![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমি হাসান নামেই আমি পরিচিত এই নামে অন্য ব্লগার থাকায় হয়ে গেলাম বাংলার হাসান। ইতিহাস হলো একটি জাতির দর্পন। ইতিহাস অসচেতন জাতি কোন দিন প্রকৃত দেশপ্রেম ও জাতীয়তাবোধে উজ্জীবিত হতে পারে না।
সাভার ট্রাজেডি নিয়ে সংবাদ মাধ্যম গুলোর এই মিথ্যাচার কেন?
গতকাল সাভারে রানা প্লাজায় ঘটে যাওয়া স্বরণকালের সবচাইতে বড় মর্মান্তিক দুর্ঘটনা বলবো না। বরং বলা যায় পরিকল্পিত গনহত্যা সংগঠিত হয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে কি করে এই দুর্ঘটনাকে আমি পরিকল্পিত গনহত্যা বলছি? বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আগের দিন ভবনের ফাটলের কারনে যেখানে নিচ তলা মার্কেট ও দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংক বন্ধ করে দেয়া হলো। সেখানে কেন পোষাক শ্রমিকদেরকে বিভিন্ন প্রকার হুমকির মাধ্যমে কাজে যোগ দিতে বাধ্য করা হলো? একটি ঝুঁকিপূর্ন ভবনে হুমকি দিয়ে দরিদ্র পোষাক শ্রমিকদের কাজে যোগদানে বাধ্য করে মালিকগন কি গনহত্যার পথ তৈরী করেনি? গতকাল রাত আনুমানিক ৮টার দিকে অর্ধ চন্দ্র হাইস্কুল মাঠে স্বচোক্ষে চারশত প্লাস লাশ দেখলাম। এবং স্কুলের ভিতরেও বেশ কিছু লাশ ছিল যেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। অথচ আমাদের মিডিয়া গুলো তা প্রকাশ করেনি। কিন্তু কেন? কার সার্থ রক্ষা করার কাজে মিডিয়ার এহেন মিথ্যাচার? মিডিয়া গুলোকে কি সরকারের রক্ত চক্ষুর ভয়ে প্রকৃত সংবাদ দেশবাসীকে জানাচ্ছেনা? নাকি বাংলাদেশে নব্য নীলকর গ্রার্মেন্টস মালিকদের কাছ থেকে মোটা অংকের সালামী নিয়ে চেপে যাচ্ছে প্রকৃত নিহতের সংখ্যা?
গতকাল সন্ধ্যার পর থেকে আলোর সল্পতার জন্য উদ্ধার কাজ বারবার ব্যহৃত হচ্ছে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করার পরেও কেন সরকারের টনক নড়ছে না। যেই সরকারের অর্থ মন্ত্রী মনে করে চার হাজার কোটি টাকা কোন টাকা নয়, সেই সরকার এই সামান্য আলোর ব্যবস্থা করতে পারছে না কেন? জনগন এখনো কেন এই সকল জানোয়ারকে নিজেদের প্রতিনিদি মনে করে? রানা প্লাজার মালিক না হয় বুঝলাম সন্ত্রাসী কিন্তু জনপ্রতিনিদি এমপি মুরাদ জং এই নরপশুকে শেলটার দিয়ে যে অপরাধ করেছে তার বিচার কি হবে? গতকাল সকাল ৯টায় যখন রানা প্লাজা ধসে পড়ে, তখন রানা নিজেও ওই ভবনের মধ্যে ছিল। তাকেও সামান্য আহত অবস্থায় জনতার রোষানল থেকে বাঁচিয়ে নিরাপদে সরিয়ে নেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ। আমরা জানতে চাইনা এই জানোয়ার এমপি কোন দলের, আমরা শূধু দেখতে চাই এই জানোয়ার এমপির গলায় ফাঁসির দড়ি।
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
বাংলার হাসান বলেছেন: তাদের নিকট মনে হয় সামান্য এই লাইটের টাকা অনেক অনেক সহমত
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪
গৃহ বন্দিনী বলেছেন: এদের মানুষের পর্যায় ফেলা যায় না ।
এত মানুষ মরলো , এদের একটাও মরল না কেন? আল্লাহ আর একবার সুযোগ দিল মনে হয় ভাল হবার।
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
বাংলার হাসান বলেছেন: আল্লাহ আর একবার সুযোগ দিল মনে হয় ভাল হবার। জানোয়ার কখনো মানুষ হয় শুনেছেন?
৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১
হুমায়ুন তোরাব বলেছেন: era mother chod
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪
বাংলার হাসান বলেছেন: আপনার মত করে গালি দিতে পারলে হয়তো মনটা একটু শান্ত হতো।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
অরিয়ন বলেছেন: অমানুষ কখনো মানুষ হয় না। আর আমাদের মিডিয়া আরো আগেই দেশ ও জনগনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যার দায় বহন করতে হচ্ছে সাধারন মানুষকে। সন্ত্রাসী রানা এমপির ঘনিষ্ট লোক। এই ভবনে বসেই যত অপকর্মের পরিকল্পনা করা হতো। তাই এমপি তাকে উদ্ধার করে পলাতে সুযোগ করে দিয়েছে।
প্রধান মন্ত্রী কালকে বললেন সরকার আগেই লোকজন সরিয়ে নিয়েছে। কিছুলোক মালামাল সরাতে ভেতরে প্রবেশ করেছিল এবং তারাই আটকা পরেছে। এখন দেখছি ঘোষিত মৃতের সংখ্যা প্রায় ২৫০ এবং জীবিত অবস্সায় উদ্ধার করা হয় ২০০০-এরও বেশী। এতোগুলি মানুষইকি তাহলে মালামাল সরাতে বা চুরি করতে গিয়েছিল? স্বরাষ্ট্র কুকুরের কথা বললে নিজেকেই ছোট মনে হয়। এমন মিথ্যাবাদি ভন্ড প্রতারকরা কি করে এখনো মন্ত্রী থাকে? এখানেও মিডিয়া তাদের সহযোগি। মিডিয়ার কল্যানেই টারা এখনো টিকে আছে।
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
বাংলার হাসান বলেছেন: সহমত
৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭
নাহিদ সৈকত বলেছেন: তাহাদের পক্ষে যারা বলিবে, তাহারাই টিকিয়া থাকিবে। যাহারা বলিবে না, তাহাদের ধ্বংস অনিবার্য। আমরা আবার ৭৫'এ ফিরে গিয়েছি।
আর মিডিয়াকে বলতে চাই, দেশের এই অবস্থা/ এই ধ্বংসের মূলে আপনাদের ভুমিকা ৫০%। দেশের মানুষকে আপনাদের জন্ম লগ্ন থেকেই ভুল তথ্য, এক পক্ষীয় তথ্য দিয়ে আসছেন।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
বাংলার হাসান বলেছেন: এই ধ্বংসের মূলে আপনাদের ভুমিকা ৫০%। দেশের মানুষকে আপনাদের জন্ম লগ্ন থেকেই ভুল তথ্য, এক পক্ষীয় তথ্য দিয়ে আসছেন। অতিব সত্য
৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯
সোহাগ সকাল বলেছেন: আর ভাল্লাগেনাহ!
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২০
বাংলার হাসান বলেছেন: তারপরেও আমরা বসে বসে এদের কান্ড দেখি আর হা-হুতাশ করে।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৬
বাংলার হাসান বলেছেন: যতদিন না আমরা এই অসভ্য রাজনৈতিক দল গুলো থেকে নিজেদের মক্ত করতে পারবো, ততদিন চলতেই থাকবে।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
মুশাসি বলেছেন: জং এর সাথে তার সখ্যতাই প্রমান করে যে তিনি ভালোমতোই জানেন রানা কোথায় আছে।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৯
বাংলার হাসান বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০
মোমের মানুষ বলেছেন: চার হাজার কোটি টাকা যাদের কাছে কিছুই না, তাদের নিকট মনে হয় সামান্য এই লাইটের টাকা অনেক অনেক