![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
ঐতিহাসিক ২৩শে মার্চ ১৯৭১, স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক পতাকা দিবস পালন করা করা হয়, জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজ ও গান ফায়ারের মাধ্যমে স্বশ্রদ্ব সম্মান জানিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। ছবিতে পেছনে দন্ডায়মান ছাত্রলীগের চার খলিফা খ্যাত স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা আ স ম আবদূর দর, আবদুল কুদ্দুস মাখন, নুরে আলম সিদ্দিকি, শাহজাহান সিরাজ, গান ফায়ার করছেন কামরুল আলম খান খসরু, পতাকা উত্তোলন করছেন হাসানুল হক ইনু,
ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, কথাটা আমরা প্রায় বলি অথচ আমরা কি আদৌ তা মেনে ইতিহাসের ভুল থেকে কোন শিক্ষা আজও নিয়েছি? ছোট্ট এই বিষয়ের উপর তর্ক-বিতর্ক করে পার করে দেয়া যাবে রাতের পর রাত, তবুও শেষ হবে না আলোচনা। গতকাল থেকে আজ সারাদিন এই আশায় ব্লগে চোখ রেখেছি যে কেউ হয়তো “২৩শে মার্চ ১৯৭১” নিয়ে কোন লেখা দিবে। কিন্তু হতাশ হতে হলো, আমরা দাবী করি নিজেদেরে মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক বলে। স্লোগান দেই নিজেদের দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা বলে অথচ “২৩শে মার্চ ১৯৭১” নিয়ে ছোট্ট একটা লেখাও দিতে কাউকে দেখলাম না। চেতনা ব্যবসায়ীরা আজ কোথায়? ১৯৭১ এ ২৩শে মার্চ সারা বাংলাদেশে পাকিস্তান দিবসের পরিবর্তে প্রতিরোধ দিবস পালিত হয়। পাকিস্তানী পতাকার পরিবর্তে সর্বত্র বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এখানে ১৯৭১ এর ২৩শে মার্চ নিয়ে করা ২৪শে মার্চ ইত্তেফাক পত্রিকার একটি রিটপার্ট তুলে দিলাম।
দৈনিক ইত্তেফাক, ২৪ মার্চ ১৯৭১
আমরা শুনেছি ঐ, মাভৈঃ মাভৈঃ
মাভৈঃ ৭১-এর তেইশে মার্চের সুরঃ
(স্টাফ রিপোর্টার)
বিক্ষুব্ধ বাংলার বুকে অহিংস অসহযোগ আন্দোলনের উত্তাল তরঙ্গের আঘাতে আঘাতে ঐতিহাসিক লাহোর প্রস্তাব গ্রহণের স্মারক দিবস ২৩শে মার্চ গতকাল (মঙ্গলবার, ২৩ মার্চ) চিরাচরিত আনুষ্ঠানিকতায় আর পালিত হয় নাই। বাংলার মুক্তি ও স্বাধিকার আন্দোলনের রক্তঝরা পটভূমিকায় ‘স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে গতকালের (২৩ মার্চ) দিন বাংলাদেশব্যাপী ‘প্রতিরোধ দিবস' হিসাবে পালিত হইয়াছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় সরকারি-বেসরকারি ভবনসমূহে, বাড়ি-ঘরে, যানবাহনে কালো পতাকার পাশাপাশি গতকাল সংগ্রাম পরিষদ পরিকল্পিত স্বাধীন বাংলার পতাকা উড্ডীন করা হয়। ঢাকা শহর সামরিক কড়া বেস্টনির ছত্রছায়ায় বিমানবন্দর ভবনটিতে পাকিস্তানের পতাকা উড়িতে দেখা যায়। সংরক্ষিত এলাকা প্রেসিডেন্ট ভবন ও ল্যাটভবনে পাকিস্তানের পতাকা ছিল। এছাড়া রাজধানীর সকল সরকারি ভবন-বাংলা পরিষদ ভবন, সুপ্রিমকোর্ট, হাইকোর্ট, সেক্রেটারিয়েট শেখ সাহেবের বাসভবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা বেতার কেন্দ্র, টেলিভিশন কেন্দ্র প্রভৃতি স্থানে কালো পতাকার পাশাপাশি ‘স্বাধীন বাংলা' পতাকা উড্ডীন করা হয়। গতকাল প্রতিরোধ দিবস পালন উপলক্ষে রাজধানী ঢাকার গণজীবনে গণআন্দোলনের সাগরে ভরাকাঁঠালের জোয়ার দেখা দেয়। ছাত্র সংগ্রাম পরিষদের ব্যবস্থাপনায় আউটার স্টেডিয়ামে স্বাধীনতা আন্দোলনের অগ্রসৈনিক ছাত্রছাত্রীর যে বীরোচিত কুচকাওয়াজ পরিবেশন করেন, স্বাধিকার পিপাসু হাজার হাজার নর-নারী আনন্দ উদ্বেল কিন্তু বজ্রকঠোর শপথের দ্যুতিতে দীপ্ত এক অপূর্ব পরিবেশে তাহা অবলোকন করেন। বাংলার তরুণদের এই কুচকাওয়াজের মধ্য দিয়া গতকাল (২৩ মার্চ) বাংলার আকাশে-বাতাসে বাঙালিরা মানুষের মতো মরিবার ও বাঁচিবার আত্মপ্রত্যয়ের যে অনির্বাণ স্বাক্ষর রচনা করিয়াছে তাহা অতুলনীয়, অদৃশ্যপূর্ব, অশ্রুতপূর্ব। সকাল হইতে রাত পর্যন্ত ঢাকার রাস্তার বীর বাঙালির অগণিত মিছিল শুধু কামনা-বাসনা ও আকাঙ্ক্ষার ধ্বনিতে প্রতিধ্বনিত করিয়া গিয়াছে অবিশ্রান্ত জলধারার মতো। মিছিলে মিছিলে সভা-সমিতিতে জনতার কণ্ঠ যেন কেবলি বলিতে চাহিয়াছে ঃ
‘শুকনো গাঙ্গে আসুক
জীবনের বন্যা উদ্দাম কৌতুক
ভাঙ্গনের জয়গান গাও
জীর্ণ পুরাতন যাক ভেসে যাক'
আমরা শুনেছি ঐ
মাভৈঃ মাভৈঃ মাভৈঃ
গতকাল ছিল বঙ্গবন্ধুর নির্দেশে সরকারি ছুটির দিন।
স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক এই দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি অনুযায়ী গতকাল ভোরে প্রভাত ফেরি, শহীদানের মাজার জেয়ারত, বিভিন্ন সরকারি-বেসরকারি বাসভবন এবং প্রতিষ্ঠানে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন, আউটার স্টেডিয়ামে জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠান এবং স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক সংগ্রাম পরিষদ কর্তৃক বায়তুল মোকাররম প্রাঙ্গণে জনসভা অনুষ্ঠান করা হয়।
এবার চেতনা ব্যবসায়ীদের নিকট প্রশ্ন কি কারনে ঐতিহাসিক ২৩শে মার্চ নিয়ে তারা মুখে কুলুপ এঁটেছে?
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১২
বাংলার হাসান বলেছেন: না আমার কাছে লিংক নাই। আমি এটা সংগ্রহ করেছি তৎকালীন “সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের“ একজন লিডার ও মুক্তিযোদ্ধার কাছ থেকে।
২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
স্বপনবাজ বলেছেন: হুম !
পোষ্টে ++ !
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুন তথ্য বহুল পোষ্ট হাসান ভাই। +++++
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮
ঘুড্ডির পাইলট বলেছেন: সুন্দর লেখনিতে বলে গেছেন বিরল ইতিহাস।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:২০
বাংলার হাসান বলেছেন: আমরা নিজেদের দাবী করি দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা অথচ ............
৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০১
চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর।+
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৫
একজন আরমান বলেছেন:
দারুন কালেকশন।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
চেষ্টা করেছি প্রকৃত বীরদের কথা তুলে ধরার, রাজনৈতিক কারনে আজ একেকজন একেক পথের যাত্রী, কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ন একটি দিন ২৩শে মার্চ ১৯৭১।
৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৭
নানাভাই বলেছেন: থ্যান্কু জানাইলাম।
পেছনে তো ৬ জন আছেন, কে কোনটা ছবিতে পরিচয় থাকলে আরো ভালো হইবেক।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
বাংলার হাসান বলেছেন: ছবিতে পেছনে দন্ডায়মান ছাত্রলীগের চার খলিফা খ্যাত স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা সর্বজনাব আ স ম আবদূর দর, আবদুল কুদ্দুস মাখন, নুরে আলম সিদ্দিকি, শাহজাহান সিরাজ, গান ফায়ার করছেন জনাব কামরুল আলম খান খসরু, পতাকা উত্তোলন করছেন জনাব হাসানুল হক ইনু,
৮| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১১
রুদ্র মানব বলেছেন: দারুণ তথ্যসহ অসাধারণ পোস্ট । ভাল লাগা রইলো ++++++
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো
৯| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৫
একজন নিশাচর বলেছেন: অ সা ধা র ন!!!
+++
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো
১০| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১১
zahir বলেছেন: ছবিতে পেছনে দন্ডায়মান ছাত্রলীগের চার খলিফা খ্যাত স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা সর্বজনাব আ স ম আবদূর দর, আবদুল কুদ্দুস মাখন, নুরে আলম সিদ্দিকি, শাহজাহান সিরাজ, গান ফায়ার করছেন জনাব কামরুল আলম খান খসরু, পতাকা উত্তোলন করছেন জনাব হাসানুল হক ইনু,
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ স্যার, আপনি নিজেও তৎকালীন “সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষেদ” এর একজন এবং মুক্তিযোদ্ধা ও শহীদের সন্তান। আপনাদের উচিৎ নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সাহায্য করা।
১১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৯
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: অনেক কিছু জানতে পারলাম +++++++++
২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো
আমাদের উচিৎ নিরপেক্ষভাবে ইতিহাসের অজানা অধ্যায় গুলো সামনে নিয়ে আসা, তবেই ইতিহাস বিকৃত বন্ধ হবে।
১২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সত্যিই লজ্জা লাগছে যে জিনিসটা আমি জানি না। ধন্যবাদ দিয়ে ছোট করবো না কৃতজ্ঞতা রইলো। শেযার্ড।
২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
বাংলার হাসান বলেছেন: লজ্জার কিছু নাই, আমি নিজেও জানতাম না। যদি তৎকালীন “সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ” এর লিডার ও মুক্তিযোদ্ধা কিছু নির্দলীয় প্রবীন মানুষ এর দেখা না পেতাম তবে আমিও আপনার মতই থাকতাম অন্ধকারে।
১৩| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০
মাহমুদা সোনিয়া বলেছেন: ভালো লাগলো।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৭
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ
১৪| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ভালো লিখা, তবে আরেক ৭১ আসতে বুজি আর দেরি নেই...
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
তবে আরেক ৭১ আসতে বুজি আর দেরি নেই... সহমত
১৫| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭
মাক্স বলেছেন: ১০ম প্লাস!
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
১৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪
বুনো বলেছেন: না জানা ইতিহাস জানলাম। ধন্যবাদ ভাই।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:১২
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
ইতিহাসের পাতা খুঁড়ে আনতে হবে ইতিহাসের পিছনে লুকায়িত ইতিহাসকে
১৭| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১২
আবু নাজিব বলেছেন: আমরা হচ্ছি নতুন প্রজন্মের ইতিহাস বিস্মৃত সময়ের হাওয়ায় দোল খাওয়া হুজুগে বাঙালী।
২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬
বাংলার হাসান বলেছেন: বড়ই চিন্তার বিষয়
১৮| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
হাসান মাহবুব বলেছেন: ২৩শে মার্চের কথা জানতাম না। খুব ভালো করেছেন পোস্টটা দিয়ে।
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
আামদের ইতিহাসের আছে যেমন উজ্জল দিক ঠিক তেমনি আছে কিছু অন্ধকার দিকও।
১৯| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
বোকামন বলেছেন: ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, কথাটা আমরা প্রায় বলি অথচ আমরা কি আদৌ তা মেনে ইতিহাসের ভুল থেকে কোন শিক্ষা আজও নিয়েছি?
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
বাংলার হাসান বলেছেন: হুমম!!!!!!!!!!!
২০| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
াহো বলেছেন: স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধু
২৩ মার্চ, ১৯৭১।
Click This Link
আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের সামরিক কায়দায় অভিবাদনের মধ্য দিয়ে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বাসভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এ সময় 'জয় বাংলা, বাংলার জয়' গানটি সমবেত কণ্ঠে পরিবেশিত হয়।
পাকিস্তান দিবসে ঢাকার প্রেসিডেন্ট ভবন ও সেনাবাহিনীর সদর দফতর ছাড়া বাংলাদেশে আর কোথাও পাকিস্তানের জাতীয় পতাকা ওড়েনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের দিনটিকে 'ঐতিহাসিক লাহোর প্রস্তাব দিবস' হিসেবে পালন করার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছিলেন এবং সে অনুযায়ী আজ তিনি সারা বাংলায় সরকারি ছুটি ঘোষণা করেন।
অসহযোগ আন্দোলনের এই দিনে মুক্তি পাগল মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাধীন বাংলাদেশের পতাকা হাতে বঙ্গবন্ধুর বাসভবনের দিকে দৃপ্ত পদক্ষেপে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' শ্লোগান দিয়ে এগিয়ে যায়।
ঢাকায় সেক্রেটারিয়েট ভবন, হাইকোর্ট ভবন, পরিষদ ভবন, ইপিআর সদর দফতর, রাজারবাগ পুলিশ সদর দফতর, ঢাকা বেতার ভবন, ঢাকা টেলিভিশন ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, টেলিফোন ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, প্রধান বিচারপতি ও মুখ্য সচিবের বাসভবনসহ সমস্ত সরকারি-বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা তোলা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাধীন বাংলার পতাকা তোলার সময় সেনাবাহিনীর সদস্যরা বাধা দিলে ছাত্র-জনতা তা উপেক্ষা করে পতাকা তোলেন।
স্বাধীন বাংলাদেশ কেন্দ ীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও কেন্দ ীয় শ্রমিক সংগ্রাম পরিষদ আজ 'প্রতিরোধ দিবস' পালন করে। এ উপলক্ষে রাজধানী গণআন্দোলনের প্রবল জোয়ারে পরিণত হয়। রাজপথে লাঠি-বর্শা-বন্দুকের মাথায় স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে হাজার হাজার মানুষ 'জয় বাংলা' শ্লোগানে সারাদিন রাজধানী প্রকম্পিত করে। জনতা ভুট্টো ও সামরিক বাহিনীর বিরুদ্ধে শ্লোগান দেয়। জনতা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি এবং জুলফিকার আলী ভুট্টো ও জেনারেল ইয়াহিয়া খানের কুশপুত্তলিকা দাহ করে।
কেন্দ ীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও প্রাক্তন বাঙালি সৈনিকদের সমন্বয়ে গঠিত 'জয় বাংলা বাহিনীর' আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও মহড়া আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ এবং মহড়া শুরুতে 'জয় বাংলা' ধ্বনি এবং সামরিক কায়দায় অভিবাদনের মধ্য দিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়। এ সময় রেকর্ডে 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি' গানটি বাজানো হয়।
জয় বাংলা বাহিনীর পাঁচ শতাধিক সদস্য প্যারেড করে বঙ্গবন্ধুর বাসভবনে যান। বঙ্গবন্ধু শেখ মুজিবকে তাঁরা সেখানে অভিবাদন জানান। বঙ্গবন্ধু সালাম গ্রহণ শেষে জয় বাংলা বাহিনীর সদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণে বলেন, বাংলার মানুষ কারো করুণার পাত্র নয়। আপন শক্তির দুর্জয় ক্ষমতা বলেই আপনারা স্বাধীনতা ছিনিয়ে আনবেন। বাংলা জয় অনিবার্য।
আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ ও ড. কামাল হোসেন প্রেসিডেন্টের উপদেষ্টা বিচারপতি এ.আর. কর্নেলিয়াস, লে. জেনারেল পীরজাদা, এম.এ আহমেদ কর্নেল হাসানের সঙ্গে দুপুর এবং বিকেলে দুই দফায় দুই ঘন্টা স্থায়ী বৈঠকে মিলিত হন।
বিকেলে জাতীয় পশ্চিম পাকিস্তানী পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর বাসভবনে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে কাউন্সিল মুসলিম লীগ প্রধান, জমিয়তে ওলামায়ে প্রধান, পাঞ্জাব কাউন্সিল লীগ প্রধান ও বেলুচিস্তান ন্যাপের সভাপতি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পশ্চিম পাকিস্তানী নেতৃবৃন্দ অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, আমরা চাই দেশের মঙ্গলের জন্য সবকিছু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাক। এ সময় বঙ্গবন্ধু বলেন, আপনারা ভালো কামনা করুন, কিন্তু খারাপের জন্যও প্রস্তুত থাকুন।
বিকেলে রংপুরের সৈয়দপুরে সেনাবাহিনী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়। সন্ধ্যায় সেনাবাহিনী জোরপূর্বক সৈয়দপুর শহরের কর্তৃত্ব গ্রহণ করে কারফিউ জারি করে।
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান প্রেসিডেন্ট ভবন থেকে সেনানিবাসে গিয়ে সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেন।
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
বাংলার হাসান বলেছেন: ২৩শে মার্চ নিয়ে আপনার দেয়া লিংক এর তথ্য গুলো সঠিক নয়। নিজেই চেষ্টা করুন আশা করি আপনার চোখেই তা ধরা পড়বে, তারপরেও যদি না পারেন তবে ভুল গুলো দেখিয়ে দিব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮
ক্যাপটেন বলেছেন: তথ্যবহুল পোষ্ট। আসলে আমাদের (নতুন প্রজন্ম) কে দোষ দিয়ে লাভ নেই। আমাদের কে এসব ইতিহাস যাদের শুনানোর কথা তারা তো বিভিন্ন দলের লেজুরবৃত্তি করে ই দিন পার করছেন। পোষ্টে প্লাস।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬
বাংলার হাসান বলেছেন: আমাদের কে এসব ইতিহাস যাদের শুনানোর কথা তারা তো বিভিন্ন দলের লেজুরবৃত্তি করে ই দিন পার করছেন। সহমত, ধন্যবাদ ভাল থাকবেন,
২২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
রেজোওয়ানা বলেছেন: আপনার এই লেখাটা ফেসবুকেই পড়েছিলাম, খুবই চমৎকার একটা কাজ করেছেন!
এই ধরনের পোস্ট বেশি বেশি আসুক অন্তর্জালে......
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ,
নেমেছি আজ ইতিহাস খুঁড়ে ইতিহাসের মুল স্রষ্টাদের বের করার কাজে, জানিনা কতটুক সফল হবো। তবে চেষ্টা চলবে যতদিন বেঁচে আছি।
২৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৩
রাষ্ট্রপ্রধান বলেছেন:
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪
বাংলার হাসান বলেছেন:
২৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪
প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ শেয়ার করবার জন্য
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪০
বাংলার হাসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আসলেই জানতাম না !
ধন্যবাদ ব্রো ++++ ।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬
বাংলার হাসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ব্রো।
আমাদের স্বাধীনতার “ঘোষনা” নিয়েও একটা অজানা ইতিহাস তুলে ধরবো, এক পর্ব দিছি অনেক আগে । Click This Link
২৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
মামুন রশিদ বলেছেন: ভাই অনেক ধন্যবাদ ২৩শে মার্চকে মনে রেখে পোস্ট দেয়ার জন্য ।
১৮তম ভালোলাগা++++
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২
বাংলার হাসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ব্রো।
২৭| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন পোস্টের জন্য। এই তথ্যতো জানা ছিলনা! কি লজ্জার বিষয়!
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২
বাংলার হাসান বলেছেন: লজ্জার কিছূ নাই ব্রো।
আজ থেকে এক বছর আগেও আমিও জানতাম না। সে কারনে আমি কৃতজ্ঞ তৎকালীন “সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ” ও “স্বাধীন বাংলা নিউক্লিয়াস” এর কয়েকজন সত্যিকারের দেশ প্রেমিক মুক্তিযোদ্ধার নিকট।
২৮| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
কালা মনের ধলা মানুষ বলেছেন: শোনেন হাসান ভাই। চেতনা ধারী ব্লগার আর অ-চেতনা ধারী ব্লগার, সবাই হিটাকাংখী !! জননন্দিত আর জননিন্দিত বিষয় আশোয় ছাড়া এরা কিছু লিখেনা। হিট আসবে না যে !!
তাই, মূর্খ আপনাকেই প্লাস।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো খুব মূল্যবান কথা বলেছেন।
২৯| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: চমৎকার এবং তথ্যবহুল পোস্ট ...
ইতিহাস থেকে শিক্কা নেয়ার কথা আমরা প্রাই বলি , কিন্তু মনে হয় না ইতিহাস থেকে আমরা আদৌ কোন শিক্ষা নিয়েছি !!!
পোস্ট এ প্লাস ...
শুভেচ্ছা রইলো অনেক অজানাকে জানানোর জন্যে
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:০০
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য।
৩০| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ** শিক্ষা
দুঃখিত বানান ভুলের জন্যে !
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:০২
বাংলার হাসান বলেছেন: ব্যাপার না। আমিতো আরো বেশি ভুল বানান লেখি
৩১| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৬
আমি বোকা মানুষ বলেছেন:
ইতিহাস থেকে মুছে ফেলা ইতিহাস সকলের মাঝে তুলে ধরার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা।
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
বাংলার হাসান বলেছেন: আপনার প্রতিও কৃতজ্ঞতা।
৩২| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৫
হ য ব র ল ৩২৭ বলেছেন: ভালো লিখেচেন।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ ব্রো।
৩৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগল
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ
৩৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৮
মুশাসি বলেছেন: ছবির শাহজাহান সিরাজকে চিনে রাখলাম।
দারুন পোষ্ট ভাই+++
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
বাংলার হাসান বলেছেন: এই শাহজাহান সিরাজ কিন্তু আপনি না।
৩৫| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
আমি তুমি আমরা বলেছেন: আপনার পোস্ট থেকে নতুন কিছু জানলাম। ধন্যবাদ।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পিছনেও আছে এক ইতিহাস, যে ইতিহাস ছিল মুক্তিযুদ্ধের পটভূমি সৃষ্টির ইতিহাস। দলীয় দাসত্বে শিকলে বন্ধী সে ইতিহাস আমরা কতটুক জানি?
৩৬| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫২
ইকবাল পারভেজ বলেছেন: এই পোস্টের জন্য ধন্যবাদ জানানো ছাড়া আসলে কিছুই বলার নাই।
আর কালো মনের ধলা মানুষের মন্তব্যে ঝাঝা।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩
বাংলার হাসান বলেছেন: ইতিহাস হলো একটি জাতির দর্পন।...
আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার কাছে কি লিঙ্কটা আছে? দেখতে মন চাচ্ছে।