![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
প্রথম পর্বে উল্লেখ করা হয়েছে দ্বিজাতি তত্ত্ব (হিন্দু মুসলমান) ভিত্তিতে বিভক্ত বাংলার এই অংশ যা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, সেই দেশের মানুষের শোষনহীন,উপনিবেশীকতাবাদ বিরোধী অসাম্প্রদায়ীক মুক্তির সংগ্রামের সুত্রপাত হয় ১৯৫২ এ ভাষা আন্দোলনের মাধ্য দিয়ে, যেখানে আগা-গোড়াই ছাত্র জনতার অবদান ছিল মূখ্য । আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যায় বাঙালী জাতি দীর্ঘ ২০০শত বছর স্বাধীন ভূখন্ড ও স্বাধীন সত্বা নিয়ে টিকে ছিল। ভুল। জিন্নার দ্বিজাতিক তত্ত্বেরে উপর ভর করে পাকিস্তান সৃষ্টির পর থেকে যদি আমরা লক্ষ করি তাহলে দেখা যায় আমাদের এদেশীয় আইকন রাজনীতিবীদের নিয়ে গঠিত যুক্তফ্রন্ট ১৯৫৪ সালে পাকিস্তানের উভয় খন্ডে শাসক হিসেবে মননীত হয়।
কিন্তু আমরা যদি একটু গভীর চোখে লক্ষ করি তাহলে একথা নিঃসন্দেহে বলা যায় যুক্তফ্রন্টের সরকার গঠনের পিছনে চালিকা শক্তি হিসেবে কাজ করে ৫২ র ভাষা আন্দোলন। ৫২ র ভাষা আন্দোলন এবং হক,ভাসানী ও সরয়োরারদীর ঐক্য যুক্তফ্রন্টের ক্ষমতায় আসার সহায়ক শক্তি হিসেবে কাজ করে। যুক্তফ্রন্ট ক্ষমতাসীন হবার পরেও যখন দেখা গেল বাংলার মানুষের ভাগ্যলিপিতে কোন পরিবর্তন এলো না, তখন থেকেই মুলত স্বাধীনতার পটভূমি সৃষ্টি হতে শুরু করে খুব ধীর গতিতে।
রাজনৈতিক নেতাদের মাঝে একমাত্র মজলুম জননেতা মাওঃ ভাসানীই ছিলেন কট্টর সামরাজ্যবাদ, সামন্তবাদ সাম্প্রদায়ীকতাবাদ ও আধিপত্যবাদ বিরোধী এবং আফ্রো-এশিয়া, ল্যাটিনআমেরিকার নিপিড়িত মানুষের জননেতা। তিনিই প্রথম পাকিস্তানী শাসকদের “আস্সালামু আলাইকুম” বলে বাংলাকে স্বাধীন করার ইঙ্গিত দেন। পক্ষান্তরে সারোয়ারদী সাহেব ছিলেন সামরাজ্যবাদ এর প্রতি দুর্বল। মাওঃ আব্দুল হামিদ খাঁন ভাসানী ও গনতন্ত্রের মানসপুত্র জনাব হোসেন শহীদ সারোয়ারদী ও তদীয় একান্ত্য শাগরেদ জনাব শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে মাওঃ ভাসানীর বিরোধের সূত্রপাতের কারন দেশীয় সমস্যা না। মূল কারনটি হচ্ছে হোসেন শহীদ সারোয়ারদী “সিয়েটো” “সেন্টো” চুক্তির মাধ্যমে মার্কিন সামরাজ্যবাদের অধিনস্ততা স্বীকার করা মাওঃ আব্দুল হামিদ খাঁন ভাসানী এর বিরুদ্ধে কট্টর অবস্থান নেন। যা পরার্তীতে আওয়ামী মুসলিম লীগ ভাঙ্গার মূল কারন।
বর্তমানে আমাদের ছাত্র সংগঠন গুলোকে আমরা চিনি বিভিন্ন দলের লেজুড়, টেন্ডারবাজ, ও জনসাধারনের র্দূভোগ সৃষ্টির উৎস হিসেবে,এর একক কৃতিত্ব জেনারেল জিয়াউর রহমান সাহেবের। কিন্তু তৎকালীন ছাত্র সংগঠন গুলোর চরিত্র ছিল বিপরীত, তারা ছিল সাধারন মানুষের আস্থার প্রতীক কোন রাজনৈতিক দল তাদের উপর কতৃত্ত্ব ফলাতে পারতো না। ৫২র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের সাথে সাধারন মানুষের যে সেতু বন্ধন তৈরী হয় তা ধীরে ধীরে হয়ে উঠে দৃড় থেকে সুদৃড়। তৎকালীন ছাত্ররা উপলদ্ধি করে এদেশের মানুষরে স্বাধীনতার সংগ্রাম ব্যতিত মুক্তি সম্ভব নয়। সেই উপলদ্ধি থেকেই ১৯৬২ সালে স্বাধীনতার লক্ষ নিয়ে ছাত্রলীগের একটি সেল যা ছিল মুলত সিরাজুল আলম খান এর অনুসারী তাদের নিয়ে গড়ে উঠে গোপন সংগঠন “স্বাধীন বাংলা নিউক্লিয়াস”। জনাব সিরাজুল আলম খান, মরহুম কাজী আরেফ আহমেদ, ও মরহুম আঃ রাজ্জাক এই তিনজনকে নিয়েই প্রথম সৃষ্টি হয় গোপন সংগঠন “স্বাধীন বাংলা নিউক্লিয়াস”। উল্লেখ্য যে, । জনাব সিরাজুল আলম খানকেই “স্বাধীন বাংলা নিউক্লিয়াস” এর জনক বলা হয়। আমাদের স্বাধীনতার প্রেক্ষাপট তৈরীর জন্য তৎকালীন ছাত্র সমাজের যে অগ্রনী ভূমিকা লক্ষ করা যায় তা রাজনৈতিক নেতার মাঝে অনুপস্থিত।
চলবে.........
যারা প্রথম পর্ব মিস করেছেনএখানে দেখুন। Click This Link
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১০
বাংলার হাসান বলেছেন: জ্বি ব্রো
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ইতিহাস ভাল পেলাম।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৪
বাংলার হাসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১
স্বপনবাজ বলেছেন: হুম ! সহমত !
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০৮
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪
মেঘেরদেশ বলেছেন: এমন লেখা ব্লগে অনেক দিন পর পেলাম,চালিয়ে যান সাথে আছি
০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৩
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
এই লেখায় উঠে আসবে ইতিহাসের অনেক গোপন তথ্য, যা বিভিন্ন দলের জন্য গলার কাটা হয়ে ধরা দিবে।
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩
মুশাসি বলেছেন: একেবারে শুরু থেকে শুরু করেছেন পর্বটা। ফলো করছি নিয়মিত। জানা হচ্ছে ইতিহাসের অজানা তথ্য গুলো।।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
৬| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১১
একজন আরমান বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
ইতিহাস ভাল পেলাম।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
৭| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫২
মাজহারুল হুসাইন বলেছেন: ধন্যবাদ । খুব দ্রুত পরের পর্ব পাবো আশা করি ।
সাথে আছি ।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫
জাকারিয়া মুবিন বলেছেন:
চলুক, সাথে আছি।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬
বাংলার হাসান বলেছেন: ধন্যবাদ।
৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪
রওনক বলেছেন: বর্তমানে আমাদের ছাত্র সংগঠন গুলোকে আমরা চিনি বিভিন্ন দলের লেজুড়, টেন্ডারবাজ, ও জনসাধারনের র্দূভোগ সৃষ্টির উৎস হিসেবে,এর একক কৃতিত্ব জেনারেল জিয়াউর রহমান সাহেবের।
৭০ এর দশকেও ১টি ছাত্র সংগঠনের(নাম মনে পরছে না, এনএস টাইপ কি যেন) কাজই ছিলো এসব করা।
আর ৭২-৭৫ কোন ছাত্র সংগঠন তো চান্সই পায় নাই।
একপেশে লেখা।
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
বাংলার হাসান বলেছেন: ওয়েট করেন এটা একটি ধারাবাহিক লেখা, এখানে সকল এর মুখোশ খোলা হবে।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪
ঘুড্ডির পাইলট বলেছেন: ইতিহাস !