোটের পক্ষে আমি নাই।
না ভোট হল ভোট নষ্ট করা। তার থেকে নতুন সতন্ত্র কোন দলকে ভোট দেয়ার পক্ষে আমি। কারণ নতুন কিছু আসা উচিৎ। ৪২ বছরের পুরনো মদ হলে খেতে ভালো লাগতো, কিন্তু ৪২ বছরের পুরনো রাজনীতি ভালো লাগছে না আর।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৮
বাংলার হাসান বলেছেন: তাহলে আসো আমরা তরুন প্রজন্ম সেই নতুন ধারা সৃষ্টি করি, কাজ করি তৃনমুল মানুষকে নিয়ে। ছুটে যাই দেশের এক প্রন্তর থেকে অন্য প্রান্তরে। হয়তো সময় লাগবে কিন্তু সত্যিকারের একটি মানদন্ড তৈরী হবে।
১০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৩
একজন আরমান বলেছেন:
হুম। সেইটা শুরু করা যায়।
সাথে আছি।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪২
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ তবে রেডি থাইকো
১১| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
যুবায়ের বলেছেন: কুইক রেন্টাল কখনো সুস্হ সমাধান নয়...
এইসব কুইক রেন্টালের বিদ্যূৎ কিনতে সরকারকে ভর্তূকি দিতে হচ্ছে
এবং বাড়তী দাম দিতে হচ্ছে গ্রাহককে।
তাই নতুন করে আর কুইকরেন্টালের ফাঁদে পা দেয়া সরকারের বোকামী হবে এবং জনভোগান্তী বাড়বে।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
বাংলার হাসান বলেছেন: তাই নতুন করে আর কুইকরেন্টালের ফাঁদে পা দেয়া সরকারের বোকামী হবে কি বলছেন ব্রো আবদার কারীরাতো নিজ দলের লোক, এখন যদি আবদার পূরন না করা হয় তাহলে পরে সুযোগ আসে কিনা তারতো গ্যারান্টি নাই।
১২| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
ঘুড্ডির পাইলট বলেছেন: কুইক পুটু মারা।
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৭
বাংলার হাসান বলেছেন: তাইতো দেখছি
১৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২
মুশাসি বলেছেন: সব আমাগো পোড়া কপাল, যে যেম্নে পারে লুটতেছে।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
বাংলার হাসান বলেছেন:
১৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
মনুমনু বলেছেন: সোলার প্যনেল করার জন্য পাবলিকরে টাকা দিলেও তো ভালা হইত
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
বাংলার হাসান বলেছেন: পাবলিকরে টাকা নয় ঠিক মত অনুমোদন দিলেও দুঃখ ছিল না, লোকজন নিজের টাকায় বিদুৎ তৈরী করে নিত।
১৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
মনুমনু বলেছেন: সঠিক,অনুদান হলেও চলত
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
বাংলার হাসান বলেছেন: অনুদান নয় অনুমোদন হবে মনে হয় শব্দটা।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭
একজন আরমান বলেছেন:
হায়রে !
কি আর কমু?
খালি আপচুচ করমু আর বেশি বেশি বিদ্যুৎ বিল দিমু।