![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
সরকারের নতুন শত্রু হলো ব্লগার নামের একটি গোষ্ঠী, শাহবাগ আন্দোলন শুরু হবার পর তৃতীয় দিন এসে বাম ছাত্র সংগঠনের হাত ধরে যুদ্ধাপরাধী ও রাজাকার বিরোধী আন্দোলন পকেটে পুরে নেয় আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের মাধ্যমে। মুলত চতুর্থ দিনই শাহবাগ বিভক্ত হয়ে পড়ে তিনটি গ্রুপে।
১* গ্রুপ, এই আন্দোলনকে ব্যবহার করে সরকারের সর্বোচ্চ সার্থ রক্ষা করে আগামী নির্বাচনে পুনরায় সরকার গঠনের পথ তৈরী করা।
২* গ্রুপ, বিভিন্ন বাম সংগঠন, যাদের লক্ষ এই আন্দোলকে হাতিয়ার করে সরকারের কাছ থেকে সর্বোচ্চ ফায়দা তুলে নেয়া, এর ছোট্ট উদাহরন স্লোগান কন্যা লাকীর উপর ছাত্রলীগের হামলা ও সেলিম সাহেব এর বাডেম থেকে আহত লাকীকে এনে স্লোগান দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।
৩* গ্রুপ, এরা হলো মুলত ব্লগারদের সেই অংশ যাদের আহবানে জনসাধারন রাস্তায় নেমে আসে। তারা শুরুতেই এই আন্দোলন যাতে কোন দলের বি-টিম না হয় সে জন্য তারা শুরু থেকেই সচেষ্ট ছিল, আর এটাই মূলত কাল হয়ে দেখা দিল।
এই ৩নং গ্রুপ এর কারেনই আজ জনগনের কাছে সরকারের র্নিলজ্জ মূখোশ খুলে গেছে যে, সরকার মূলত জামাতকে নিষিদ্ধ নয় বরং এটাকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা লুঠতে আগ্রহী। গত কাল প্রধানমন্ত্রী নিজেই বলেলন জামাতকে তারা নিষিদ্ধ করবে না কেননা এটা আবেগ দিয়ে হয় না।
নাস্তিক যে সকল ব্লগারদের আটক করা হলো তা কেন আরো আগে করা হলো না? এটা কি নাস্তিক ব্লগার এর নামে নিরপেক্ষ ব্লগারদের যে অংশের কারনে শাহবাগ আন্দোলনকে দলীয়করন করেত গিয়ে সরকারের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে তাদের দমন করাই এই অভিযানের লক্ষ্য নয়তো?
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৯
বাংলার হাসান বলেছেন: পরবর্তী টার্গেট ৩নং গ্রুপের ব্লগাররা যে লিষ্টে আপনি,আমি সহ আরো অনেক
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৫
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: পরবর্তী টারগেট সর্কার নিজেই। তবে মোল্লাদের। যেভাবে বিন এন পি শেষ হয়ে গেছে সেভাবে সরকার ও যাচ্ছে
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
বাংলার হাসান বলেছেন: পরবর্তী টার্গেট ৩নং গ্রুপের ব্লগাররা যে লিষ্টে আপনি,আমি সহ আরো অনেক
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩১
নষ্ট শয়তান বলেছেন: পোষ্টে পিলাচ।
এই একই বক্তব্য নিয়া আমারো এককান লিকা আছে।
Click This Link
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯
বাংলার হাসান বলেছেন: সরকার যে আগুন নিয়ে খেলছে তার নাম ব্লগার। সরকারের একথা ভুলে এগেল চলবেনা শাহবাগ আন্দোলন যে সকল ব্লগারদের হাত ধরে শুরু তারা কেউই কোন দলের নয় কিন্তু তারা সকলেই দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোকে প্রচন্ড ঘৃনা করে। শুধু মাত্র তাদের কারনেই শাহবাগ আন্দোলন খেয়ে ফেলার পরে তা আজ সরকারের জন্য বদ হজমের কারন। তাই সরকার যদি নাস্তিকতার মোড়কে সেই সকল ব্লগারদের আটক করে নির্যাতন,নিপিড়নের পথ বেছে নেয় তবে তা সরকারের জন্য বুমেরাং হতে বিন্দু পরিমান সময় লাগবে না।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
বিশ্ব প্রেমিক বলেছেন: ভাই, না শাহবাগ পরাজিত হবে, না সামু ব্লগ বন্ধ হবে । শাহবাগ এবং সামু ব্লগকে খালেদা জিয়ার মিথ্যা নাস্তিক অপবাদ থেকে বাঁচানোর জন্য সরকারকে কিছুটা কৌশল অবলম্বন করতে হয়েছে শুধুমাত্র খালেদা আর তার দোসর জামাত-শিবিরের মুখ বন্ধ করে দেওয়ার জন্য ।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০২
বাংলার হাসান বলেছেন: সরকার যে আগুন নিয়ে খেলছে তার নাম ব্লগার। সরকারের একথা ভুলে এগেল চলবেনা শাহবাগ আন্দোলন যে সকল ব্লগারদের হাত ধরে শুরু তারা কেউই কোন দলের নয় কিন্তু তারা সকলেই দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোকে প্রচন্ড ঘৃনা করে। শুধু মাত্র তাদের কারনেই শাহবাগ আন্দোলন খেয়ে ফেলার পরে তা আজ সরকারের জন্য বদ হজমের কারন। তাই সরকার যদি নাস্তিকতার মোড়কে সেই সকল ব্লগারদের আটক করে নির্যাতন,নিপিড়নের পথ বেছে নেয় তবে তা সরকারের জন্য বুমেরাং হতে বিন্দু পরিমান সময় লাগবে না।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪
বাংলার হাসান বলেছেন: পরবর্তী টার্গেট ৩নং গ্রুপের ব্লগাররা যে লিষ্টে আপনি,আমি সহ আরো অনেক
৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩২
আশিক মাসুম বলেছেন: খেয়াল কইরা !!৩ নং রা কিন্তু জিনিশ ছাড়া সরকার না।
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
বাংলার হাসান বলেছেন: পরবর্তী টার্গেট ৩নং গ্রুপের ব্লগাররা যে লিষ্টে আপনি,আমি সহ আরো অনেক
৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
বাংলার হাসান বলেছেন: সরকার কি নিজের কবর নিজেই খুড়ছে?
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২১
আমিনুর রহমান বলেছেন: আমার মুখ বন্ধ ...

পরবর্তী টার্গেট কে?????